জাইকার সঙ্গে যৌথ সহযোগিতার প্রস্তাব পরিবেশ উপদেষ্টার
Published: 3rd, July 2025 GMT
বাংলাদেশের বনভূমিকে ‘নেচার লার্নিং হাব’-এ রূপান্তরের প্রস্তাব দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ বৃহস্পতিবার সচিবালয়ে জাইকার নির্বাহী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়াজাকি কাতসুরার নেতৃত্বে জাপানি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব দেন।
উপদেষ্টা বলেন, শহরের মানুষ, বিশেষ করে তরুণদের জীববৈচিত্র্যের সঙ্গে সম্পৃক্ত করতে বনসংলগ্ন রিসোর্স সেন্টারগুলোকে শিক্ষণীয় কেন্দ্র হিসেবে গড়ে তোলা যেতে পারে। এ ছাড়া বন পর্যবেক্ষণে আধুনিক প্রযুক্তি ব্যবহার, সাফারি পার্ককে আন্তর্জাতিক মানে উন্নয়ন এবং বাংলাদেশ ফরেস্ট ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট করপোরেশনকে (বিএফআইডিসি) পরিবেশবান্ধব আসবাব তৈরিতে আধুনিকায়নের বিষয়েও জাইকার সহায়তা চান তিনি।
বৈঠকে উপদেষ্টা জানান, নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে বাংলাদেশ অগ্রসর। সরকারি দপ্তরগুলোতে সৌরবিদ্যুৎ সংযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ‘বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ’ গঠনের মাধ্যমে আন্তর্জাতিক অর্থায়নের কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। বন্যপ্রাণী সংরক্ষণে একটি আলাদা ট্রাস্ট গঠনের প্রস্তাবও তিনি জাপানের কাছে তুলে ধরেন।
জাইকার ভাইস প্রেসিডেন্ট মিয়াজাকি কাতসুরা বলেন, বাংলাদেশ আত্মনির্ভরশীল উন্নয়নের যে উদ্যোগ নিয়েছে, জাইকা তাকে সাধুবাদ জানায়। তিনি ‘জিরো দারিদ্র্য’ ও ‘জিরো বেকারত্ব’ অর্জনে জাইকার সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
বৈঠকে উপস্থিত ছিলেন পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড.
উৎস: Samakal
কীওয়ার্ড: পর ব শ র জওয ন হ স ন প রস ত ব উপদ ষ ট পর ব শ
এছাড়াও পড়ুন:
ভাটারায় বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
ঢাকার ভাটারায় সৈয়দ আরাফাত রহমান আপন (২০) নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রহস্যজনকভাবে মারা গেছেন।
সোমবার (৮ ডিসেম্বর) রাতে ভাটারার বিসমিল্লাহ রোডের ১১৪ নম্বর বাসার ছয়তলার একটি কক্ষ থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আপন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের (ইউআইটিএস) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নিহতকে ঢামেকে নিয়ে আসা তার ফুফাতো ভাই সাজিদ হোসেন জানান, গতকাল দুপুরে আপন তার কক্ষের দরজা বন্ধ করে ঘুমিয়ে ছিলেন। দীর্ঘসময় ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজায় নক করলে কোনো শব্দ পাওয়া যায়নি। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা এসে দরজার ছিটকানি ভেঙে আপনকে বিছানায় পড়ে থাকতে দেখেন। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আপনের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কমলেসর্দি গ্রামে। তার বাবার নাম মাহবুব মিয়া।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি ভাটারা থানাকে জানানো হয়েছে। মৃত্যুর কারণ তদন্তে পুলিশ কাজ করছে।
ঢাকা/বুলবুল/ইভা