অসাধু আমদানিকারকদের দৌরাত্ম্য, হুমকির মুখে দেশীয় কসমেটিকস শিল্প
Published: 5th, July 2025 GMT
অসাধু আমদানিকারকদের দৌরাত্মে চরম হুমকির মুখে দেশীয় শিল্প। এ দৌরাত্মে সবচেয়ে ক্ষতির মুখে কসমেটিকস ও স্কিনকেয়ার খাত। আর এতে বড় অংকের রাজস্ব সম্ভাবনা নষ্ট হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্যও হুমকির মুখে। মানসম্মত পণ্য নিশিচত করতে দেশীয় শিল্পের সুরক্ষায় কঠোর নজরদারি বাড়ানোসহ অশুভ দাপট বন্ধ জরুরি।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর কারওয়ানবাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সেমিনারে এ উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।
‘কসমেটিকস ও স্কিনকেয়ার শিল্পখাতের রপ্তানি সম্ভাবনা: ভেজাল ও নিম্নমানের পণ্য আর নয়’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশ (এএসবিএমইবি)।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার খান। তিনি বলেন, ভোক্তা যেন প্রতারিত না হন- এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। ভেজাল ও নিম্নমানের পণ্য দেশের অর্থনীতি ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। দেশের অর্থনীতির ভিত মজবুত করতে দেশে উৎপাদিত মানসম্পন্ন পণ্য ব্যবহারের আহ্বান জানান তিনি।
এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ইসহাকুল হোসেন সুইট বলেন, দেশীয় উৎপাদনে সক্ষমতা তৈরি হওয়ার পরও অসৎ উপায়ে আমদানি বন্ধ করতে না পারলে দেশে শিল্পায়ন, বিনিয়োগ সুরক্ষা, নতুন বিনিয়োগ আকর্ষণ ও দেশীয় উৎপাদনশীলতায় স্থবিরতা তৈরি হতে পারে। এতে পরনির্ভরশীলতা থেকে মুক্ত না হয়ে বরং পুরোপুরি আমদানির নামে অসাধু চক্রের কবলে পড়তে পারে দেশ। দেশে ব্যবসার পরিবেশ নিশ্চিতে নিয়ম-নীতি সহজ করারও আহবান জানান তিনি।
ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ-আইবিএফবির সহসভাপতি এমএস সিদ্দিকী বলেন, দেশীয় শিল্প সুরক্ষায় এখনই নজর দিতে হবে। সরকার অসাধু দাপট বন্ধ করতে না পারলে দেশীয় শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব হবে না। আর তাতে করে লক্ষাধিক লোক বেকার হয়ে রাস্তায় নামবে। যা সামাজিক ও অর্থনৈতিক সংকট তৈরি করবে। দুষ্ট চক্রে প্রভাবিত হলে দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনবে না। ফলে সরকারকে এর জন্য বড় মাশুল গুনতে হবে।
এসএমই ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সভাপতি আলি জামান বলেন, নীতি নির্ধারণী পর্যায়ের কোনো কোনো মহলের ভূমিকা রহস্যজনক এবং দেশীয় শিল্প বিরোধী। এ কারণে স্থানীয় বিনিয়োগ প্রবল অসম প্রতিযোগিতা ও ঝুঁকির মুখোমুখি হয়ে পড়ছে। তার মতে, কোনো কোনো মহলের শিল্পায়ন বিরোধী মনোভাব কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বর্তমান সরকারের যে অগ্রাধিকার নীতি রয়েছে তার পরিপন্থী। বর্তমানে দেশে কসমেটিকস শিল্পের যে প্রসার ঘটছে তাতে আমদানির লাগাম টেনে ধরার এখনই সময়।
চিত্রনায়ক মামনুন হাসান ইমন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)–এর তথ্য তুলে ধরে বলেন, শুধু কালার কসমেটিকস আমদানিতে বছরে প্রায় ৫০০ কোটি টাকার পণ্য আসে, কিন্তু প্রকৃত পরিমাণ ১৬০০ কোটির কম নয়। এতে বছরে প্রায় ১১০০ কোটি টাকার রাজস্ব ফাঁকি হচ্ছে। অন্যদিকে দেশীয় একটি প্রতিষ্ঠান একাই দিয়েছে ১০০ কোটির বেশি ভ্যাট।
ভোক্তা অধিদপ্তরের পরিচালক ফকির মোহাম্মদ মুনাওয়ার হোসেন বলেন, দেশের কসমেটিকস ও স্কিন কেয়ারের যে মার্কেট ছিল সে আকার এখন অনেক বড়। তিনি জানান, বাজারে অভিযান পরিচালনা করার সময় দেখতে পান, আইন না মানার হিড়িক। বিশেষ করে আমদানিকৃত বিউটি ও স্কিনকেয়ার পণ্য নিয়ে অভিযোগের শেষ নেই বলেও জানান মুনাওয়ার হোসেন।
ত্বক বিশেষজ্ঞ ডাক্তার শারমিনা হক জানান, বর্তমানে কতিপয় মানহীন ও ভেজাল পণ্যের ছড়াছড়ির খবর প্রায়শই দেখা যায়। এসব ভেজাল পণ্য ব্যবহার করে ক্রেতারা প্রতারিত হচ্ছেন। পড়ে যাচ্ছেন বড় ধরনের স্বাস্থ্যঝুঁকিতে। এজন্য স্থানীয় উৎপাদনকে নীতি সহায়তা দিয়ে মানসম্মত পণ্য ক্রেতাদের জন্য সুলভ করা জরুরি। দেশে গ্লোবাল ব্র্যান্ডের উৎপাদন কার্যক্রম সম্প্রচারণে প্রয়োজনীয় কাঁচামাল আমদানি সহজলভ্য করা গেলে এবং সরাসরি কসমেটিকস পণ্যের আমদানি শুল্কহার বাড়ানো হলে দেশীয় উৎপাদন ও উদ্যোগকে এগিয়ে নেয়া সহজ হবে।
এএসবিএমইবি-এর সাধারণ সম্পাদক জামাল উদ্দীন বলেন, কসমেটিকস খাতে এখনই লক্ষাধিক মানুষের কর্মসংস্থান রয়েছে। শুধুমাত্র সরকারের নীতি সহায়তার অভাবে শিল্পের আকার ও ব্যাপকতা আটকে আছে। আমদানি বিকল্প দেশীয় শিল্পের বিকাশ ঘটলে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হয়। কর্মসংস্থান ছাড়াও উপরন্তু, রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। এজন্য নীতিনির্ধারণে অগ্রাধিকার তালিকায় শীর্ষে থাকা উচিত স্থানীয় বিনিয়োগ সুরক্ষা। এছাড়া কসমেটিকস আমদানি সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিপুল পরিমাণ শুল্ক, কর ও ভ্যাট ফাঁকির যে অভিযোগ উঠেছে তা দুদকের দ্বারা তদন্তের দাবি জানান তিনি।
অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, জাতীয় রাজস্ব বোর্ড কসমেটিকস আমদানিতে নতুন শুল্ক কাঠামো চালু করলেও তা ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে অসাধু আমদানিকারক চক্র। ফলে দেশের সম্ভাবনাময় কসমেটিকস শিল্প খাত ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে।
ঢাকা/চিশতী/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আমদ ন ক র জন য স রক ষ সরক র উৎপ দ য় উৎপ
এছাড়াও পড়ুন:
সবার চেয়ে এগিয়ে থাকতে যে ৯টি এআই দক্ষতা আপনার এখনই শেখা উচিত
১. প্রম্পট ইঞ্জিনিয়ারিং: এআইয়ের সঙ্গে কথা বলুন
চ্যাটজিপিটিকে কিছু জিজ্ঞেস করে হতাশ হয়েছেন? চ্যাটবট আপনাকে এলোমেলো উত্তর দিয়েছে? এটা খুব সাধারণ ব্যাপার। হাল ছেড়ে দেবেন না। কারণ, আপনি এআইয়ের সঙ্গে সঠিকভাবে কথা বলতে পারেননি। তাই আপনাকে চ্যাটবট হতাশ করেছে। ওর থেকে সঠিক উত্তর পাওয়ার একটা গোপন রহস্য আছে। সেটা হলো প্রম্পট ইঞ্জিনিয়ারিং। মানে এআইয়ের সঙ্গে এমনভাবে কথা বলুন, যাতে নিখুঁত ও নির্ভুল উত্তর দেয়। বোঝার সুবিধার্তে উদাহরণ দেওয়া যাক।
এআইকে শুরতেই আপনার পেশা জানিয়ে দিন। যেমন আপনি হতে পারেন একজন সেলস মার্কেটার বা আইনজীবী। পেশা জানালে এআই আপনাকে মার্কেটিং এক্সপার্ট বা দক্ষ আইনজীবীর মতো উত্তর দিতে পারবে। তারপর উদাহরণ দিন। পরিষ্কার করে বলুন আপনি কী চান। সবশেষে কোন ফরম্যাটে উত্তর চান, সেটাও উল্লেখ করুন। যেমন বলতে পারেন, ‘আমাকে একটা টেবিল বানিয়ে দাও। টেবিলের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৮ ও ৩ মিটার। টেবিলের ওপর একটা ফুলদানি থাকবে সবুজ রঙের। পাশে থাকবে একটা টিউব লাইট।’ এভাবে বিস্তারিত বলুন।
মানে ভাবুন, আপনি কোনো বন্ধুকে নিজের বাড়ির ঠিকানা দিচ্ছেন। যত ভালোভাবে ঠিকানা বুঝিয়ে দিতে পারবেন, বন্ধু তত সহজে আপনার বাড়ি পৌঁছে যাবে। শুধু যদি বন্ধুকে বলেন, ‘আমার বাড়ি ঢাকা বড় মার্কেটের পাশে’, তাহলে তা খুঁজে পেতে বন্ধুর অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু যদি সড়ক ও বাসা নম্বরসহ বিস্তারিত ঠিকানা দেন, তাহলে সহজে আপনার বাসা খুঁজে পাবে। এটাও অনেকটা সে রকম। সবকিছু স্পষ্টভাবে বলে দিন, তাহলে নিজের পছন্দমতো সঠিক উত্তর পাবেন।
সহজে আরেকটি কাজ করতে পারেন। ধরুন, আপনি চ্যাটবটকে দিয়ে কোনো উত্তর লিখিয়ে নিতে চান। তাহলে জেমিনি বা গ্রকের মতো অন্য কোনো এআই দিয়ে প্রম্পট লিখে নিন। তাহলে আপনার আর বিস্তারিত না লিখলেও চলবে। অন্য একটা এআই আপনার হয়ে কাজটা করে দেবে। অবশ্য এ ধরনের প্রম্পট নিজের হাতে লেখাই ভালো। এতে দক্ষতাও বাড়বে।
২. সফটওয়্যার ডেভেলপমেন্ট: কোডিং না জেনেও বানান অ্যাপআপনার মাথায় দারুণ সব আইডিয়া আছে, কিন্তু কোডিং করতে পারেন না? কোডিংয়ের কথা শুনলেই মাথার মধ্যে কেমন প্যাচ লেগে যায়? এখন আর এটা কোনো সমস্যা নয়। পাইথন বা জাভাস্ক্রিপ্ট জানারও দরকার নেই। এই সমস্যার সমাধান করে দেবে এআই। এ জন্য আপনাকে কম্পিউটার সায়েন্স পড়ে আসতে হবে না। রেপলাইট (Replit) বা কার্সর (Cursor)-এর মতো টুল দিয়ে সহজেই কোড লিখিয়ে নেওয়া যায়।
তবে এখানে একটা কথা জানিয়ে রাখা ভালো। কোডার না হয়েও আপনি কোডিং করতে পারবেন ঠিকই, কিন্তু ভালো করা মুশকিল হবে। কোডিংয়ের ব্যাপারে আপনাকে দক্ষ হতে হবে, তা-ও বলছি না। অন্তত প্রাথমিক ধারণাটা থাকা চাই। তা না হলে ভবিষ্যতে আপনার বানানো অ্যাপে কোনো সমস্যা হলে তা ধরতেই পারবেন না। তাই এসব ব্যাপারে একটু জ্ঞানার্জন করে নিলে আপনিই হয়ে উঠবেন দক্ষ সফটওয়্যার ডেভেলপার।
ভাবছেন, আপনি শুরু করবেন কোথা থেকে? খুঁজলে দেখবেন, মানুষের হাজারটা সমস্যা আছে। আপনাকে শুধু খুঁজে বের করতে হবে, এর মধ্যে কোন সমস্যায় মানুষ বেশি ভোগে। সমস্যা খুঁজে পেলে এআই দিয়ে সেই সমস্যার সমস্যার সমাধান বানিয়ে বিক্রি করে দিন। দেখবেন, সেসব মানুষ আগ্রহের সঙ্গে কিনছে। এমনকি ঠিকভাবে প্রম্পট দিতে পারলে আপনি নিজেই বানিয়ে নিতে পারবেন চ্যাটজিপিটির মতো একটি চ্যাটবট।
৩. ডিজাইন ও আর্ট: সৃজনশীলতা উন্মোচনের এই তো সময়আগে এআইয়ের বানানো ছবি দেখতে খুব অদ্ভুত লাগত। তবে এখন পরিস্থিতি বদলে গেছে। এআই এখন নামকরা শিল্পীদের মতো ছবি আঁকতে পারে। আসল ছবি ও এআইয়ের আঁকা ছবি পাশাপাশি রাখলে আসলটা চেনা মুশকিল হয়ে যায়। এআইয়ের সাহায্যে এখন রিয়েলিস্টিক ছবি, লোগো, এমনকি ওয়েবসাইটও ডিজাইন করা যায়। ফটোশপের পরিবর্তে এখন মিডজার্নি, লিওনার্দো বা দাল-ইর মতো টুল দিয়ে নিজেই বানাতে পারবেন পেশাদার ছবি বা লোগো। আপনার হাতে আঁকা স্কেচও এআইয়ের সাহায্যে আরও সুন্দর করে নিতে পারেন।
৪. ভিডিও এডিটিং: ঘণ্টার কাজ শেষ হবে মিনিটেআগে ভিডিও এডিট করতে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হতো। কেটে বাদ দিতে হতো অদরকারি কথা কিংবা অপ্রয়োজনীয় অংশগুলো। এখন এআই এসব বিরক্তিকর কাজ করে দিতে পারে খুব দ্রুত। রানওয়ে এমএল (Runway ML), পিক্টোরি (Pictory), ডিস্ক্রিপ্ট (Descript)-এর মতো টুল ভিডিও এডিটিংয়ের ভোল পাল্টে দিয়েছে। এসব দিয়ে আপনি অনায়াসে অপ্রয়োজনীয় কথা, বিরতি, ব্যাকগ্রাউন্ড নয়েজ মুছে ফেলতে পারবেন। যোগ করতে পারবেন সাবটাইটেল। এমনকি স্ক্রিপ্ট থেকে ভিডিও বানাতে পারবেন রেকর্ডিং ছাড়াই। আপনি কনটেন্ট ক্রিয়েটর হন বা ব্যবসায়ী, এআই এডিটিং টুলগুলো আপনার কাজের সময় ৭০ শতাংশ কমিয়ে দেবে। কাজের মানও থাকবে পেশাদার পর্যায়ে। তাহলে আর দেরি কেন, আজই কাজে লেগে যান!
আরও পড়ুন৩০ থেকে ৪০ বছর বয়সে যেভাবে ত্বকের যত্ন নেবেন১৪ ফেব্রুয়ারি ২০২৫৫. লেখালেখি: নিজের ভাবনাকে রূপ দিনসবচেয়ে ভালো লেখকদের যে কেবল ভাষায় ভালো দখল থাকে, তা নয়; তাঁরা ভালো আইডিয়াও দেন। এআই আপনাকে সেই আইডিয়া বের করতে সাহায্য করবে। ভাইরাল কনটেন্টের বিষয়ও খুঁজে দেবে। এমনকি আপনার বা আপনার ক্লায়েন্টের লেখার স্টাইলও নকল করতে পারবে।
এআই দিয়ে বেশির ভাগ কাজ করিয়ে নিয়ে নিজে সম্পাদনা করতে পারেন। চ্যাটজিপিটি, জ্যাসপার বা কপি ডটএআই দিয়ে ব্লগ পোস্ট, সেলস কপি বা সামাজিক যোগাযোগমাধ্যমের ক্যাপশন লিখতে পারবেন। লেখার শিরোনাম বানিয়ে নিতে পারেন এআইয়ের সাহায্যে। লেখার মধ্যে কোনো ভুল আছে কি না, তা-ও এখন এআই বলে দিতে পারে। ২ হাজার শব্দের একটা লেখাকে চাইলে ৫০০ শব্দে সাজিয়ে দিতে পারে এআই।
৬. কনটেন্ট মার্কেটিং: সব জায়গায় থাকুন অনায়াসেবিখ্যাত মার্কিন অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগারের ‘আর্নল্ডস পাম্প ক্লাব’ শুনেছেন? এটা একটা জনপ্রিয় পডকাস্ট। অবাক করা বিষয় হলো, আর্নল্ড নিজে কখনো একটা পর্বও রেকর্ড করেননি। পুরো কাজটা করে দিয়েছে এআই। নিউজলেটার থেকে শুরু করে ভয়েস ক্লোন পর্যন্ত!
আপনিও এটা করতে পারবেন। এআই দিয়ে কনটেন্ট বানান, পুনরায় ব্যবহার করুন, সব প্ল্যাটফর্মে ছড়িয়ে দিন। এমনকি এতে আপনার টিমও লাগবে না। সব কাজ এখন করে দেবে এআই। হঠাৎই আপনি নিজেকে দেখতে পাবেন সব জায়গায়।
অনলাইনে এখন ব্র্যান্ডিং হয়ে গেছে সহজ। ব্র্যান্ডিং বিভিন্ন উপাদান তৈরি করতে বড় টিমেরও দরকার নেই। ট্যাপলিও (Taplio), রিপারপাস ডটআইও (Repurpose.io) আর হাইপফিউরির (Hypefury) মতো টুল দিয়ে ব্লগ পোস্টকে সামাজিক যোগাযোগমাধ্যমের উপযোগী কনটেন্টে রূপ দিতে পারবেন। কনটেন্ট শিডিউল করতে পারবেন সব প্ল্যাটফর্মে। এমনকি সাপ্তাহিক নিউজলেটারও অটো জেনারেট করতে পারবেন।
৭. নো-কোড এআই অটোমেশন: ওয়ার্কফ্লোর জাদুকর হয়ে যানদিনের বেশির ভাগ সময় আপনি কি একই কাজ বারবার করেন? মানে আপনার ম্যানুয়াল কাজ কি বেশি? যেমন ডেটা কপি করা, একই ই-মেইল পাঠানো, এক অ্যাপ থেকে অন্য অ্যাপে যাওয়া। এ ধরনের কাজে প্রচুর সময় নষ্ট হয়। তবে আপনি যদি এআই দিয়ে এসব সমস্যার সমাধান করতে পারেন, তাহলে ‘হিরো’ হয়ে যাবেন। সঙ্গে টাকা তো পাবেনই।
জ্যাপায়ার (Zapier) বা মেক (Make) দিয়ে গুগল শিট বা জিমেইলের মতো পছন্দের অ্যাপগুলো যুক্ত করতে পারেন। চ্যাটজিপিটি প্লাগইনস বা অটোজিপিটি দিয়ে সেসব চেইন তৈরি করে নিজের কাজ সহজ করে নিতে পারেন।
আরও পড়ুনকিনোয়ায় আছে চাল ও গমের চেয়ে বেশি প্রোটিন ০২ জুলাই ২০২৫৮. ডেটা অ্যানালাইসিস: এলোমেলো তথ্যকে সাজিয়ে নিনসব প্রতিষ্ঠানেই প্রচুর ডেটা থাকে। কিন্তু বেশির ভাগ প্রতিষ্ঠান জানে না সেসব দিয়ে কী করতে হয়। এখানেই আপনার সুযোগ। এআই দিয়ে এলোমেলো স্প্রেডশিট পরিষ্কার করুন, সমৃদ্ধ করুন এবং সেখান থেকে খুঁজে বের করুন গুরুত্বপূর্ণ তথ্য। চ্যাটজিপিটি অ্যাডভান্সড ডেটা অ্যানালাইসিস বা পাওয়ার বি কোপাইলট দিয়ে ফাইল আপলোড করুন। সাধারণ ভাষায় প্রশ্ন করুন। দেখবেন, এআই আপনাকে চার্টসহ তাৎক্ষণিক ফলাফল তৈরি করে দেবে। এভাবে আপনি আপনার প্রতিষ্ঠানকে স্মার্ট সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারেন। এতে প্রতিষ্ঠানেরও লাভ, আপনারও।
৯. এজেন্ট ডেভেলপমেন্ট: ডিজিটাল কর্মী বানানএআই এজেন্টের সবচেয়ে বড় সুবিধা হলো এরা ২৪/৭ কাজ করে। কখনো অভিযোগ করে না। সব সময় ভালো কাজ করে দেয়। ছুটিও চায় না। আপনি যদি কোনো কাজ এআইকে বোঝাতে পারেন, ট্রেইন করতে পারেন এবং এর পারফরম্যান্স দেখতে পারেন, তাহলে আপনি সফল হবেন। এককথায় রোবট বানিয়ে ভালো অর্থ উপার্জন করতে পারেন। অটোজিপিটি, এজেন্টজিপিটি বা ফ্লোওয়াইস দিয়ে এমন বট বানানো সম্ভব। এসব বট গবেষণা করবে, আপনার ব্যক্তিগত ই-মেইল পাঠাবে, অ্যাপয়েন্টমেন্ট সামলাবে, কাস্টমার সাপোর্টও দেখভাল করবে। উন্নত টুলগুলোতে মেমোরি, এপিআই এবং নির্দেশনা যোগ করতে পারবেন। ফলে এসব ক্রমাগত উন্নতি করতে থাকবে। আপনি শুধু অটোমেট করবেন না, ওকে দায়িত্বও দেবেন।
সহজ কথায়, এআই আপনার বিকল্প হওয়ার আগে আপনিই একটা এআই বানান। আপনার কোনো বিশেষ ডিগ্রি বা কাজের অভিজ্ঞতার দরকার নেই। শুধু কৌতূহল আর চেষ্টা থাকলেই হবে। এআই-বিপ্লব চলছে। তাই আর অপেক্ষা না করে পরীক্ষা-নিরীক্ষা শুরু করুন। কিছু বানান। যা শিখছেন, তা ভাগাভাগি করুন।
শুরুতে আপনাকে এই ৯টি দক্ষতা শিখতে হবে না, শুধু একটা শিখুন। এই ৯টির মধ্যে যেটায় আপনি আগ্রহী, সেটা নিয়েই কাজ শুরু করুন। আরও সহযোগিতা পেতে অনলাইনে সার্চ করুন বা এআইকেই জিজ্ঞেস করুন। ইউটিউবে এমন ভিডিও থাকলে, তা-ও একটু দেখে নিতে পারেন। দেখে নিতে পারেন ১০ মিনিটের একটা টিউটরিয়াল। দেখবেন, আপনি প্রত্যাশার চেয়ে দ্রুত শিখছেন। এসব শিখলে আপনি অন্তত ৯৫ শতাংশ মানুষের চেয়ে এগিয়ে থাকবেন।
সূত্র: মিডিয়াম
আরও পড়ুনজয়া আহসানের জন্মদিনে দেখে নিন ১৫ বছরের ১৫টি ছবি ০১ জুলাই ২০২৫