দুই মাসেরও কম সময়ের মধ্যে আনুষ্ঠানিকতা ছাড়াই ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি আর আবরার।

তিনি বলেন, “এবার ফলাফল প্রকাশের ক্ষেত্রে কোনো বাহুল্য বা আনুষ্ঠানিক আয়োজন থাকবে না। প্রতিটি বোর্ড নিজ নিজ ব্যবস্থাপনায় ফলাফল প্রকাশ করবে।”

বুধবার (৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের অফিস কক্ষে ফলাফল প্রকাশ নিয়ে আয়োজিত এক আলোচনায় উপদেষ্টা এ কথা বলেন।

আরো পড়ুন:

ময়মনসিংহে শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি, ভোগান্তি

সাগরে নিখোঁজ চবির আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ড.

আবরার বলেন, “আমরা চাই শিক্ষার্থীদের ফলাফল দ্রুত এবং সুষ্ঠুভাবে পৌঁছে দেওয়া হোক। এজন্য এবার ভিন্নধর্মী পন্থায় ফল প্রকাশ করা হচ্ছে, যেখানে আনুষ্ঠানিকতা বা অতিরিক্ত ব্যয় নেই।”

তিনি জানান, ৯টি সাধারণ শিক্ষা বোর্ড ছাড়াও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নিজস্ব ব্যবস্থাপনায় এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশ করবে। অনলাইনে এবং নির্ধারিত মোবাইল এসএমএস পরিষেবার মাধ্যমে শিক্ষার্থীরা ফল জানতে পারবে।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। দেশের বিভিন্ন কেন্দ্র থেকে ১৯ লাখের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে এই পরীক্ষায়। সবচেয়ে বেশি পরীক্ষার্থী অংশ নেয় ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বোর্ড থেকে।

শিক্ষা উপদেষ্টা বলেন, “ফল প্রকাশে স্বচ্ছতা, দ্রুততা এবং শিক্ষার্থীবান্ধবতা বজায় রাখতে আমরা সচেষ্ট ছিলাম। আশা করছি, সময়মতো ফল প্রকাশের মাধ্যমে শিক্ষার্থীরা পরবর্তী শিক্ষাজীবনের পরিকল্পনা গ্রহণে সক্ষম হবে।”

ঢাকা/এএএম/এসবি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর এসএসস র ফল এইচএসস ফল র ফল ফল ও সমম ন উপদ ষ ট পর ক ষ

এছাড়াও পড়ুন:

এসএসসির ফল বৃহস্পতিবার, জানা যাবে যেভাবে 

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামীকাল প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় ফল প্রকাশ করা হবে। তবে এইচএসসি ও সমমানের পরীক্ষার মতো এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলও কেন্দ্রীয়ভাবে প্রকাশ করা হবে না।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১০ জুলাই বেলা দুইটায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হবে।
ফল জানার উপায়:

১. অনলাইনে: শিক্ষার্থীরা www.educationboardresults.gov.bd  ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার সন, বোর্ডের নাম, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল জানতে পারবে।

২. এসএমএসের মাধ্যমে: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে— SSCবোর্ডের প্রথম তিন অক্ষররোল নম্বরসাল উদাহরণ: SSC DHA 123456 2025 এবং পাঠাতে হবে 16222 নম্বরে।

৩. প্রি-রেজিস্ট্রেশন (মাদ্রাসা বোর্ডের জন্য): এসএমএসের মাধ্যমে ফল জানতে হলে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। প্রি-রেজিস্ট্রেশনের নিয়ম হলো: Dakhil লিখে স্পেস দিয়ে MAD লিখে স্পেস দিয়ে রোল নম্বর এবং সাল লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: Dakhil MAD 123456 2025। ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রি-রেজিস্টার করা নম্বরে স্বয়ংক্রিয়ভাবে ফল পৌঁছে যাবে।

৪. কারিগরি বোর্ডের ফল: কারিগরি বোর্ডের ফল জানতে হলে টাইপ করতে হবে: SSC স্পেস TEC স্পেস রোল নম্বর স্পেস 2025 এবং পাঠাতে হবে 16222 নম্বরে।

৫. প্রতিষ্ঠানভিত্তিক ফল: প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠানভিত্তিক ফল ডাউনলোড করা যাবে।

এদিকে, ফল প্রকাশের পর ফল পুনর্নিরীক্ষণের সময়ও আন্তঃশিক্ষা  বোর্ড জানিয়েছে। ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত এ জন্য আবেদন নেওয়া হবে। আবেদনপদ্ধতি শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশের দেওয়া বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।

গত ১০ এপ্রিল সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় গত ১৩ মে। ব্যবহারিক পরীক্ষা ১৫ থেকে ২২ মে মধ্যে হয়। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এই পরীক্ষায় ১৯ লাখ ২৮ হাজার ১৮১ শিক্ষার্থী অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছিল। তবে ৩০ হাজারের বেশি পরীক্ষার্থী এক বা একাধিক পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

ঢাকা/হাসান/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • এসএসসির ফলাফল হস্তান্তরে আনুষ্ঠানিকতা থাকছে না : শিক্ষা উপদেষ্টা
  • এসএসসির ফল বৃহস্পতিবার, জানা যাবে যেভাবে 
  • দেশের চারটি নামকরা কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির নিয়ম
  • এবার এসএসসির ফল প্রকাশিত হবে নিজ নিজ বোর্ডে, জানা যাবে যেভাবে
  • এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই
  • এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ১০ জুলাই
  • এসএসসি পরীক্ষার ফলাফল ১০ জুলাই হতে পারে