তাঁর সমসাময়িক অনেক উজ্জ্বল তারকাই নিভে গেছেন। তবে ক্যারিয়ারের পরের ধাপেই নিকোল কিডম্যান যেন বেশি উজ্জ্বল। আবেদনময়ী তারকার তকমা দিয়ে শুরু করা অভিনেত্রী এখন স্বাধীন ঘরানার সিনেমার গুরুত্বপূর্ণ অভিনেত্রী। গত এক দশকের তাঁকে দেখা গেছে আলোচিত সব টিভি সিরিজেও। এই অস্ট্রেলিয়ান অভিনেত্রী আজ তিনি ৫৮ বছর বয়সে পা দিলেন। মঞ্চ থেকে রুপালি পর্দা, রোমান্স, থ্রিলার, হরর কিংবা অ্যানিমেশন—প্রতিটি ঘরানার ছবিতেই তিনি অভিনয় করে নিজেকে তুলে ধরেছেন আর কাজের মাধ্যমে প্রমাণ করে যাচ্ছেন, বয়স যেন স্রেফ একটি সংখ্যা মাত্র!

অস্ট্রেলিয়া থেকে হলিউডের শীর্ষে
১৯৬৭ সালের ২০ জুন যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের হনলুলুতে জন্ম নেন নিকোল কিডম্যান। তবে তাঁর মূল শিকড় অস্ট্রেলিয়ায়। সিডনিতে বেড়ে ওঠা কিডম্যান অল্প বয়সেই অভিনয়ের জগতে পা রাখেন এবং ধীরে ধীরে বিশ্বমঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করেন। যদিও তিনি গর্বভরে অস্ট্রেলিয়ান পরিচয় বহন করেন, তবে টম ক্রুজের সঙ্গে বৈবাহিক সম্পর্কের কারণে তাঁর যুক্তরাষ্ট্রের নাগরিকত্বও রয়েছে।

রয়েছে একটি হাওয়াইয়ান নাম
নিকোল কিডম্যানের জন্মের সময় তাঁর বাবা-মা স্টুডেন্ট ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ছিলেন। তাঁর হাওয়াইয়ান নাম ছিল হোকুলানি, যার অর্থ ‘স্বর্গীয় তারা’। এটি রাখা হয়েছিল হনলুলু চিড়িয়াখানায় জন্ম নেওয়া একটি হাতির নাম থেকে অনুপ্রাণিত হয়ে।

নিকোল কিডম্যান। ছবি: এএফপি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বিকিনিতে রাজি ছিলেন না আমিশা, তারপর...

‘লেজি লামহে’ গান বদলে দিল তাঁর ইমেজ, অথচ গানের শুটিংয়ে বিকিনি পরতে রাজিই ছিলেন না আমিশা প্যাটেল! সম্প্রতি রণবীর এলাহাবাদিয়ার পডকাস্টে হাজির হয়ে এ বিষয়ে কথা বলেন অভিনেত্রী।

বলিউডে ‘কাহো না...পেয়ার হ্যায়’ দিয়ে আলোচিত হন আমিশা। রোমান্টিক সিনেমাটিতে তাঁর ছিল ‘গুড গার্ল’ ইমেজ। কিন্তু ‘থোড়া পেয়ার থোড়া ম্যাজিক’ ছবির গান ‘লেজি লামহে’ আমিশার ভাবমূর্তিই পাল্টে দেয়। আমিশা জানান, এই গানই তাঁকে দর্শকদের চোখে আবেদনময়ী অভিনেত্রী হিসেবে পরিচিত করে তোলো।
‘দর্শক যখন কোনো আবেদনময়ী গানের কথা বলে, তখন “লেজি লামহে”র কথাই বলে। এখনো অনেকে বলে, “তোমাকে ওই গানে দারুণ হট লাগছিল।” সেই গানটিই আমার গুড গার্ল ইমেজ ভেঙে দেয়। আসলে আমি নিজেকে কখনো হট ভাবিনি, কিন্তু আদিত্য চোপড়া বলেছিলেন, আমার ভেতর সেই চার্ম ছিল’, বলেন আমিশা।

‘লেজি লামহে’ গানের দৃশ্যে আমিশা–সাইফ

সম্পর্কিত নিবন্ধ

  • বিকিনিতে রাজি ছিলেন না আমিশা, তারপর...