শরীয়তপুরে জাতীয় নাগরিক পার্টি জেলা প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ ছাত্রজনতা। ২৪ ঘণ্টার মধ্যে দাবি আদায় না হলে পদ্মাসেতু অবরোধ করার হুশিয়ারি দেন তারা।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চৌরঙ্গী মোড়ে শহীদ মামুন স্মৃতি চত্বরে গিয়ে শেষ হয়। এসময় প্রায় ৩০ মিনিট সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেন বিক্ষোভকারীরা। 

বিক্ষোভকারীরা বলেন, অ্যাডভোকেট রুহুল আমিন গত মঙ্গলবার (২১ অক্টোবর) জাতীয় নাগরিক পার্টির একটি রাজনৈতিক সভায় আওয়ামী লীগকে ওয়েলকাম জানান। এর তীব্র নিন্দা জানাই। কারণ আওয়ামী লীগকে পুর্নবাসন করা মানে ২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের সাথে বেঈমানি করা। তাই আমরা অনতিবিলম্বে তার পদত্যাগ চাই। ২৪ ঘণ্টার মধ্যে যদি তিনি পদত্যাগ না করেন, তাহলে আমরা পদ্মাসেতু অবরোধ করতে বাধ্য হব।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী জাহিদুল ইসলাম শিমুল, জাতীয় নাগরিক পার্টি জেলা শাখার প্রতিনিধি সাইফুল জামান খান, জাতীয় নাগরিক পার্টির জেলা শাখার সদস্য কাজী তরুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়িয়া উপজেলা শাখার সাবেক সদস্য সচিব কাউসার আহমেদ আদনান প্রমুখ।

ঢাকা/আকাশ/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পদত য গ

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় ছেলেকে তুলে নিয়ে ছুরিকাঘাত

ফতুল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে ছেলেকে তুলে নিয়ে ছুরিকাঘাত করেছে মাদক ব্যবসায়ীরা। এ ঘটনায় ৪ দিন অতিবাহিত হলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি থানা পুলিশ।

এরআগে গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর সোয়া ১টায় ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। একই দিন রাতে ভিকটিম গোলাম রহমান জিসান (২১) এর মাতা নুরুন্নাহার বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

অভিযুক্তরা হলো, পূর্ব লামাপাড়া এলাকার সিরাজ উদ্দিনের ছেলে মামুন (৩৫) ও কামাল (৩৭) এবং কুতুবপুর এলাকার মৃত সামাদের ছেলে সুবুজ (৪০) সহ অজ্ঞাতনামা ৮/১০ জন।

অভিযোগে নুরুন্নাহার উল্লেখ করেন, বিবাদীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী প্রকৃতির লোক। তারা ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্ম করে থাকে। তাদের বিরুদ্ধে ফতুল্লা থানায় একাধিক মামলা রয়েছে। তারা এলাকায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে বিভিন্ন মানুষদের হুমকি প্রদান করে। উক্ত বিবাদীরা আমার বাড়ী সংলগ্ন রাস্তার উপর এসে প্রায় সময় মাদক ক্রয়-বিক্রয় করে। 

আমি গত ৭/৮ দিন পূর্বে উক্ত বিবাদীদের আমার বাড়ী সংলগ্ন মাদক ক্রয়-বিক্রয়ে বাধা নিষেধ করি এবং অন্যত্র চলিয়া যেতে বলি। এসময় তারা আমাকে অকথ্য ভাষায় গালি-গালাজ করলে আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব বলে জানাই। তখন তারা আমার উপর ক্ষীপ্ত হয়ে আমার বড় ধরণের ক্ষতি করার হুমকি প্রদান করে। 

তারই জের ধরে গত বৃহস্পতিবার দুপুর সোয়া ১ টার দিকে উক্ত বিবাদীরা সহ অজ্ঞাত ৮/১০ জন আমার বাড়ির সামনে এসে আমার ছোট ছেলে মো: গোলাম রহমান জিসানকে ফতুল্লা থানার কোবা মসজিদ সংলগ্ন এলাকায় নিয়ে যায়।

এসময় আমার ছেলে চিৎকার করিলে বিবাদী মামুনের হাতে থাকা সুইচ গিয়ার দ্বারা আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে ঘাই মারলে উহা লক্ষ ভ্রষ্ট হয়ে বাম হাতে লাগলে আমার ছেলে রক্তাক্ত জখম হয়। 

পরবর্তীতে আমার ছেলে দৌড় দিলে তারা আমার ছেলেকে রাস্তায় ফেলিয়া মাথায় ইট দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। আমার ছেলের চিৎকারে স্থানীয় হানিফ ও লিটন এগিয়ে আসলে বিবাদীরা তাদেরকে মারধর করে নিলাফোলা জখম করে।

এসময় পর্যাপ্ত লোকজনের উপস্থিতি টের পেয়ে বিবাদীরা আমাকেসহ আমার ছেলেদের জীবনে মেরে ফেলার হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে। 

বিবাদীদের হুমকিতে আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি। পরবর্তীতে আমার ছেলেকে চিকিৎসার জন্য ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল খানপুর নিয়ে যাই। 

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে। 

সম্পর্কিত নিবন্ধ

  • অপেশাদারদের প্রতিহত করতে পেশাদার সাংবাদিকদের ঐক্য দরকার : রহিম
  • ফতুল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় ছেলেকে তুলে নিয়ে ছুরিকাঘাত