ইসরায়েলের হারমেস ড্রোন ভূপাতিত, দাবি ইরানের
Published: 23rd, June 2025 GMT
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি আজ সোমবার জানিয়েছে, দেশটির আকাশসীমায় ইসরায়েলের একটি ‘হারমেস ৯০০’ ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।
এর আগে ইসরায়েল দাবি করেছিল, তারা ইরানে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত একটি ‘ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের লঞ্চার’কে নিশানা করে এসব হামলা চালানো হয়েছিল। খবর আল জাজিরার
হারমেস ৯০০ ড্রোন ইসরায়েলের অন্যতম উচ্চক্ষমতাসম্পন্ন মানুষবিহীন বিমান, যা নজরদারি ও আক্রমণ উভয় কাজেই ব্যবহার করা হয়।
ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়ে ইসরায়েল তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানায়নি বলে উল্লেখ করা হয়েছে আল জাজিরার প্রতিবেদনে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের সেরা ১০ ধনী নারী কারা, তাঁদের কী ব্যবসা
১০৬ বিলিয়ন ডলার। সম্পদের প্রধান উৎস: ওয়ালমার্ট। বয়স: ৭৫ বছর।
সবচেয়ে ধনী নারী অ্যালিস ওয়ালটন। টানা এক দশকে ৯ বার তিনি শীর্ষ ধনী নারীর তালিকা ছিলেন। অ্যালিস ওয়ালটনের সম্পদের পরিমাণ প্রায় ১০৬ বিলিয়ন বা ১০ হাজার ৬০০ কোটি ডলার। ফলে তিনি যুক্তরাষ্ট্রের ১৫তম ধনী ব্যক্তি এবং আমেরিকার প্রথম নারী ‘সেন্টিবিলিয়নিয়ার’ (অর্থাৎ যাঁর সম্পদের হিসাব ১২ অঙ্কের)। গত বছর তিনি ফ্রান্সের কোম্পানি লরিয়েলের উত্তরাধিকারী ফ্রাঁসোয়াজ বেটেনকোর্ট মেয়ার্সকে টপকে বিশ্বের সবচেয়ে ধনী নারী হন।
২জুলিয়া কচজুলিয়া কচ