Samakal:
2025-11-03@09:48:05 GMT

ঋতুপর্ণাদের উদযাপনের ম্যাচ

Published: 5th, July 2025 GMT

ঋতুপর্ণাদের উদযাপনের ম্যাচ

জিততেই হবে– তেমন কোনো চাপ নেই। প্রতিপক্ষ বড় দলও নয়। তার পরও তুর্কমেনিস্তান ম্যাচকে বেশ গুরুত্ব দিয়ে দেখছে বাংলাদেশের মেয়েরা। জয়ের যে অভ্যাস গড়ে তুলেছেন আফিদারা, তাতে ঝুঁকি নিতে চান না তারা। বাছাই পর্বের শেষ ম্যাচটি জিতেই উদযাপন করতে চান প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জনের ঐতিহাসিক অর্জনটা।

মিয়ানমারে ইয়াঙ্গুনে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে ঋতুপর্ণা-রুপনারা। প্রথম ম্যাচে বাহরাইনকে ৭ গোল দেওয়ার পর মিয়ানমারের জালে ২ গোল, আজ সংখ্যাটা কত হতে পারে?

কৌতূহল এই গোলের সংখ্যা নিয়েও। ১৪১ র‍্যাঙ্কিংয়ের তুর্কমেনিস্তান ও ১২৮ র‍্যাঙ্কিংয়ের বাংলাদেশ এর আগে মুখোমুখি হয়নি। তবে যে মিয়ানমারকে হারিয়ে বাংলাদেশ অস্ট্রেলিয়ার টিকিট নিশ্চিত করে, সেই মিয়ানমারের মেয়েরা তুর্কমেনিস্তানকে ৮-০ গোলে হারিয়েছে। যদিও এসব দিয়ে ম্যাচের আগাম ফলাফল নিশ্চিত করা যায় না, তবে একটা ধারণা পাওয়া যায়।

এশিয়া কাপের ১২ দলের মধ্যে পাঁচ দল নিশ্চিত হয়েছে। বাকি সাত দলের মধ্যে গ্রুপ ‘এ’ বাদে বাকি দলগুলোর টিকিটও নিশ্চিত হয়ে যাবে আজ। গ্রুপ ‘বি’ থেকে আজ স্বাগতিক থাইল্যান্ডের মুখোমুখি হবে ভারত। ম্যাচটি যে জিতবে, সে চলে যাবে এশিয়া কাপে। গ্রুপ ‘ডি’তে জোর লড়াই চলছে চাইনিজ তাইপে, পাকিস্তান আর ইন্দোনেশিয়ার মধ্যে। তিনটি দল আজ ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামবে। সেখানে তাইপে ইন্দোনেশিয়াকে হারাতে পারলেই টিকিট নিশ্চিত করবে।

গ্রুপ ‘ই’তে চলছে গুয়ান আর স্বাগতিক ভিয়েতনামের টক্কর। আজ মুখোমুখি লড়াই যে জিতবে সেই এশিয়া কাপে থাকবে। আরেকটি গ্রুপে নেপাল আর স্বাগতিক উজবেকিস্তান ম্যাচে যে জিতবে, সেই পাবে আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় খেলার টিকিট।

বাকি দুই গ্রুপে ফিলিপাইন-হংকং আর উত্তর কোরিয়া-মালয়েশিয়ার ম্যাচ রয়েছে। জয়ী দল বাংলাদেশের সঙ্গে এশিয়া কাপের মঞ্চে পৌঁছে যাবে। তাই আজ এই টুর্নামেন্টের অন্য ম্যাচগুলো বাঁচা-মরার হলেও বাংলাদেশ আছে বেশ নির্ভার। আগের দিন রিকভারি সেশনের পর গতকাল কোচ পিটার বাটলার মেয়েদের নিয়ে এসেছিলেন অনুশীলনে। মিডিয়ার অতি আগ্রহ থেকে খেলোয়ারদের দূরে রাখতে চাইছেন তিনি। তাই সেদিন মিয়ানমার ম্যাচের পর ঢাকা থেকে অনুরোধের ঢল নামলেও মিডিয়ার সঙ্গে ঋতুপর্ণাদের কথা বলতে দেননি কোচ।

মেয়েদের এই ইংলিশ কোচ চান না খেলা থেকে কোনোভাবে ফোকাস সরে যাক। তাই বাফুফে থেকেই মিডিয়াতে কয়েক মিনিটের অডিও বার্তা পাঠানো হয়েছে। যেখানে অধিনায়ক আফিদা খন্দকার আজকের ম্যাচের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। লক্ষ্যের কথা বলতে গিয়ে জানিয়েছেন, তাদের চোখ এখন বিশ্বকাপের দিকে। ‘যেহেতু প্রথমবারের মতো এশিয়া কাপে খেলার সুযোগ পেয়েছি, সেখানে ভালো করলে বিশ্বকাপে খেলারও সুযোগ থাকছে। তাই চেষ্টা করব বিশ্বকাপের মঞ্চে যাওয়ার।’

দলের বোলিং কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল বলেন, ‘দলে ছোটখাটো কিছু চোট সমস্যা আছে, কোচ সেই খেলোয়াড়দের রিকভারি করার সময় দিয়েছেন। আগামীকালের ম্যাচ নিয়ে মেয়েরা খুব সিরিয়াস। আমাদের বাছাই এখনও শেষ হয়নি। তুর্কমেনিস্তানের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করেই আমরা উদযাপন করব।’ বাছাই পর্বের দুটি ম্যাচে ঋতুপর্ণা তিনটি, তহুরা দুটি গোল করছেন। এ ছাড়া শামসুন্নাহার, কিসকু ও মুনকি একটি করে গোল করেছেন বাহরাইনের বিপক্ষে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ত র কম ন স ত ন

এছাড়াও পড়ুন:

কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন

ভারতের জেমাইমা রদ্রিগেজের চোখে জল, তাঁকে ঘিরে উৎসব করতে তৈরি হয়েছিল বড় একটা জটলাও। ইংল্যান্ডকে হারানোর পর দক্ষিণ আফ্রিকার মেয়েদের উল্লাসের ছবিটাও সাড়া ফেলেছিল বেশ। এক দিনের ব্যবধানে দুই দলের সেই উচ্ছ্বাস গিয়ে মিলেছিল একই বিন্দুতে—নারী বিশ্বকাপের ফাইনাল ওঠার আনন্দে আত্মহারা হয়েছিল তারা।    

কিন্তু এতটুকু তো আর শেষ নয়। দুই দলের সামনেই প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের হাতছানি। আজ নাবি মুম্বাইয়েই প্রথমবার এমন নারী বিশ্বকাপ ফাইনাল হচ্ছে, যেখানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কেউই নেই। এই দুই দলের বাইরে শিরোপাজয়ী আরেক দল নিউজিল্যান্ডও বাদ পড়ে গেছে সেমিফাইনালের আগেই। আজ দক্ষিণ আফ্রিকা-ভারতের যেই শিরোপা জিতুক, নারী বিশ্বকাপ তাই দেখবে নতুন চ্যাম্পিয়ন।

এবারের বিশ্বকাপজুড়ে কঠিন পথ পাড়ি দিয়ে এসেছে ফাইনালে ওঠা দুটি দলই। ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রানে অলআউট হয়ে বিশ্বকাপ শুরু করে দক্ষিণ আফ্রিকা। এরপর টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৭ রানে অলআউট হলেও সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েই ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা।  

সেমিফাইনালে ভারতকে জেতানোর পর জেমাইমা ও মান্ধানা

সম্পর্কিত নিবন্ধ

  • কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন
  • ভারত নাকি দক্ষিণ আফ্রিকা, কে হবে নতুন নারী বিশ্বকাপ চ‌্যাম্পিয়ন
  • বিশ্বকাপ ফাইনালের প্রতি টিকিটের দাম দেড় লাখ টাকার বেশি
  • গোল্ডেন বুট হাতে এমবাপ্পে বললেন, রিয়ালে আরও বহু বছর থাকতে চাই