অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁসের পর বিয়ে করলেন প্রিয়াঙ্কা
Published: 9th, July 2025 GMT
ভোজপুরি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা পন্ডিত। ২০২১ সালে তার অন্তঃরঙ্গ মুহূর্তের ভিডিও ক্লিপ ফাঁস হয়। এরপর ধর্মে মনোযোগ দেন, শোবিজ অঙ্গন থেকে হারিয়ে যান প্রিয়াঙ্কা। দীর্ঘ দিন পর আলোচনায় উঠে এলেন এই অভিনেত্রী। তবে এবার বিয়ের ঘোষণা দিয়ে খবরের শিরোনাম হলেন প্রিয়াঙ্কা।
ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা পন্ডিত লেখেন, “আমি ভগবান শ্রীকৃষ্ণের উপর ভরসা করে বসেছিলাম এবং তিনি সবকিছুর যত্ন নিয়েছেন। ভক্তি, পরিচয়, সেবা, গুরু, তার আবাসে স্থান এবং একজন জীবনসঙ্গী দিয়েছেন, যে এই আধ্যাত্মিক যাত্রায় আমাকে সাহার্য করবেন।”
প্রিয়াঙ্কার পোস্ট করা ছবিতে তার হাতে লাল রঙের চুড়ি ও সিঁথিতে সিঁদুর পরা অবস্থায় দেখা যায়। যা সনাতন ধর্মের বিবাহিত মহিলার ঐতিহ্যের প্রতীক। তবে কবে কাকে বিয়ে করেছেন তা জানাননি প্রিয়াঙ্কা।
আরো পড়ুন:
রাশমিকার সঙ্গে জুটি বাঁধতে বিজয়ের কেন আপত্তি?
অবিবাহিত ভাবনা মা হতে যাচ্ছেন
জৌনপুরের বাসিন্দা প্রিয়াঙ্কা পন্ডিত ৫০টিরও বেশি ভোজপুরি সিনেমায় অভিনয় করেছেন। এ ফিল্ম ইন্ডাস্ট্রির সেরা তারকাদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। এ তালিকায় রয়েছেন— খেসারি লাল যাদব, পবন সিং, রীতেশ পান্ডে প্রমুখ।
প্রিয়াঙ্কার অন্তঃরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁস হওয়ার পর তার ব্যক্তিগত, পেশাগত জীবনে বিপর্যয় নেমে এসেছিলে বলে জানা যায়। তার সেই সময়ের প্রেমিকও সম্পর্ক ভেঙে দেন। ভোজপুরি চলচ্চিত্র জগতের অনেকে প্রিয়াঙ্কার সঙ্গে দূরত্ব তৈরি করেন।
তবে অন্তঃরঙ্গ ভিডিওর নারী প্রিয়াঙ্কা নন বলে দাবি করেছিলেন তিনি। তার ভাষায়— “ভাইরাল ক্লিপের নারী আমি নই, ফুটেজটি এডিটিংয়ের মাধ্যমে তৈরি করা। আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য কেউ এমনটা করেছে।”
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন