তাঁর সমসাময়িক অনেক উজ্জ্বল তারকাই নিভে গেছেন। তবে ক্যারিয়ারের পরের ধাপেই নিকোল কিডম্যান যেন বেশি উজ্জ্বল। আবেদনময়ী তারকার তকমা দিয়ে শুরু করা অভিনেত্রী এখন স্বাধীন ঘরানার সিনেমার গুরুত্বপূর্ণ অভিনেত্রী। গত এক দশকের তাঁকে দেখা গেছে আলোচিত সব টিভি সিরিজেও। এই অস্ট্রেলিয়ান অভিনেত্রী আজ তিনি ৫৮ বছর বয়সে পা দিলেন। মঞ্চ থেকে রুপালি পর্দা, রোমান্স, থ্রিলার, হরর কিংবা অ্যানিমেশন—প্রতিটি ঘরানার ছবিতেই তিনি অভিনয় করে নিজেকে তুলে ধরেছেন আর কাজের মাধ্যমে প্রমাণ করে যাচ্ছেন, বয়স যেন স্রেফ একটি সংখ্যা মাত্র!

অস্ট্রেলিয়া থেকে হলিউডের শীর্ষে
১৯৬৭ সালের ২০ জুন যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের হনলুলুতে জন্ম নেন নিকোল কিডম্যান। তবে তাঁর মূল শিকড় অস্ট্রেলিয়ায়। সিডনিতে বেড়ে ওঠা কিডম্যান অল্প বয়সেই অভিনয়ের জগতে পা রাখেন এবং ধীরে ধীরে বিশ্বমঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করেন। যদিও তিনি গর্বভরে অস্ট্রেলিয়ান পরিচয় বহন করেন, তবে টম ক্রুজের সঙ্গে বৈবাহিক সম্পর্কের কারণে তাঁর যুক্তরাষ্ট্রের নাগরিকত্বও রয়েছে।

রয়েছে একটি হাওয়াইয়ান নাম
নিকোল কিডম্যানের জন্মের সময় তাঁর বাবা-মা স্টুডেন্ট ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ছিলেন। তাঁর হাওয়াইয়ান নাম ছিল হোকুলানি, যার অর্থ ‘স্বর্গীয় তারা’। এটি রাখা হয়েছিল হনলুলু চিড়িয়াখানায় জন্ম নেওয়া একটি হাতির নাম থেকে অনুপ্রাণিত হয়ে।

নিকোল কিডম্যান। ছবি: এএফপি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘সেক্সিয়েস্ট ম্যান’খেতাব পেলেন যে তারকা

‘ব্রিজারটন’ খ্যাত অভিনেতা জনাথন বেইলি এবার পেয়েছেন বিশ্বের সবচেয়ে আবেদনময় পুরুষের খেতাব। ৩ নভেম্বর রাতে ‘দ্য টুনাইট শো স্টারিং জিমি ফেলন’ অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। পিপল সাময়িকী ১৯৮৫ সাল থেকে ‘সেক্সিয়েস্ট ম্যান অ্যালাইভ’ শিরোনামে প্রতিবছর বিশ্বের সবচেয়ে আবেদনময় পুরুষ নির্বাচন করে আসছে। সেই হিসাবে এবার ৪০তম বছরে ‘সেক্সিয়েস্ট ম্যান’ তকমা পেলেন ব্রিটিশ এই তারকা।

পিপলের ফটোশুটে জনাথন

সম্পর্কিত নিবন্ধ

  • ‘সেক্সিয়েস্ট ম্যান’খেতাব পেলেন যে তারকা