ভোজপুরি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা পন্ডিত। ২০২১ সালে তার অন্তঃরঙ্গ মুহূর্তের ভিডিও ক্লিপ ফাঁস হয়। এরপর ধর্মে মনোযোগ দেন, শোবিজ অঙ্গন থেকে হারিয়ে যান প্রিয়াঙ্কা। দীর্ঘ দিন পর আলোচনায় উঠে এলেন এই অভিনেত্রী। তবে এবার বিয়ের ঘোষণা দিয়ে খবরের শিরোনাম হলেন প্রিয়াঙ্কা।  

ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা পন্ডিত লেখেন, “আমি ভগবান শ্রীকৃষ্ণের উপর ভরসা করে বসেছিলাম এবং তিনি সবকিছুর যত্ন নিয়েছেন। ভক্তি, পরিচয়, সেবা, গুরু, তার আবাসে স্থান এবং একজন জীবনসঙ্গী দিয়েছেন, যে এই আধ্যাত্মিক যাত্রায় আমাকে সাহার্য করবেন।”   

প্রিয়াঙ্কার পোস্ট করা ছবিতে তার হাতে লাল রঙের চুড়ি ও সিঁথিতে সিঁদুর পরা অবস্থায় দেখা যায়। যা সনাতন ধর্মের বিবাহিত মহিলার ঐতিহ্যের প্রতীক। তবে কবে কাকে বিয়ে করেছেন তা জানাননি প্রিয়াঙ্কা।

আরো পড়ুন:

রাশমিকার সঙ্গে জুটি বাঁধতে বিজয়ের কেন আপত্তি?

অবিবাহিত ভাবনা মা হতে যাচ্ছেন

জৌনপুরের বাসিন্দা প্রিয়াঙ্কা পন্ডিত ৫০টিরও বেশি ভোজপুরি সিনেমায় অভিনয় করেছেন। এ ফিল্ম ইন্ডাস্ট্রির সেরা তারকাদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। এ তালিকায় রয়েছেন— খেসারি লাল যাদব, পবন সিং, রীতেশ পান্ডে প্রমুখ। 

প্রিয়াঙ্কার অন্তঃরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁস হওয়ার পর তার ব্যক্তিগত, পেশাগত জীবনে বিপর্যয় নেমে এসেছিলে বলে জানা যায়। তার সেই সময়ের প্রেমিকও সম্পর্ক ভেঙে দেন। ভোজপুরি চলচ্চিত্র জগতের অনেকে প্রিয়াঙ্কার সঙ্গে দূরত্ব তৈরি করেন।  

তবে অন্তঃরঙ্গ ভিডিওর নারী প্রিয়াঙ্কা নন বলে দাবি করেছিলেন তিনি। তার ভাষায়— “ভাইরাল ক্লিপের নারী আমি নই, ফুটেজটি এডিটিংয়ের মাধ্যমে তৈরি করা। আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য কেউ এমনটা করেছে।”

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

কর ফাঁকির দায়ে আনচেলত্তির এক বছরের কারাদণ্ড

কর ফাঁকির দায়ে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন স্পেনের একটি আদালত। পাশাপাশি প্রায় চার লাখ ইউরো আর্থিক জরিমানাও করা হয়েছে তাঁকে।

৬৬ বছর বয়সী আনচেলত্তি মে মাসে ব্রাজিল কোচের দায়িত্ব নিয়েছেন। এর আগে ২০১৩ থেকে ২০১৫ ও ২০২১ থেকে ২০২৫ সময়ে দুই দফায় স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন তিনি।

স্পেনের কর কর্তৃপক্ষের অভিযোগ ছিল, ইতালিয়ান এই কোচ ২০১৪ ও ২০১৫ সালে ইমেজ স্বত্ব ও অন্যান্য উৎস থেকে যে অর্থ আয় করেছিলেন, তা গোপন করে ১০ লাখ ইউরোর বেশি কর বিভাগকে পরিশোধ করেননি।  

এপ্রিলে বিচার কার্যক্রম শুরু হলে আনচেলত্তি আদালতকে বলেছিলেন, বেতনবহির্ভূত আয়ের বিষয়গুলো দেখভালের দায়িত্ব তিনি তাঁর ব্রিটিশ উপদেষ্টা ও ক্লাব কর্তৃপক্ষের ওপর ছেড়ে দিয়েছিলেন। ‘প্রতারণা হয়ে থাকতে পারে’ এমন কিছু তিনি কখনোই করেননি। বিপরীতে স্পেনের কর কর্তৃপক্ষ আনচেলত্তিকে দোষী অভিযোগ করে তাঁর ৪ বছর ৯ মাস কারাদণ্ডের আবেদন করে।

আরও পড়ুনক্লাব বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যে দুজন০৭ জুলাই ২০২৫

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, বুধবার স্পেনের আদালত আনচেলত্তিকে ২০১৪ সালের অভিযোগে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন। ‘কর কর্তৃপক্ষের বিরুদ্ধে অপরাধ’–এর দায়ে আনচেলত্তিকে ১২ মাসের কারাদণ্ড ও ৩ লাখ ৮৬ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। তবে ২০১৫ সালের অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়েছে।

তবে স্পেনের আইন অনুযায়ী যেসব অপরাধ হিংসাত্মক নয় এবং অপরাধী আগে কখনো দণ্ডিত হননি, তাঁদের ক্ষেত্রে দুই বছরের নিচের কারাদণ্ড সাধারণত জেলে কাটাতে হয় না। ফলে আনচেলত্তিকে কারাভোগ করতে হবে না।

আরও পড়ুনআর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ডের কোচরা কে কত টাকা বেতন পান১৫ মে ২০২৫

সম্পর্কিত নিবন্ধ