গাজায় যুদ্ধবিরতি আলোচনা শুরু করতে প্রস্তুত হামাস
Published: 5th, July 2025 GMT
ফিলিস্তিনের স্বাধীনতাকামী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও দলের সঙ্গে পরামর্শ শেষে হামাস গাজায় যুক্তরাষ্ট্র–সমর্থিত একটি যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দেওয়ার কথা জানিয়েছে।
বার্তা আদান–প্রদানের মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা একটি বিবৃতিতে হামাস বলেছে, তারা মধ্যস্থতাকারীদের কাছে একটি ইতিবাচক জবাব জমা দিয়েছে এবং যুদ্ধবিরতি কার্যকর করার প্রক্রিয়া নিয়ে আলোচনার নতুন পর্বে তাৎক্ষণিকভাবে অংশ নিতে পুরোপুরি প্রস্তুত আছে।
আরও পড়ুনগাজায় যুদ্ধবিরতি নিয়ে আশাবাদ০২ জুলাই ২০২৫এ আলোচনার বিষয়ে অবগত আছেন, এমন একজন জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে বলেন, হামাস (চুক্তির) সামগ্রিক কাঠামো মেনে নিয়েছে। তবে তারা কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনের অনুরোধ জানিয়েছে। এর একটি, যদি ২০ মাস ধরা চলা এ যুদ্ধ স্থায়ীভাবে থামানো নিয়ে আলোচনা ভেঙে পড়ে, সে ক্ষেত্রেও আবার হামলা শুরু করা যাবে না—যুক্তরাষ্ট্রকে এমন নিশ্চয়তা দিতে হবে।
এর চেয়ে ভালো কিছু আর আসবে না; বরং পরিস্থিতি আরও খারাপই হবে।ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টহামাসের মিত্র ইসলামিক জিহাদ বলেছে, গাজায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার পরিকল্পনা তারা সমর্থন করে। তবে এ প্রক্রিয়া যেন একটি স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছায়, তা নিশ্চিত করার নিশ্চয়তা চেয়েছে তারা।
গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তগুলো মেনে নিয়েছে। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলো যুদ্ধ অবসানের লক্ষ্যে কাজ করবে।
আরও পড়ুনগাজায় কার্যকর যুদ্ধবিরতির নিশ্চয়তা চায় হামাস২২ ঘণ্টা আগেট্রাম্প হামাসকেও তাঁর ভাষায় ‘চূড়ান্ত প্রস্তাব’ মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং সতর্ক করে বলেছেন, এর (নতুন যুদ্ধবিরতি চুক্তি) চেয়ে ভালো কিছু আর আসবে না; বরং পরিস্থিতি আরও খারাপই হবে।
ধারণা করা হচ্ছে, এ পরিকল্পনায় ধাপে ধাপে ১০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে এবং আরও ১৮ জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করবে হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে। এখনো প্রায় ৫০ জন জিম্মি গাজায় আটকে রয়েছেন, যাঁদের মধ্যে অন্তত ২০ জন জীবিত আছেন বলে মনে করা হচ্ছে।ধারণা করা হচ্ছে, এ যুদ্ধবিরতি পরিকল্পনায় ধাপে ধাপে ১০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে এবং আরও ১৮ জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করবে হামাস। বিনিময়ে ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে। এখনো প্রায় ৫০ জন জিম্মি গাজায় আটকে রয়েছেন, যাঁদের মধ্যে কমপক্ষে ২০ জন জীবিত আছেন বলে মনে করা হচ্ছে।
যুদ্ধবিরতি প্রস্তাবে আরও বলা হয়েছে, জাতিসংঘ ও আন্তর্জাতিক রেডক্রস কমিটির অংশগ্রহণে গাজায় পর্যাপ্ত পরিমাণ মানবিক সহায়তা তাৎক্ষণিকভাবে প্রবেশ করবে।
আরও পড়ুনগাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির শর্তে রাজি ইসরায়েল, জানালেন ট্রাম্প০২ জুলাই ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: য ক তর ষ ট র ইসর য় ল র জন জ ব ত প রস ত
এছাড়াও পড়ুন:
এআইইউবি ইন্টার কলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ শুরু
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসের মাঠে ‘এআইইউবি ইন্টার কলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
গত রোববার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার।
এ সময় আরও উপস্থিত ছিলেন এআইইউবির প্রক্টর মনজুর এইচ খান, ডেপুটি ডিরেক্টর (স্টুডেন্ট সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ার) জিয়ারত এইচ খান, ডেপুটি ডিরেক্টর (অ্যাডমিনিস্ট্রেশন) মেজর (অব.) ফয়েজ-উল-বারীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
এআইইউবি অফিস অব স্পোর্টসের উদ্যোগে এবং অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের (ওএসএ) সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় ঢাকা শহরের বিভিন্ন কলেজের ৩২টি দল অংশগ্রহণ করছে।
ক্রিকেটের প্রতিভা বিকাশ এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ক্রীড়া-সম্ভাবনা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকেরা।