ত্রাণ না পৌঁছালে গাজায় ৪৮ ঘণ্টায় ১৪ হাজার শিশুর মৃত্যুর শঙ্কা
Published: 20th, May 2025 GMT
‘ফ্যাসিবাদের সহযোগী’ আখ্যা দিয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের শতাধিক কর্মকর্তার তালিকা প্রকাশ করেছে জুলাই ঐক্য নামের একটি প্ল্যাটফর্ম। এসব কর্মকর্তার মধ্যে ৪৪ জন সচিব পদমর্যাদার কর্মকর্তা এবং ৯৫ জন সহকারী কমিশনার ও জ্যেষ্ঠ সহকারী কমিশনার রয়েছেন, যাঁরা ঢাকাসহ বিভিন্ন জেলায় জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরে আত্মপ্রকাশ করা বিভিন্ন সংগঠনের মোর্চা হিসেবে কাজ করছে জুলাই ঐক্য। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কর্মকর্তাদের তালিকা প্রকাশ করেন প্ল্যাটফর্মের নেতারা। তালিকায় থাকা কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর দাবি জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে এই প্ল্যাটফর্মের নেতারা ৩১ মের মধ্যে তালিকায় থাকা ব্যাক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সেটা করা না হলে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান তাঁরা।
তালিকায় থাকা ব্যক্তি এবং তাঁদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ এবং তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ারও দাবি জানান জুলাই ঐক্যের সংগঠকেরা। তাঁরা বলেন, আগামী তিন কর্মদিবসের মধ্যে এসব ব্যক্তির বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ দেখতে চান। সংবাদ সম্মেলন থেকে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরবর্তী সময়ে সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা সরকারিভাবে প্রকাশের দাবিও জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জুলাই ঐক্যের সংগঠক মোসাদ্দেক আলি ইবনে মোহাম্মদ, একতার বাংলাদেশ প্ল্যাটফর্মের আহ্বায়ক প্লাবন তারেক, ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল মিনহাজ, জুলাই অভ্যুত্থানে শহীদ মুনতাসির রহমানের বাবা সৈয়দ গাজীউর রহমান, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কমিটির আহ্বায়ক সাইয়েদ আহমেদ সরকার, জাস্টিস ফর অল প্ল্যাটফর্মের আহ্বায়ক ফুয়াদ জামান, ৩৬ জুলাই পরিষদের আহ্বায়ক শহীদুল হক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পুনাব) প্রতিনিধি আব্দুল্লাহ আল সা’দ।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প ল য টফর ম র কর মকর ত প রক শ সরক র
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট