‘এল ক্লাসিকো’ মানেই রুদ্ধশ্বাস লড়াইয়ের উপাখ্যান। প্রতি মৌসুমে বিশ্বব্যাপী কোটি ফুটবলপ্রেমীর চোখ থাকে এই ম্যাচে। এই ম্যাচটিই বেশির ভাগ সময় হয়ে ওঠে স্প্যানিশ ফুটবলের শিরোপা নির্ধারক। গত মৌসুমেও ‘এল ক্লাসিকো’য় একচ্ছত্র দাপট দেখিয়েই ঘরোয়া ফুটবলে ‘ট্রেবল’ জিতেছিল বার্সেলোনা। চলতি মৌসুমেও রিয়াল–বার্সা ম্যাচকেই শিরোপা লড়াইয়ে গুরুত্বপূর্ণ প্রভাবক মনে করছেন অনেকেই। তেমনই এক ম্যাচে আগামীকাল রোববার বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা। লা লিগায় মৌসুমের প্রথম এল ক্লাসিকো ঘিরে এরই মধ্যে বাড়তে শুরু করেছে উত্তাপ।

মৌসুমের প্রথম এই ক্লাসিকোয় ফল নির্ধারণে ভূমিকা রাখতে পারে নানা ধরনের ছোট–বড় ফ্যাক্টর। যেমন বার্সেলোনার শটে বল পোস্টে লেগে বাইরে চলে গেল, কিন্তু রিয়ালের শটে হয়তো বল পোস্টে লেগে ভেতরে ঢুকে গেল! কিংবা হ্যান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনার হাই–প্রেসিং ফুটবল হয়তো রিয়ালের ওপর এতটাই চাপ সৃষ্টি করতে পারে যে তারা সামলাতে পারবে না, যেমনটা দেখা গেছে গত মৌসুমে।

আবার বার্সার সেই হাই–প্রেসিংই হয়তো ভেঙে পড়তে পারে রিয়ালের প্রতি–আক্রমণের চাপে। জাবি আলোনসোর অধীনে রিয়ালের নিয়ন্ত্রিত কৌশল হয়তো বার্সার খেলার ধারাও নষ্ট করে দিতে পারে। কিংবা একটি অনাকাঙ্ক্ষিত লাল কার্ডে পুড়তে পারে কোনো দলের কপালও। এই ম্যাচে এমন অনেক কিছুই ঘটতে পারে, যা শেষ পর্যন্ত ঠিক করে দেবে ম্যাচের ফল।

আরও পড়ুনইয়ামালের দাবি, রিয়াল মাদ্রিদ চুরি করে আর অভিযোগ করে৭ ঘণ্টা আগে

তবে এত সব ছোট–বড় ফ্যাক্টর বাদ দিয়ে দুজন ফুটবলারের কথা বলা যায়, যাঁরা বদলে দিতে পারেন এই ম্যাচের ও মৌসুমের ভাগ্য—কিলিয়ান এমবাপ্পে ও লামিনে ইয়ামাল। ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির পর এই দুই তারকার মুখোমুখি হওয়া এখন নতুন এক ধ্রুপদী লড়াই হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এ মৌসুমে রিয়াল–বার্সার দলীয় সাফল্যের অনেকটাই নির্ভর করছে এই দুই তারকার ভালো বা খারাপ করার ওপর। এমনকি ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের দৌড়েও দুজনকে একে–অপরকে টেক্কা দিতে হবে।

এমবাপ্পে বিশ্বজয়ী ফুটবলার। কিন্তু চ্যাম্পিয়নস লিগ ও ব্যালন ডি’অর এখনো তাঁর অধরা। সাফল্য পাননি লা লিগাতেও। তাই এ মৌসুমটা এমবাপ্পের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ, এরই মধ্যে ব্যক্তিগতভাবে দারুণ কিছু করার আভাস দিয়েছেন তিনি। অপেক্ষা শুধু ধারাবাহিকতা ধরে রাখার এবং ব্যক্তিগত সাফল্যকে দলীয় সাফল্যে বদলে দেওয়ার।

ইয়ামালকে ধরা হয় এ সময়ের সবচেয়ে সৃষ্টিশীল ফুটবলারদের একজন হিসেবে। ১৭ পেরোনোর আগেই তিনি অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন। ব্যালন ডি’অরে গতবার রানার্সআপ হলেও, ইয়ামালের লক্ষ্যটা আরও বড়। এমবাপ্পের মতো তিনিও চান চ্যাম্পিয়নস লিগ জয় ও ব্যালন ডি’অরের স্বাদ। নিজেদের সেই লক্ষ্য পূরণে এমবাপ্পে ও ইয়ামাল দুজনের জন্য আগামীকাল রাতের ম্যাচটি গুরুত্বপূর্ণ। এবার বিভিন্ন মাপকাঠিতে দুজনের কে কোথায় এগিয়ে আছেন একবার দেখে নেওয়া যাক।

গোল করায় এগিয়ে কিলিয়ান এমবাপ্পে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এল ক ল স ক এই ম য চ ফ টবল র এমব প প স ফল য

এছাড়াও পড়ুন:

শিক্ষক-কর্মচারীরা আইন পেশা, সাংবাদিকতাসহ একই সঙ্গে অন্য চাকরি করতে পারবেন না, নীতিমালা জারি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালা অনুযায়ী এমপিওভুক্ত কোনো শিক্ষক-কর্মচারী একই সঙ্গে একাধিক চাকরি বা লাভজনক পদে নিয়োজিত থাকতে পারবেন না। এর মধ্যে সাংবাদিকতা বা আইন পেশাও আছে। এটি করলে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীর এমপিও বাতিল করা যাবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সংশোধিত এই নীতিমালা জারি করেছে। নীতিমালায় বলা হয়েছে, এমপিওভুক্ত কোনো শিক্ষক-কর্মচারী একই সঙ্গে একাধিক কোনো পদে বা চাকরিতে বা আর্থিক লাভজনক কোনো পদে নিয়োজিত থাকতে পারবেন না। এটি তদন্তে প্রমাণিত হলে সরকার তাঁর এমপিও বাতিলসহ দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

আরও পড়ুনঢাকার সাত কলেজ নিয়ে যে ব্যাখ্যা দিল শিক্ষা মন্ত্রণালয়০৮ ডিসেম্বর ২০২৫

নীতিমালায় আর্থিক লাভজনক পদ বলতে সরকারের দেওয়া কোনো ধরনের বেতন, ভাতা, সম্মানী এবং বেসরকারি কোনো প্রতিষ্ঠান,সংস্থা বা বিশেষায়িত প্রতিষ্ঠান, সাংবাদিকতা বা আইন পেশায় কর্মের বিনিময়ে বেতন, ভাতা বা সম্মানীকে বোঝাবে।

বর্তমানে সারা দেশে ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে আছেন ৩ লাখ ৯৮ হাজার, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় পৌনে ২ লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে আছেন ২৩ হাজারের বেশি শিক্ষক ও কর্মচারী। তাঁরা এত দিন সরকারের কাছ থেকে মাসে মূল বেতন, ১ হাজার টাকা বাড়িভাড়া এবং ৫০০ টাকা চিকিৎসা ভাতা পেয়ে আসছিলেন। সম্প্রতি এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই অর্থ দুই ধাপে পাবেন শিক্ষক-কর্মচারীরা। ১৫ শতাংশের মধ্য ৭ দশমিক ৫ শতাংশ (ন্যূনতম দুই হাজার টাকা) কার্যকর হয়েছে এ বছরের ১ নভেম্বর থেকে। আরও সাড়ে ৭ শতাংশ কার্যকর হবে আগামী বছরের ১ জুলাই থেকে।

আরও পড়ুনঢাকার সাত কলেজ: বিশ্ববিদ্যালয় শুরুর আগেই তীব্র সেশনজটে শিক্ষার্থীরা ২৩ নভেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ