কুষ্টিয়া সিভিল সার্জন অফিসে তালা দিলেন ক্ষুব্ধ পরীক্ষার্থীরা
Published: 25th, October 2025 GMT
কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে চাকরিপ্রত্যাশী পরীক্ষার্থীরা সিভিল সার্জন কার্যালয়ের প্রবেশ দ্বারে তালা দিয়েছেন। এ সময় নিয়োগ পরীক্ষায় অনিয়ম এবং দোষীদের শাস্তিসহ পুনরায় পরীক্ষা গ্রহণের দাবি জানান তারা।
তবে অভিযোগ আমলে না নিয়ে শনিবার (২৫ অক্টোবর) দুপুরে সিভিল সার্জন কার্যালয় থেকে পরীক্ষার ফল ঘোষণা করার কথা জানানো হলে এ দিন বেলা ১২টার দিকে সিভিল সার্জন কার্যালয়ের প্রবেশ দ্বারে অবস্থান নেন ছাত্র, চাকরিপ্রত্যাশী পরীক্ষার্থী এবং সাধারণ জনতা। পরে তারা সেখানে ব্যানার টাঙ্গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং গেটে তালা ঝুলিয়ে দেন।
পরীক্ষার্থীদের অভিযোগ, শুক্রবার (২৪ অক্টোবর) ভোর রাতে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.
তবে অভিযোগ প্রসঙ্গে কুষ্টিয়ার সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কথা বলতে রাজি হয়নি। এমনকি সাংবাদিক পরিচয় দিয়ে বিষয়টি জানতে মোবাইলে কল করা হলেও তারা কথা বলেননি। ক্ষুব্ধ পরীক্ষার্থীরাও নাম-পরিচয় প্রকাশ করে বক্তব্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২০২৪ সালের ২৩ এপ্রিল, রাজস্বখাতভুক্ত তৃতীয় ও চতুর্থ শ্রেণির ১১-২০তম গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৭টি ভিন্ন পদে মোট ১১৫ জনকে নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ লক্ষ্যে কুষ্টিয়া শহরের ১১টি কেন্দ্রে গত শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ঢাকা/কাঞ্চন//
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ভ ল স র জন পর ক ষ র থ
এছাড়াও পড়ুন:
নোয়াখালীতে ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ
নোয়াখালীর সুবর্ণচর থেকে মিয়ানমারে পাচারের সময় ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে পুলিশ। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার বা আটক করা যায়নি।
শনিবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া।
আরো পড়ুন:
ঠাকুরগাঁওয়ে সার সংকট নিরসনে এনসিপির স্মারকলিপি
মেহেরপুরে ২ কোটি টাকার সারের মালিক নিয়ে ধুম্রজাল
এর আগে, শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর তোরাব আলী ঘাট থেকে সারগুলো জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বিপুল পরিমাণ ইউরিয়া সার পাচার চেষ্টার খবর পেয়ে উপজেলার চর তোরাব আলী ঘাটে অভিযান চালায় পুলিশ। সেখানে গিয়ে সারের কোনো মালিক পাওয়া যায়নি।
স্থানীয় কিছু ব্যক্তির যোগসাজশে সুবর্ণচর উপজেলা থেকে মিয়ানমারে পাচারের জন্য ৩০০শত বস্তার ওপরে সার ট্রলারে বোঝাই করা হয়। পুলিশ আসার খবর পেয়ে পাচারকারীরা সটকে পড়েন।
এদিকে, শনিবার বেলা ১১টা পর্যন্ত পুলিশকে ঘটনাস্থলে টহল দিতে দেখা গেছে। তবে এখন পর্যন্ত সারের কোনো মালিক খুঁজে পায়নি পুলিশ। এমনকি সারের মালিকানা দাবি করে কেউ আসেওনি।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, “৩০০ বস্তা সার জব্দ করা হয়েছে। সারের মালিকানা দাবি করে এখনো কেউ আসেনি। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/সুজন/মেহেদী