‘এমন আয়োজন আমাদের মতো শিক্ষার্থীদের জন্য দারুণ সহায়ক। আমি অস্ট্রেলিয়ার কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া সম্পর্কে জানলাম। এগুলো অনলাইনে খুঁজে পাওয়া কঠিন ছিল। এ ধরনের আয়োজন আরও বেশি হওয়া দরকার।’

আজ শনিবার সকালে ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ারে’ এসে এভাবেই কথাগুলো বলছিলেন ইব্রাহিম হোসেন। রাজধানীর বি এফ শাহীন কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে ইব্রাহিম তাঁর বাবা আজিজুর রহমানকে নিয়ে মেলায় এসেছিলেন। ইব্রাহিম এখন অস্ট্রেলিয়ার কোনো বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিতে আগ্রহী।

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গতকাল শুক্রবার শুরু হয়েছে ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার ২০২৫’। উচ্চশিক্ষা ও উন্নত ক্যারিয়ার গড়ার জন্য বিদেশে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য দুদিনের এ মেলার আয়োজন করেছে প্রথম আলো।

দুপুর ১২টায় অনুষ্ঠিত হয় ‘স্টাডি ইন ইউকে, ইউরোপ অ্যান্ড মালয়েশিয়া’ শীর্ষক প্যানেল আলোচনা। এতে আলোচক হিসেবে ছিলেন ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের প্রভোস্ট চ্যান জো জিম, সিএইচএস এডুকেশন লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও নাজমুল হাসান, ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের মহাব্যবস্থাপক সাবিথ আহমেদ মুসা এবং ল্যাঙ্গুয়েজ সার্টের ব্যবসা উন্নয়নবিষয়ক ব্যবস্থাপক আশিকুর চৌধুরী। মডারেটর ছিলেন সাইমুম মৌসুমী।

মেলায় আসা শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধির সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। আজ শনিবার, রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

সোনারগাঁয়ে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

সোনারগাঁ উপজেলার কলতাপাড়া এলাকায় পরিকল্পিতভাবে হামলা চালিয়ে গোলজার হোসেন নামে এক ব্যক্তিকে গুরুতরভাবে আহত করেছে একদল সন্ত্রাসী।

এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী শনিবার (২৫ অক্টোবর) বিকেলে মদনপুর আড়াইহাজার সড়কের মিরেরটেক এলাকায় বিকেলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

জানা গেছে, কলতাপাড়ার কামরুল ইসলাম কামু, ফর্মা মিটু, পিচ্চি সোহেল ও ভূমিদস্যু ইকবালের নেতৃত্বে একদল সন্ত্রাসী শুক্রবার রাতে গোলজার হোসেনের ওপর হামলা চালায়।

এতে তিনি মাথায় গুরুতর জখমপ্রাপ্ত হন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আহতের ভাই বশির মিয়া গত শনিবার সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগে বলা হয়, আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, ভূমি দখল ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারাই পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। 

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা সন্ত্রাসী ও ভূমিদস্যুদের দৌরাত্ম্যে অতিষ্ঠ। গোলজার হোসেনের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

স্থানীয় জনসাধারণ জানান, এই ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তারা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
 

সম্পর্কিত নিবন্ধ