দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির পাশে পরিত্যক্ত ডেটোনেটর (বিস্ফোরক ডিভাইস ট্রিগার করতে ব্যবহৃত হয়) বিস্ফোরণে এক শিশুর ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লাখনি-সংলগ্ন চৌহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

আহত শিশুর নাম ইলিয়াস (১০)। সে চৌহাটি গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলামের ছেলে ও স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। এ ঘটনায় খনি কর্তৃপক্ষ চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে কয়লাখনি এলাকার ডাম্পিং এলাকা থেকে শিশু ইলিয়াস একটি ধাতব বস্তু পেয়ে কৌতূহলবশত তা নাড়াচাড়া করতে করতে বাড়িতে নিয়ে আসে। মুঠোফোনের নষ্ট ব্যাটারির সঙ্গে সংযোগ দিলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ইলিয়াসের ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায় ও শরীরের বিভিন্ন অংশে ক্ষত হয়।

পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় ইলিয়াসকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে বড়পুকুরিয়া কয়লাখনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো.

জাফর সাদিক বলেন, ‘খনির ভূগর্ভে কয়লা উত্তোলনের ক্ষেত্রে বিস্ফোরণের কাজে ডেটোনেটর ব্যবহার করা হয়। এগুলো কোনটি অকেজো ও কোনটি তাজা, তা সাধারণভাবে কারও বুঝতে পারার কথা নয়। তা ছাড়া খনির বাইরে প্রাপ্ত ডেটোনেটরে কোনো সংযোগ নেই। হয়তো এগুলো ডাম্পিং পয়েন্ট থেকে কোনো না কোনোভাবে ধাতব বস্তু হিসেবে গ্রামবাসী সংগ্রহ করেছেন। বিষয়টি আগে কেউ আমাদের নজরে আনেনি। ওই ঘটনা আমরা জানতে পেরেছি। বিষয়টি নিয়ে কাজ করছি।’

খান মো. জাফর সাদিক আরও বলেন, ডেটোনেটর বিস্ফোরণের বিষয়ে ইতিমধ্যে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আহত শিশুটির বিষয়ে তিনি বলেন, আগে তার চিকিৎসা চলুক। পরে তার বিষয়ে খনি কর্তৃপক্ষ সর্বোচ্চ সহযোগিতা করবে এবং তার পাশে থাকবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বড়প ক র য়

এছাড়াও পড়ুন:

অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁসের পর বিয়ে করলেন প্রিয়াঙ্কা

ভোজপুরি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা পন্ডিত। ২০২১ সালে তার অন্তঃরঙ্গ মুহূর্তের ভিডিও ক্লিপ ফাঁস হয়। এরপর ধর্মে মনোযোগ দেন, শোবিজ অঙ্গন থেকে হারিয়ে যান প্রিয়াঙ্কা। দীর্ঘ দিন পর আলোচনায় উঠে এলেন এই অভিনেত্রী। তবে এবার বিয়ের ঘোষণা দিয়ে খবরের শিরোনাম হলেন প্রিয়াঙ্কা।  

ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা পন্ডিত লেখেন, “আমি ভগবান শ্রীকৃষ্ণের উপর ভরসা করে বসেছিলাম এবং তিনি সবকিছুর যত্ন নিয়েছেন। ভক্তি, পরিচয়, সেবা, গুরু, তার আবাসে স্থান এবং একজন জীবনসঙ্গী দিয়েছেন, যে এই আধ্যাত্মিক যাত্রায় আমাকে সাহার্য করবেন।”   

প্রিয়াঙ্কার পোস্ট করা ছবিতে তার হাতে লাল রঙের চুড়ি ও সিঁথিতে সিঁদুর পরা অবস্থায় দেখা যায়। যা সনাতন ধর্মের বিবাহিত মহিলার ঐতিহ্যের প্রতীক। তবে কবে কাকে বিয়ে করেছেন তা জানাননি প্রিয়াঙ্কা।

আরো পড়ুন:

রাশমিকার সঙ্গে জুটি বাঁধতে বিজয়ের কেন আপত্তি?

অবিবাহিত ভাবনা মা হতে যাচ্ছেন

জৌনপুরের বাসিন্দা প্রিয়াঙ্কা পন্ডিত ৫০টিরও বেশি ভোজপুরি সিনেমায় অভিনয় করেছেন। এ ফিল্ম ইন্ডাস্ট্রির সেরা তারকাদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। এ তালিকায় রয়েছেন— খেসারি লাল যাদব, পবন সিং, রীতেশ পান্ডে প্রমুখ। 

প্রিয়াঙ্কার অন্তঃরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁস হওয়ার পর তার ব্যক্তিগত, পেশাগত জীবনে বিপর্যয় নেমে এসেছিলে বলে জানা যায়। তার সেই সময়ের প্রেমিকও সম্পর্ক ভেঙে দেন। ভোজপুরি চলচ্চিত্র জগতের অনেকে প্রিয়াঙ্কার সঙ্গে দূরত্ব তৈরি করেন।  

তবে অন্তঃরঙ্গ ভিডিওর নারী প্রিয়াঙ্কা নন বলে দাবি করেছিলেন তিনি। তার ভাষায়— “ভাইরাল ক্লিপের নারী আমি নই, ফুটেজটি এডিটিংয়ের মাধ্যমে তৈরি করা। আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য কেউ এমনটা করেছে।”

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ