ইরানের সামরিক বাহিনীর ‘খাতাম আল-আনবিয়া’ ইউনিট হুঁশিয়ারি দিয়েছে যে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্তিশালী অভিযান ও গুরুতর পরিণতি অপেক্ষা করছে; কারণ তারা ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় বোমাবর্ষণ করেছে।

ইরানি সংবাদ সংস্থাগুলো এক অজ্ঞাতনামা মুখপাত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, তিনি যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের পক্ষ থেকে একটি অপরাধমূলক কাজ করার অভিযোগে অভিযুক্ত করেছেন, যা স্পষ্টভাবে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে বলে দাবি করেন।

তিনি আরো বলেন, “এই বৈরী কাজটি মরিয়া হয়ে পড়া জায়নবাদী শাসন ব্যবস্থাকে পুনর্জীবিত করার উদ্দেশ্যে করা হয়েছে।”

আরো পড়ুন:

হরমুজ প্রণালী বন্ধ করা হবে অর্থনৈতিক আত্মহত্যা: যুক্তরাষ্ট্র

ইসরায়েলের বিরুদ্ধে আরো আন্তর্জাতিক চাপ প্রয়োগের আহ্বান মালয়েশিয়ার

এই মার্কিন হামলা কেবল ‘ইরানের বৈধ এবং বহুবিধ লক্ষ্যবস্তুর পরিসরকে’ আরো বিস্তৃত করেছে বলেও তিনি মন্তব্য করেন।

খাতাম আল-আনবিয়া হলো ইরানের সামরিক বাহিনীর একটি বিশেষ ইউনিট, যা সরাসরি ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের অধীনে পরিচালিত হয় এবং বিপ্লবী রক্ষাবাহিনী থেকে (আইআরজিসি) থেকে পৃথকভাবে কাজ করে।

ঢাকা/রাসেল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল য ক তর ষ ট র

এছাড়াও পড়ুন:

পিরোজপুরে চাঁদাবাজির মামলায় বহিষ্কৃত যুবদল নেতা গ্রেপ্তার

চাঁদাবাজির মামলায় পিরোজপুর জেলা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক মারুফ হাসান ওরফে মারুফ পোদ্দারকে গ্রেপ্তার করা হয়েছে। 

শুক্রবার (৮ আগস্ট) রাতে যৌথ বাহিনী মারুফের মালিকানাধীন পিরোজপুর শহরের আবাসিক হোটেল ‘বিলাস’ থেকে তাকে গ্রেপ্তার করে।

পিরোজপুর সদর থানায় জুয়েল শেখ নামের এক বালু ব্যবসায়ীর দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম। ওই মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার থেকে জানা গেছে, পিরোজপুর শহরের বলেশ্বর এলাকার বালু ব্যবসায়ী জুয়েল ও রিপনের কাছে কিছু দিন ধরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল মারুফ। চাঁদা দিতে অস্বীকার করায় তাদের মারধর ও হত্যার হুমকি দিয়ে দেওয়া হয়েছিল। তারা বিষয়টি বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয়দের জানালে মারুফ তাদের ওপর ক্ষিপ্ত হয়। গত ৫ আগস্ট দুপুরে মারুফের নেতৃত্বে মিরন ও মিলনসহ অজ্ঞাত আরো কয়েকজন চাইনিজ কুড়াল, দা, লাঠি, হকিস্টিক, লোহার রড ও দেশীয় অস্ত্রসহ বলেশ্বর ব্রিজ সংলগ্ন জুয়েলের মালিকানাধীন মেসার্স রুমু এন্টারপ্রাইজের অফিসের সামনে গিয়ে তাদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় হকিস্টিক দিয়ে জুয়েলকে পেটানো হয়। এ সময় তার ব্যবসায়িক সহযোগী রিপন তাকে রক্ষার চেষ্টা করলে মারুফ ও তার সহযোগীরা তাকেও মারধর করে। জুয়েল দৌড়ে তার অফিসের মধ্যে গেলে হামলাকারীরা অফিসে ঢুকে দরজা বন্ধ করে জুয়েলকে হাত-পা বেঁধে পেটায়। জুয়েলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা সেখান থেকে সটকে পড়ে।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় যুবদল ১০ আগস্ট মারুফ হাসানকে পিরোজপুর জেলা যুবদলের আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করে।

ঢাকা/তাওহিদুল/রফিক

সম্পর্কিত নিবন্ধ