জিততেই হবে– তেমন কোনো চাপ নেই। প্রতিপক্ষ বড় দলও নয়। তার পরও তুর্কমেনিস্তান ম্যাচকে বেশ গুরুত্ব দিয়ে দেখছে বাংলাদেশের মেয়েরা। জয়ের যে অভ্যাস গড়ে তুলেছেন আফিদারা, তাতে ঝুঁকি নিতে চান না তারা। বাছাই পর্বের শেষ ম্যাচটি জিতেই উদযাপন করতে চান প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জনের ঐতিহাসিক অর্জনটা।
মিয়ানমারে ইয়াঙ্গুনে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে ঋতুপর্ণা-রুপনারা। প্রথম ম্যাচে বাহরাইনকে ৭ গোল দেওয়ার পর মিয়ানমারের জালে ২ গোল, আজ সংখ্যাটা কত হতে পারে?
কৌতূহল এই গোলের সংখ্যা নিয়েও। ১৪১ র্যাঙ্কিংয়ের তুর্কমেনিস্তান ও ১২৮ র্যাঙ্কিংয়ের বাংলাদেশ এর আগে মুখোমুখি হয়নি। তবে যে মিয়ানমারকে হারিয়ে বাংলাদেশ অস্ট্রেলিয়ার টিকিট নিশ্চিত করে, সেই মিয়ানমারের মেয়েরা তুর্কমেনিস্তানকে ৮-০ গোলে হারিয়েছে। যদিও এসব দিয়ে ম্যাচের আগাম ফলাফল নিশ্চিত করা যায় না, তবে একটা ধারণা পাওয়া যায়।
এশিয়া কাপের ১২ দলের মধ্যে পাঁচ দল নিশ্চিত হয়েছে। বাকি সাত দলের মধ্যে গ্রুপ ‘এ’ বাদে বাকি দলগুলোর টিকিটও নিশ্চিত হয়ে যাবে আজ। গ্রুপ ‘বি’ থেকে আজ স্বাগতিক থাইল্যান্ডের মুখোমুখি হবে ভারত। ম্যাচটি যে জিতবে, সে চলে যাবে এশিয়া কাপে। গ্রুপ ‘ডি’তে জোর লড়াই চলছে চাইনিজ তাইপে, পাকিস্তান আর ইন্দোনেশিয়ার মধ্যে। তিনটি দল আজ ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামবে। সেখানে তাইপে ইন্দোনেশিয়াকে হারাতে পারলেই টিকিট নিশ্চিত করবে।
গ্রুপ ‘ই’তে চলছে গুয়ান আর স্বাগতিক ভিয়েতনামের টক্কর। আজ মুখোমুখি লড়াই যে জিতবে সেই এশিয়া কাপে থাকবে। আরেকটি গ্রুপে নেপাল আর স্বাগতিক উজবেকিস্তান ম্যাচে যে জিতবে, সেই পাবে আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় খেলার টিকিট।
বাকি দুই গ্রুপে ফিলিপাইন-হংকং আর উত্তর কোরিয়া-মালয়েশিয়ার ম্যাচ রয়েছে। জয়ী দল বাংলাদেশের সঙ্গে এশিয়া কাপের মঞ্চে পৌঁছে যাবে। তাই আজ এই টুর্নামেন্টের অন্য ম্যাচগুলো বাঁচা-মরার হলেও বাংলাদেশ আছে বেশ নির্ভার। আগের দিন রিকভারি সেশনের পর গতকাল কোচ পিটার বাটলার মেয়েদের নিয়ে এসেছিলেন অনুশীলনে। মিডিয়ার অতি আগ্রহ থেকে খেলোয়ারদের দূরে রাখতে চাইছেন তিনি। তাই সেদিন মিয়ানমার ম্যাচের পর ঢাকা থেকে অনুরোধের ঢল নামলেও মিডিয়ার সঙ্গে ঋতুপর্ণাদের কথা বলতে দেননি কোচ।
মেয়েদের এই ইংলিশ কোচ চান না খেলা থেকে কোনোভাবে ফোকাস সরে যাক। তাই বাফুফে থেকেই মিডিয়াতে কয়েক মিনিটের অডিও বার্তা পাঠানো হয়েছে। যেখানে অধিনায়ক আফিদা খন্দকার আজকের ম্যাচের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। লক্ষ্যের কথা বলতে গিয়ে জানিয়েছেন, তাদের চোখ এখন বিশ্বকাপের দিকে। ‘যেহেতু প্রথমবারের মতো এশিয়া কাপে খেলার সুযোগ পেয়েছি, সেখানে ভালো করলে বিশ্বকাপে খেলারও সুযোগ থাকছে। তাই চেষ্টা করব বিশ্বকাপের মঞ্চে যাওয়ার।’
দলের বোলিং কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল বলেন, ‘দলে ছোটখাটো কিছু চোট সমস্যা আছে, কোচ সেই খেলোয়াড়দের রিকভারি করার সময় দিয়েছেন। আগামীকালের ম্যাচ নিয়ে মেয়েরা খুব সিরিয়াস। আমাদের বাছাই এখনও শেষ হয়নি। তুর্কমেনিস্তানের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করেই আমরা উদযাপন করব।’ বাছাই পর্বের দুটি ম্যাচে ঋতুপর্ণা তিনটি, তহুরা দুটি গোল করছেন। এ ছাড়া শামসুন্নাহার, কিসকু ও মুনকি একটি করে গোল করেছেন বাহরাইনের বিপক্ষে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ত র কম ন স ত ন
এছাড়াও পড়ুন:
ঋতুপর্ণাদের সামনে বিশ্বকাপ খেলার হাতছানি
ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল! প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে ঋতুপর্ণাদের দলটি। অনেকেই বলছেন, এটি বাংলাদেশের সামগ্রিক ক্রীড়াঙ্গনের অন্যতম বড় সাফল্য। র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে সেই ইতিহাস গড়েছে লাল-সবুজের মেয়েরা।
বাছাইপর্বে গ্রুপ 'সি'র ম্যাচে মিয়ানমারকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। দুই অর্ধে জোড়া গোল করেন ঋতুপর্ণা চাকমা। এর আগে বাহরাইনকে হারিয়েই দারুণ সূচনা করেছিল মেয়েরা। এরপর বাহরাইন ও তুর্কমেনিস্তানের মধ্যকার ম্যাচটি ড্র হওয়ায় এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নিশ্চিত হয় বাংলাদেশের চূড়ান্ত পর্বে জায়গা।
নারী এশিয়ান কাপের ইতিহাসে ১৯৭৫ সালে যাত্রা শুরু হলেও এবারই প্রথমবার অংশ নিচ্ছে বাংলাদেশ। তারা হবে টুর্নামেন্টের ২৩তম দল। এরই মধ্যে স্বাগতিক অস্ট্রেলিয়া, বর্তমান চ্যাম্পিয়ন চীন, রানার্সআপ দক্ষিণ কোরিয়া, এবং তৃতীয় স্থান পাওয়া জাপান ছাড়াও একটি দল জায়গা নিশ্চিত করেছে। বাকি আটটি দল উঠে আসবে বাছাইপর্ব থেকে।
২০২৬ সালের ১ থেকে ২১ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার সিডনি, গোল্ড কোস্ট এবং পার্থের পাঁচটি ভেন্যুতে আয়োজিত হবে টুর্নামেন্ট। ২৯ জুলাই সিডনিতে অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের ড্র। চূড়ান্ত ১২টি দল তিনটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। অস্ট্রেলিয়া ‘এ’ গ্রুপে থাকলেও বাকিদের অবস্থান নির্ধারিত হবে ফিফা র্যাঙ্কিংয়ের ভিত্তিতে। সম্ভবত বাংলাদেশ থাকবে চতুর্থ পটে। গ্রুপ পর্ব শেষে প্রতি গ্রুপের শীর্ষ দুই দল এবং তৃতীয় স্থানে থাকা সেরা দুটি দল কোয়ার্টার ফাইনালে উঠবে। এখান থেকেই শুরু হবে বিশ্বকাপের টিকিটের লড়াই।
২০২৬ এশিয়ান কাপ শুধুই একটি টুর্নামেন্ট নয়, এটি ২০২৭ নারী বিশ্বকাপ ও ২০২৮ অলিম্পিকের বাছাইপর্বও। ২০২৭ নারী বিশ্বকাপ হবে ব্রাজিলে, যেখানে এশিয়া থেকে সরাসরি ৬টি দল অংশ নেবে। এশিয়ান কাপের সেমিফাইনালে ওঠা চারটি দল সরাসরি যাবে বিশ্বকাপে। কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া চার দল খেলবে প্লে-ইন ম্যাচ। সেখান থেকে জেতা দুটি দলও বিশ্বকাপে যাবে। যারা হারবে, তাদের জন্য থাকবে আন্তঃমহাদেশীয় প্লে-অফের আরেকটি সুযোগ।
এছাড়াও, কোয়ার্টার ফাইনালে ওঠা আটটি দল সুযোগ পাবে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের বাছাইপর্বে অংশ নেওয়ার। বাছাইয়ে দুই গ্রুপ চ্যাম্পিয়ন পাবে অলিম্পিকের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ।