ইসরায়েলের হারমেস ড্রোন ভূপাতিত, দাবি ইরানের
Published: 23rd, June 2025 GMT
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি আজ সোমবার জানিয়েছে, দেশটির আকাশসীমায় ইসরায়েলের একটি ‘হারমেস ৯০০’ ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।
এর আগে ইসরায়েল দাবি করেছিল, তারা ইরানে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত একটি ‘ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের লঞ্চার’কে নিশানা করে এসব হামলা চালানো হয়েছিল। খবর আল জাজিরার
হারমেস ৯০০ ড্রোন ইসরায়েলের অন্যতম উচ্চক্ষমতাসম্পন্ন মানুষবিহীন বিমান, যা নজরদারি ও আক্রমণ উভয় কাজেই ব্যবহার করা হয়।
ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়ে ইসরায়েল তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানায়নি বলে উল্লেখ করা হয়েছে আল জাজিরার প্রতিবেদনে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সাংবাদিক আসাদুজ্জামানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ করেছেন সাংবাদিকেরা। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে খুনের ঘটনা দেশে সাংবাদিকসহ সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার প্রমাণ। শুধু গাজীপুরে নয়, সারা দেশেই এখন সাংবাদিকেরা নিরাপত্তাহীন হয়ে পড়েছে। সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক আসামিকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য দেন সাংবাদিক লিয়াকত আলী খান, মিজানুর রহমান, আবদুর রহিম, আকবর হোসেন, ফয়জুল ইসলাম, মো. ইদ্রিস প্রমুখ। সঞ্চালনা করেন এস এম নাসিম। এদিকে নোয়াখালী শহর ছাড়াও জেলার সোনাইমুড়ী, বেগমগঞ্জের চৌমুহনী এবং কবিরহাট উপজেলায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।