ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে ফের হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় সোমবার সকালে পশ্চিম ইরানের কেরমানশাহ শহরে সামরিক অবকাঠামো চালানো হয় এ বিমান হামলা। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ তথ্য জানিয়েছে।

এর আগে, ইরানের রাষ্ট্রীয়-অনুমোদিত নুর নিউজ জানিয়েছে, সোমবার ভোরে তেহরানের দক্ষিণ-পূর্বে অবস্থিত একটি বৃহৎ সামরিক কমপ্লেক্স পারচিনে হামলা চালিয়েছে ইসরায়েল। খবর সিএনএনের।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইসর য় ল ইসর য

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের সেরা ১০ ধনী নারী কারা, তাঁদের কী ব্যবসা

১০৬ বিলিয়ন ডলার। সম্পদের প্রধান উৎস: ওয়ালমার্ট। বয়স: ৭৫ বছর।

সবচেয়ে ধনী নারী অ্যালিস ওয়ালটন। টানা এক দশকে ৯ বার তিনি শীর্ষ ধনী নারীর তালিকা ছিলেন। অ্যালিস ওয়ালটনের সম্পদের পরিমাণ প্রায় ১০৬ বিলিয়ন বা ১০ হাজার ৬০০ কোটি ডলার। ফলে তিনি যুক্তরাষ্ট্রের ১৫তম ধনী ব্যক্তি এবং আমেরিকার প্রথম নারী ‘সেন্টিবিলিয়নিয়ার’ (অর্থাৎ যাঁর সম্পদের হিসাব ১২ অঙ্কের)। গত বছর তিনি ফ্রান্সের কোম্পানি লরিয়েলের উত্তরাধিকারী ফ্রাঁসোয়াজ বেটেনকোর্ট মেয়ার্সকে টপকে বিশ্বের সবচেয়ে ধনী নারী হন।

২জুলিয়া কচজুলিয়া কচ

সম্পর্কিত নিবন্ধ