ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশের হামিল শহরে ইসরায়েলের ড্রোন হামলায় এক মা ও তার ছয় বছর বয়সী ছেলে নিহত হয়েছেন। ইরানের প্রেস টিভি এবং ফার্স বার্তা সংস্থার বরাত আল জাজিরা এ খবর দিয়েছে।

ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২১ জুন এই হামলাটি ঘটে। একটি ট্রাক ও একটি যাত্রীবাহী গাড়ি লক্ষ্য করে হামলা হয়। কেরমানশাহের কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে আরও জানানো হয়েছে, হামলায় নিহত শিশুর বাবা এবং তোদের অন্য সন্তানও আহত হয়েছেন।

গত ১৩ জুন ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে ইরানে কয়েক ডজন শিশু নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের সেরা ১০ ধনী নারী কারা, তাঁদের কী ব্যবসা

১০৬ বিলিয়ন ডলার। সম্পদের প্রধান উৎস: ওয়ালমার্ট। বয়স: ৭৫ বছর।

সবচেয়ে ধনী নারী অ্যালিস ওয়ালটন। টানা এক দশকে ৯ বার তিনি শীর্ষ ধনী নারীর তালিকা ছিলেন। অ্যালিস ওয়ালটনের সম্পদের পরিমাণ প্রায় ১০৬ বিলিয়ন বা ১০ হাজার ৬০০ কোটি ডলার। ফলে তিনি যুক্তরাষ্ট্রের ১৫তম ধনী ব্যক্তি এবং আমেরিকার প্রথম নারী ‘সেন্টিবিলিয়নিয়ার’ (অর্থাৎ যাঁর সম্পদের হিসাব ১২ অঙ্কের)। গত বছর তিনি ফ্রান্সের কোম্পানি লরিয়েলের উত্তরাধিকারী ফ্রাঁসোয়াজ বেটেনকোর্ট মেয়ার্সকে টপকে বিশ্বের সবচেয়ে ধনী নারী হন।

২জুলিয়া কচজুলিয়া কচ

সম্পর্কিত নিবন্ধ