ইরানের সামরিক বাহিনীর ‘খাতাম আল-আনবিয়া’ ইউনিট হুঁশিয়ারি দিয়েছে যে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্তিশালী অভিযান ও গুরুতর পরিণতি অপেক্ষা করছে; কারণ তারা ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় বোমাবর্ষণ করেছে।

ইরানি সংবাদ সংস্থাগুলো এক অজ্ঞাতনামা মুখপাত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, তিনি যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের পক্ষ থেকে একটি অপরাধমূলক কাজ করার অভিযোগে অভিযুক্ত করেছেন, যা স্পষ্টভাবে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে বলে দাবি করেন।

তিনি আরো বলেন, “এই বৈরী কাজটি মরিয়া হয়ে পড়া জায়নবাদী শাসন ব্যবস্থাকে পুনর্জীবিত করার উদ্দেশ্যে করা হয়েছে।”

আরো পড়ুন:

হরমুজ প্রণালী বন্ধ করা হবে অর্থনৈতিক আত্মহত্যা: যুক্তরাষ্ট্র

ইসরায়েলের বিরুদ্ধে আরো আন্তর্জাতিক চাপ প্রয়োগের আহ্বান মালয়েশিয়ার

এই মার্কিন হামলা কেবল ‘ইরানের বৈধ এবং বহুবিধ লক্ষ্যবস্তুর পরিসরকে’ আরো বিস্তৃত করেছে বলেও তিনি মন্তব্য করেন।

খাতাম আল-আনবিয়া হলো ইরানের সামরিক বাহিনীর একটি বিশেষ ইউনিট, যা সরাসরি ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের অধীনে পরিচালিত হয় এবং বিপ্লবী রক্ষাবাহিনী থেকে (আইআরজিসি) থেকে পৃথকভাবে কাজ করে।

ঢাকা/রাসেল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল য ক তর ষ ট র

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের সেরা ১০ ধনী নারী কারা, তাঁদের কী ব্যবসা

১০৬ বিলিয়ন ডলার। সম্পদের প্রধান উৎস: ওয়ালমার্ট। বয়স: ৭৫ বছর।

সবচেয়ে ধনী নারী অ্যালিস ওয়ালটন। টানা এক দশকে ৯ বার তিনি শীর্ষ ধনী নারীর তালিকা ছিলেন। অ্যালিস ওয়ালটনের সম্পদের পরিমাণ প্রায় ১০৬ বিলিয়ন বা ১০ হাজার ৬০০ কোটি ডলার। ফলে তিনি যুক্তরাষ্ট্রের ১৫তম ধনী ব্যক্তি এবং আমেরিকার প্রথম নারী ‘সেন্টিবিলিয়নিয়ার’ (অর্থাৎ যাঁর সম্পদের হিসাব ১২ অঙ্কের)। গত বছর তিনি ফ্রান্সের কোম্পানি লরিয়েলের উত্তরাধিকারী ফ্রাঁসোয়াজ বেটেনকোর্ট মেয়ার্সকে টপকে বিশ্বের সবচেয়ে ধনী নারী হন।

২জুলিয়া কচজুলিয়া কচ

সম্পর্কিত নিবন্ধ