বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর নির্বাচনে ঝালকাঠিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শুধুমাত্র জেলা জামায়াতের রোকনরা (সদস্য) এই ভোট প্রদান করেন। 

এ উপলক্ষে শিনিবার (২৫ অক্টোবর) সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা জামায়াতের সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল অঞ্চলের টিম সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাযী। সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতের ঝালকাঠি জেলা আমীর এডভোকেট হাফিজুর রহমান। 

এসময় জেলা জামায়াতের সেক্রেটার ফরিদুল হক এবং ঝালকাঠি-২ আসনের জামায়াতের এমপি প্রার্থী শেখ নেয়ামুল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সদস্য সম্মেলনে বক্তারা বলেন, আগামী নির্বাচনে কাউকে ভোট কাটতে দেওয়া হবে না। অরাজনৈতিক সাধারণ ভোটারদের ভোট যেদিকে যাবে, সে পাল্লাই ভারি হবে। মাঠে মযদানে ঘুরে আমরা বুঝতে পেরেছি এবারের নির্বাচনে দেশের সাধারণ মানুষ জামায়াতকেই নির্বাচিত করবে।

ঢাকা/অলোক/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ঝ লক ঠ সদস য

এছাড়াও পড়ুন:

সোনারগাঁয়ে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

সোনারগাঁ উপজেলার কলতাপাড়া এলাকায় পরিকল্পিতভাবে হামলা চালিয়ে গোলজার হোসেন নামে এক ব্যক্তিকে গুরুতরভাবে আহত করেছে একদল সন্ত্রাসী।

এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী শনিবার (২৫ অক্টোবর) বিকেলে মদনপুর আড়াইহাজার সড়কের মিরেরটেক এলাকায় বিকেলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

জানা গেছে, কলতাপাড়ার কামরুল ইসলাম কামু, ফর্মা মিটু, পিচ্চি সোহেল ও ভূমিদস্যু ইকবালের নেতৃত্বে একদল সন্ত্রাসী শুক্রবার রাতে গোলজার হোসেনের ওপর হামলা চালায়।

এতে তিনি মাথায় গুরুতর জখমপ্রাপ্ত হন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আহতের ভাই বশির মিয়া গত শনিবার সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগে বলা হয়, আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, ভূমি দখল ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারাই পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। 

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা সন্ত্রাসী ও ভূমিদস্যুদের দৌরাত্ম্যে অতিষ্ঠ। গোলজার হোসেনের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

স্থানীয় জনসাধারণ জানান, এই ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তারা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
 

সম্পর্কিত নিবন্ধ