বিশ্বজুড়ে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বাড়ার আশঙ্কা
Published: 9th, July 2025 GMT
প্রাণহানির আশঙ্কা থাকলেও এখন পর্যন্ত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পূর্বাভাস দেওয়ার কৌশল আবিষ্কার করতে পারেননি বিজ্ঞানীরা। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল অব আর্থ, এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের সহযোগী অধ্যাপক এরিক ডানহাম জানিয়েছেন, আগ্নেয়গিরি বেশ জটিল। বর্তমানে অগ্ন্যুৎপাতের পূর্বাভাস দেওয়ার জন্য সর্বজনীনভাবে গ্রহণযোগ্য কোনো উপায় নেই। সম্ভবত কখনো এমন কোনো উপায় তৈরি করা যাবে না।
সম্প্রতি চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে অনুষ্ঠিত গোল্ডস্মিড্ট সম্মেলনে বিজ্ঞানীরা সতর্ক করে জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে শত শত সুপ্ত আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত ঘটতে পারে। এসব আগ্নেয়গিরির বিস্ফোরণ আগের চেয়েও বেশি শক্তিশালী হবে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা দাবি করেছেন, বিভিন্ন স্থানে হিমবাহ গলে যাওয়ার কারণে ভবিষ্যতে ঘন ঘন অগ্ন্যুৎপাত ঘটবে। উত্তর আমেরিকা, নিউজিল্যান্ড আর রাশিয়ার মতো বিভিন্ন অঞ্চলে থাকা আগ্নেয়গিরি ঝুঁকির মধ্যে রয়েছে।
ইউরোপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এটনায় সম্প্রতি অগ্ন্যুৎপাত হয়েছে। গত কয়েক মাসের মধ্যে এটি মাউন্ট এটনার ১৪তম অগ্ন্যুৎপাত। বিজ্ঞানী পাবলো মোরেনো-ইয়েগার তথ্যমতে, বিভিন্ন হিমবাহ তাদের নিচে থাকা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের চাপকে দমিয়ে রাখতে পারে। জলবায়ু পরিবর্তনের কারণে হিমবাহ সরে যাচ্ছে। এতে আগ্নেয়গিরি থেকে আরও ঘন ঘন ও বড় আকারের বিস্ফোরণের অগ্ন্যুৎপাত দেখা যাবে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের আলাস্কার অ্যাঙ্কোরেজ থেকে ৭৭ মাইল দূরে অবস্থিত ১১ হাজার ফুট উঁচু আগ্নেয়গিরি মাউন্ট স্পারের ওপরে নজর রাখছেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক সময়ে ভূমিকম্পের তীব্রতা বৃদ্ধির ফলে সেখানে অগ্ন্যুৎপাত আসন্ন বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে বিজ্ঞানী মোরেনো-ইয়েগার জানিয়েছেন, সময়ের সঙ্গে সঙ্গে একাধিক অগ্ন্যুৎপাতের ক্রমবর্ধমান প্রভাবের কারণে গ্রিনহাউস গ্যাস জমা হচ্ছে। এতে দীর্ঘ মেয়াদে পৃথিবীর উষ্ণায়ন বাড়বে।
সূত্র: ডেইলি মেইল
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আগ ন য গ র
এছাড়াও পড়ুন:
বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ
রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১১টার দিকে এই বিস্ফোরণ হয়। এতে ইমন হাওলাদার নামে একজন আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিকুস সালেহীন সাংবাদিকদের জানান, কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ শাখার জুলাই পদযাত্রার চিত্র প্রদর্শনী চলছিল। এর মধ্যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে উপস্থিত নেতাকর্মীসহ লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রমনা থানা পুলিশকে ঘটনাটি জানানো হয়েছে।
তবে কে বা কারা কীভাবে এই ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ব্যাপারে জানতে রমনা থানার ওসির মোবাইল ফোন নম্বরে কল করা হলে তিনি রিসিভ করেননি। তবে রমনা থানার ডিউটি অফিসার এসআই জালাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ সেখানে যায়। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সেইসঙ্গে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
এদিকে বিস্ফোরণের সময় ঘটনাস্থলে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানা শাখার যুগ্ম আহ্বায়ক ইমন হাওলাদার আহত হন। তবে তার আঘাত গুরুতর নয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এর আগেও এনসিপি কার্যালয় ও আশপাশের এলাকায় একাধিকবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সর্বশেষ গত ৩ জুলাই রাত ৮টার দিকে শাহবাগ মোড়ে জুলাই প্রদর্শনী চলাকালে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এর আগের দিন দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পদযাত্রার প্রদর্শনীর গাড়িতে বিস্ফোরণ হয়।