বোলারদের নৈপূণ্যে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে লিড পেয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু তারপরও চাপে পড়েছে তারা।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ২৮৬ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ ২৫৩ রানের বেশি করতে পারেনি। ৩৩ লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে অস্ট্রেলিয়া ২ উইকেটে ১২ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে।
বোলারদের হাতেই যে ম্যাচের নাটাই তা বুঝতে বাকি নেই। প্রথম দিন অস্ট্রেলিয়া ১০ উইকেট হারায়। দ্বিতীয় দিন ১২ উইকেট পড়েছে। ম্যাচের ভাগ্য গড়ে দেবে বোলাররা এমনটাই মনে হচ্ছে।
আরো পড়ুন:
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: যা যা জানা জরুরী
ধনীদের বসবাসের জন্য জনপ্রিয় ১০ শহর
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্যাটিংয়ে লড়াই করেছেন ব্রেন্ডন কিং। ১০৮ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৭৫ রান করেন কিং। এছাড়া জন ক্যাম্পেল ৪০, সামার জোসেফ ২৯, আলজারি জোসেফ ২৭ ও শাই হোপ ২১ রান তুলে রাখেন অবদান। তারা ২১ রান পেয়েছে অতিরিক্ত খাত থেকে।
বোলিংয়ে অস্ট্রেলিয়ার সেরা ছিলেন স্পিনার নাথান লায়ন। ৭৫ রানে ৩ উইকেট নেন তিনি। ২টি করে উইকেট পেয়েছেন জস হ্যাজেলউড ও প্যাট কামিন্স। ১টি করে উইকেট নেন মিচেল স্টার্ক, বেউ ওয়্স্টোর ও ট্রেভিস হেড।
এগিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে ৪ রানে ২ উইকেট হারায় অস্ট্রেলিয়া। পেসার সিলসের পরপর দুই ওভারে আউট হন কনটাস (০) ও উসমান খাজা (২)। ক্যামেরুন গ্রিন ৬ ও লায়ন ২ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।
প্রথম টেস্ট মাত্র ৩ দিনেই শেষ হয়েছিল। সেন্ট জর্জ গ্রেনাডার ভাগ্যে কী লিখা আছে তা সময়ই বলে দেবে।
ঢাকা/ইয়াসিন
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প রথম উইক ট
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫