উইন্ডোজে ক্রোম ব্রাউজার ব্যবহারে সমস্যা, কারণ কী
Published: 22nd, June 2025 GMT
উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারে হঠাৎ করেই গুগলের তৈরি ক্রোম ব্রাউজার বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধের পর বারবার চেষ্টার পরও ব্রাউজারটি চালু হচ্ছে না বলে অভিযোগ করেছেন অনেক ব্যবহারকারী। ধারণা করা হচ্ছে, মাইক্রোসফটের ‘ফ্যামিলি সেফটি’–সুবিধার ত্রুটির কারণেই দুই সপ্তাহের বেশি সময় ধরে অনেক উইন্ডোজ ব্যবহারকারী কম্পিউটারে ক্রোম ব্রাউজার ব্যবহার করতে পারছেন না।
শিশু-কিশোরদের অনুপযুক্ত ওয়েবসাইট থেকে দূরে রাখতে মাইক্রোসফটের কনটেন্ট ফিল্টারিং ও নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা সুবিধা ‘ফ্যামিলি সেফটি’ ব্যবহার করেন অনেক অভিভাবক। তবে চলতি মাসের শুরু থেকে ফ্যামিলি সেফটি–সুবিধা ব্যবহার করা অনেক ব্যক্তি অভিযোগ করেছেন, ফ্যামিলি সেফটি–সুবিধা চালু থাকলে ক্রোম ব্রাউজার চালু হচ্ছে না। এ বিষয়ে ক্রোম ব্রাউজারের সহায়তা বিভাগের ব্যবস্থাপক অ্যালেন টি এক বিবৃতিতে বলেন, ‘আমাদের প্রযুক্তি দল সমস্যাটি তদন্ত করে দেখেছে যে মাইক্রোসফটের ফ্যামিলি সেফটি সক্রিয় থাকলে কিছু উইন্ডোজ ব্যবহারকারীর ক্ষেত্রে ক্রোম ব্রাউজার চালু হচ্ছে না।’
ফ্যামিলি সেফটি–সুবিধা চালু থাকলে ক্রোম ব্রাউজার চালু না হলেও অন্য প্রতিষ্ঠানের তৈরি ব্রাউজার ব্যবহার করা যাচ্ছে। তবে মাইক্রোসফট কবে নাগাদ এই সমস্যার স্থায়ী সমাধান দেবে, তা এখনো স্পষ্ট নয়। ৩ জুন প্রথমবারের মতো এ নিয়ে অভিযোগ আসার পর থেকে দুই সপ্তাহের বেশি সময় পার হয়ে গেলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা বা সমস্যাটির সমাধান করা হয়নি।
প্রসঙ্গত, উইন্ডোজ ব্যবহারকারীদের ক্রোম ব্রাউজার থেকে দূরে রাখতে মাইক্রোসফট এর আগেও নানা কৌশলের কারণে সমালোচিত হয়েছে। ব্রাউজার পছন্দে প্রভাব ফেলতে প্রতিষ্ঠানটি কখনো পপআপ বিজ্ঞপ্তি দেখিয়েছে, কখনো গুগলের ক্রোম ডাউনলোড পেজে জরিপ পরিচালনা করেছে, আবার কখনো এআইভিত্তিক বিভ্রান্তিকর তথ্য দেখিয়েছে। এমনকি চলতি বছর বিং সার্চ ব্যবহার করে এমন ফলাফল দেখানো হয়েছে, যাতে ব্যবহারকারীদের মনে হয়, তাঁরা গুগলে রয়েছেন।
সূত্র: দ্য ভার্জ
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ র কর উইন ড জ সমস য
এছাড়াও পড়ুন:
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আজ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন।
প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় বিকেল ৩টায় জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ বছর প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে ছয় রাজনৈতিক নেতা রয়েছেন। তাঁদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা ঢাকা থেকে প্রতিনিধি দলের সঙ্গে যোগ দেন।
এছাড়া জামায়াত নেতা নকিবুর রহমান তারেক যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলে যুক্ত হন।
এর আগে ২২ সেপ্টেম্বর রাত ১টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময়) প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা দেয়।
সূচি অনুযায়ী অধ্যাপক ইউনূস আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন।