ক্রিকেট ইতিহাসে হাতে গোনা কয়েকজন ব্যাটসম্যান সেঞ্চুরির হাফ-সেঞ্চুরি করতে পেরেছেন। সেই তালিকায় নতুন সংযুক্তি রোহিত শর্মা। আজ শনিবার সিডনিতে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ১০৫ বলে ১১টি চার ও ২ ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত। যা তার ওয়ানডে ক্যারিয়ারের ৩৩তম সেঞ্চুরি। আর এই সেঞ্চুরির মাধ্যমে তিন ফরম্যাটে তার সেঞ্চুরির সংখ্যা দাঁড়ালো ৫০ এ। ওয়ানডের বাইরে টেস্টে ১২টি ও টি-টোয়েন্টিতে ৫টি সেঞ্চুরি রয়েছে তার।

ক্যারিয়ারে ৫০টি সেঞ্চুরি হাঁকানো ব্যাটসম্যানের সংখ্যা সর্বোমট ছিল ৯ জন। এই তালিকায় রোহিত হলেন নাম্বার টেন।

আরো পড়ুন:

রশিদ-জাম্পাকে ছাড়িয়ে বাংলাদেশের রিশাদ

সৌম‌্য-সাইফের তাণ্ডব থামল, রেকর্ডের পাতায় তাদের অর্জন

শুধু তাই নয়, আজ সেঞ্চুরির মাধ্যমে রোহিত ছাড়িয়ে গেছেন বীরেন্দর শেবাগের মোট রান সংখ্যাও। ক্যারিয়ারে শেবাগের করা ১৫ হাজার ৭৫৮ রান টপকে গিয়ে ভারতের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান করা ওপেনার হন হিট ম্যান।

ক্যারিয়ারে শচীন ১০০টি, কোহলি ৮২টি, রিকি পন্টিং ৭১টি, কুমার সাঙ্গাকারা ৬৩টি, জ্যাক ক্যালিস ৬২টি, জো রুট ৫৮টি, হাশিম আমলা ৫৫টি, মাহেলা জয়াবর্ধনে ৫৪টি, ব্রায়ন লারা ৫৩টি ও রোহিত ৫০টি সেঞ্চুরি হাঁকিয়েছেন।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক র ক ট র কর ড

এছাড়াও পড়ুন:

নোয়াখালীতে ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ

নোয়াখালীর সুবর্ণচর থেকে মিয়ানমারে পাচারের সময় ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে পুলিশ। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার বা আটক করা যায়নি।

শনিবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া। 

আরো পড়ুন:

ঠাকুরগাঁওয়ে সার সংকট নিরসনে এনসিপির স্মারকলিপি

মেহেরপুরে ২ কোটি টাকার সারের মালিক নিয়ে ধুম্রজাল

এর আগে, শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর তোরাব আলী ঘাট থেকে সারগুলো জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বিপুল পরিমাণ ইউরিয়া সার পাচার চেষ্টার খবর পেয়ে উপজেলার চর তোরাব আলী ঘাটে অভিযান চালায় পুলিশ। সেখানে গিয়ে সারের কোনো মালিক পাওয়া যায়নি।

স্থানীয় কিছু ব্যক্তির যোগসাজশে সুবর্ণচর উপজেলা থেকে মিয়ানমারে পাচারের জন্য ৩০০শত বস্তার ওপরে সার ট্রলারে বোঝাই করা হয়। পুলিশ আসার খবর পেয়ে পাচারকারীরা সটকে পড়েন।

এদিকে, শনিবার বেলা ১১টা পর্যন্ত পুলিশকে ঘটনাস্থলে টহল দিতে দেখা গেছে। তবে এখন পর্যন্ত সারের কোনো মালিক খুঁজে পায়নি পুলিশ। এমনকি সারের মালিকানা দাবি করে কেউ আসেওনি।  

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, “৩০০ বস্তা সার জব্দ করা হয়েছে। সারের মালিকানা দাবি করে এখনো কেউ আসেনি। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/সুজন/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ