Prothomalo:
2025-12-09@05:22:41 GMT

একঝলক (২৩ জুন ২০২৫)

Published: 23rd, June 2025 GMT

ছবি: সাদ্দাম হোসেন

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

শিক্ষা ভবন মোড় অবরোধ সাত কলেজ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধ

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের দাবিতে শিক্ষা ভবন মোড় অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে ওই রাস্তার যান চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে শিক্ষা ভবন মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

শিক্ষার্থীরা জানান, সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের লক্ষ্যে প্রণীত ও শিক্ষা মন্ত্রণালয় সূত্রে প্রকাশিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ এর খসড়া নিয়ে পক্ষে-বিপক্ষে নানা তর্ক-বিতর্ক হয়েছে। কিন্তু আমাদের লক্ষ্য এখন শুধুই অধ্যাদেশ।

তারা জানান, গত ২৪ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় উক্ত আইনের খসড়ার বিষয়ে অনলাইনের মাধ্যমে সকল অংশীজনের মতামত নিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় খসড়া চূড়ান্ত করার অভিপ্রায়ে গত ২০ ও ২১ অক্টোবর এবং গত ১৭ নভেম্বর যথাক্রমে শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাই সুশীল সমাজের সঙ্গে তিনটি সভা আয়োজন করেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখনো আমাদের চূড়ান্ত মুক্তি অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের কোনো গতিশীলতা আমাদের চোখে পড়ছে না। সেই সঙ্গে পরিচয় সংকট ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা অনিশ্চয়তার মুখে প্রস্তাবিত ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীসহ চলমান সকল শিক্ষাবর্ষে অধ্যয়নরত প্রায় দেড় লাখ শিক্ষার্থী।

আন্দোলনরত ঢাকা কলেজের শিক্ষার্থী সৈকত হাসান বলেন, ‘‘আমারা দা‌বি আদায় না হ‌ওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। আজকের মধ্যে সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করে আমাদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারকে অনুরোধ জানাই। গতকাল থেকে আন্দোলন করতে করতে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। সরকারকে বলব, আর টালবাহানা না করে দ্রুত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ প্রণয়ন করুন। আমাদের ন্যায্য দাবি মেনে নেন।’’

এদিকে, শিক্ষার্থীদের অবরোধকে কেন্দ্র করে শিক্ষা ভবনের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য দেখা গেছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশের পাশাপাশি সাদা পোশাকে অন্যান্য বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।

ঢাকা/রায়হান/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, একটি ইউনিটের প্রবেশপত্র প্রকাশ
  • শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো ইস্টার্ন হাউজিং
  • আজ টিভিতে যা দেখবেন (৯ ডিসেম্বর ২০২৫)
  • বিশেষ বৃত্তি পাবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, নীতিমালা অনুমোদন
  • এক বছরে শ্রম খাত নতুন উচ্চতায় উন্নীত হয়েছে
  • নিজেদের কোনো খেলোয়াড়কে নয়, গুগলে পাকিস্তানিরা সবচেয়ে বেশি খুঁজেছেন এক ভারতীয়কে
  • শিক্ষা ভবন মোড় অবরোধ সাত কলেজ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধ
  • একঝলক (৮ ডিসেম্বর ২০২৫)
  • একঝলক (৭ ডিসেম্বর ২০২৫)
  • একঝলক (৬ ডিসেম্বর ২০২৫)