নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের সাথে ধাক্কার আশংকায় নদীতে ঝাঁপ দিয়েছেন ট্রলারের যাত্রীরা। সোমবার (১৯ মে) দুপুর দেড়টায় শহরের টানবাজার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই আশপাশের লোকজন দুটি ট্রলার নিয়ে এসে নদী থেকে যাত্রীদের উদ্ধার করেন। ইতিমধ্যে এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হক জানান, দুপুরে ২০ থেকে ২৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলার নদী পারাপারের সময় ঢেউ ও স্রোতের কারণে এমভি আখতার হোসেন-১ নামে একটি কার্গো জাহাজের সাথে ধাক্কা লাগার পরিস্থিতি সৃষ্টি হয়। 

এসময় ট্রলারটির যাত্রীরা সবাই আতংকিত হয়ে নদীতে ঝাঁপ দেন। তবে ঘটনার সাথে সাথেই আশপাশের লোকজন দুটি ট্রলার নিয়ে এসে নদী থেকে যাত্রীদের উদ্ধার করেন। 

নৌ থানা পুলিশের ওসি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ নিখোঁজের খবর পাওয়া যায় নি। নিখোঁজের কোন অভিযোগ পেলে নদীতে তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হবে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: শ তলক ষ য ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যু ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

শুক্রবার (৪ জুলাই) বিকাল সাড়ে ৩ টায় জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান দোলোনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি ভূইগর সোনালী সংসদ খেলার মাঠ থেকে শুরু হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুইঘর বাসস্যান্ডে এসে শেষ হয়। 

এসময় মেহেদি হাসান দোলোন আওয়ামী লীগের সংশ্লিষ্ট দুর্নীতিগ্রস্ত নেতাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, ছাত্রদল সব সময় সাধারণ মানুষের পাশে আছে এবং থাকবে। যারা ভূমিদস্যুতা ও মাদকের পেছনে আছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে।

আজকের এই সমাবেশ আয়োজন করা হয়েছে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যু, নব্য বিএনপি বিরুদ্ধে ও আওয়ামীলীগের গ্রেপ্তারের দাবিতে। ৫ আগষ্ট আমরা হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছি। কিন্তু এখনো আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ পাইনি। তারা বিভিন্নভাবে বিভিন্ন  দলে মিশে গেছে। আমরা প্রশাসনের কাছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদেরকে গ্রেপ্তারে দাবি জানাই।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ১নং ওয়ার্ড বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
  • নারায়ণগঞ্জে সুভদ্রা মহারানীর উল্টো রথযাত্রা মহোৎসব পালিত
  • ১৩ নং ওয়ার্ডে আওয়ামী লীগের অনেক দোসর রয়েছে : টিপু
  • ১৩নং ওয়ার্ড বিএনপি'র সদস্য ফরম বিতরণ 
  • দেশের কল্যানে ঐক্যবদ্ধ হাওয়ার কোন বিকল্প নেই : মাও. জব্বার
  • আওয়ামী লীগ ‘দিন বদলের অঙ্গীকার’ করলেও বাস্তবায়নে ব্যর্থ হয়েছে: বদিউল আলম
  • নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন
  • ভারতীয় নাগরিক নয়, খুনি হাসিনাকে পুশব্যাক করুন : সানি
  • শহীদদের স্মরনে পথ শিশুদের মাঝে জামায়াতে ইসলামী খাবার বিতরণ
  • ফতুল্লায় আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ