ইরানের ‘কুখ্যাত’ এভিন কারাগারে ইসরায়েলি হামলা
Published: 23rd, June 2025 GMT
ইসরায়েলি বিমানবাহিনী ইরানের রাজধানী তেহরানে অবস্থিত ‘কুখ্যাত’ এভিন কারাগারে হামলা চালিয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না বা ক্ষয়ক্ষতির মাত্রা কতটা গুরুতর, তা এখনো স্পষ্ট নয়।
এই হামলায় কারাগারের প্রবেশপথকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন।
সিএনএন বলেছে, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়- এভিন কারাগারের একটি প্রবেশদ্বার ঘিরে কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ছে।
ভিডিওটি সিএনএন যাচাই করে এর সত্যতা নিশ্চিত করেছে। সংবাদমাধ্যমটি জানায়, আইআরআইবির প্রতিবেদনে দেখানো দৃশ্যটি সত্যিই কারাগারের প্রবেশপথে আঘাত হানার মুহূর্তের।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এভিন কারাগারের পাশাপাশি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এর প্রধান ভবন এবং তাদের অঙ্গসংগঠন বাসিজ-এর সদর দপ্তরেও হামলা চালানো হয়েছে।
ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার একদিন পর ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এর প্রতিশোধ হিসেবে ইসরায়েল তেহরানের এই কারাগারসহ একাধিক স্থানে হামলা শুরু করে।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, ইসরায়েলি ভূখণ্ডে হামলার জন্য ইরানি স্বৈরশাসককে পূর্ণশক্তি দিয়ে শাস্তি দেওয়া হবে।
প্রসঙ্গত, তেহরানের এভিন কারাগারটি দীর্ঘদিন ধরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিকভাবে সমালোচিত। এই কারাগারে রাজনৈতিক কর্মী, সাংবাদিক এবং সংগীতশিল্পীদের আটক রাখা হয় বলে মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের সেরা ১০ ধনী নারী কারা, তাঁদের কী ব্যবসা
১০৬ বিলিয়ন ডলার। সম্পদের প্রধান উৎস: ওয়ালমার্ট। বয়স: ৭৫ বছর।
সবচেয়ে ধনী নারী অ্যালিস ওয়ালটন। টানা এক দশকে ৯ বার তিনি শীর্ষ ধনী নারীর তালিকা ছিলেন। অ্যালিস ওয়ালটনের সম্পদের পরিমাণ প্রায় ১০৬ বিলিয়ন বা ১০ হাজার ৬০০ কোটি ডলার। ফলে তিনি যুক্তরাষ্ট্রের ১৫তম ধনী ব্যক্তি এবং আমেরিকার প্রথম নারী ‘সেন্টিবিলিয়নিয়ার’ (অর্থাৎ যাঁর সম্পদের হিসাব ১২ অঙ্কের)। গত বছর তিনি ফ্রান্সের কোম্পানি লরিয়েলের উত্তরাধিকারী ফ্রাঁসোয়াজ বেটেনকোর্ট মেয়ার্সকে টপকে বিশ্বের সবচেয়ে ধনী নারী হন।
২জুলিয়া কচজুলিয়া কচ