কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ২০২৫-২৬ সেমিস্টারে ২০তম ব্যাচে প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে। ভর্তির জন্য আবেদন করা যাবে ১১ জুলাই পর্যন্ত।

আবেদনের যোগ্যতা—

এক বছর মেয়াদি এমএসসি: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বা সংশ্লিষ্ট বিষয়ে চার বছরের স্নাতক ডিগ্রি।

এক বছর ৬ মাস মেয়াদি এমএসসি: যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক বা (তিন+এক বছর) মেয়াদি স্নাতক বা (দুই+দুই বছর) মেয়াদি স্নাতক ও স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

দুই বছর মেয়াদি এমএসসি: যেকোনো বিষয়ে তিন বছর মেয়াদি স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে।

আবেদন যেভাবে—

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অফিস থেকে অফিস চলাকালীন আবেদনপত্র গ্রহণ ও জমা দেওয়া যাবে। আবেদনপত্রের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও সব পরীক্ষার সনদপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে। অনলাইনে আবেদনের লিংক দেখুন

ভর্তি পরীক্ষার বিস্তারিত—

আবেদনের শেষ তারিখ: ১১ জুলাই ২০২৫।

ভর্তি পরীক্ষার তারিখ: ১৮ জুলাই ২০২৫।

ক্লাস শুরুর তারিখ: ২৫ জুলাই ২০২৫।

আরও তথ্য জানতে এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বছর ম য় দ

এছাড়াও পড়ুন:

ব্যাংকের শেয়ারে ভর করে দুই মাসের মধ্যে শেয়ারবাজারে সর্বোচ্চ লেনদেন

দুই মাসের ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার সর্বোচ্চ লেনদেন হয়েছে। এদিন ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল ৫৭৩ কোটি টাকা। লেনদেনের পাশাপাশি আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় পৌনে ২ শতাংশ বা ৮২ পয়েন্ট বেড়েছে। তাতে ডিএসইএক্স সূচকটি বেড়ে আবারও ৫ হাজার পয়েন্টের মাইলফলক ছুঁই ছুঁই অবস্থায় চলে গেছে।

কয়েকটি ব্যাংকসহ ভালো মৌলভিত্তির কিছু কোম্পানির শেয়ারের ওপর ভর করে ঢাকার বাজারে আজ লেনদেন ও সূচকের বড় উত্থান দেখা গেছে। এর আগে সর্বশেষ গত ৫ মে ডিএসইতে সর্বোচ্চ ৫৮৪ কোটি টাকার লেনদেন হয়েছিল। লেনদেন বৃদ্ধির পাশাপাশি ডিএসইএক্স সূচকও প্রায় আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। সোমবার দিন শেষে ডিএসইএক্স সূচকটি বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৯৭৬ পয়েন্টে। এর আগে সর্বশেষ গত ২৭ এপ্রিল ডিএসইএক্স সূচকটি সর্বোচ্চ ৪ হাজার ৯৯৫ পয়েন্টের অবস্থানে ছিল। সেই হিসাবে প্রায় আড়াই মাস পর ডিএসইএক্স সূচকটি বেড়ে পৌনে ৫ হাজারে পৌঁছেছে।

ব্রোকারেজ হাউস লঙ্কাবাংলা সিকিউরিটিজের তথ্য অনুযায়ী, ঢাকার বাজারে সোমবার সূচকে বড় উত্থানে বড় ভূমিকা ছিল ব্যাংক খাতের শেয়ারের। এদিন যে ১০টি কোম্পানি সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে, তার মধ্যে ৭টিই ছিল ব্যাংক। সূচকের উত্থানে সবচেয়ে বড় ভূমিকা রাখা কোম্পানি ১০টি ছিল যথাক্রমে ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, সিটি ব্যাংক, স্কয়ার ফার্মা, ইস্টার্ন ব্যাংক, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, আইএফআইসি ব্যাংক, এক্সিম ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংক। শুধু এই ১০ কোম্পানির শেয়ারের মূল্যবৃদ্ধিতেই আজ ডিএসইএক্স সূচকটি বেড়েছে প্রায় ৪৩ পয়েন্ট। এর মধ্যে সাত ব্যাংকের শেয়ারের মূল্যবৃদ্ধিতে ডিএসইএক্স সূচকটি বেড়েছে প্রায় ৩১ পয়েন্ট।

ডিএসইর তথ্য অনুযায়ী, ইসলামী ব্যাংকের শেয়ারের দাম সোমবার দেড় টাকা বা প্রায় সাড়ে ৩ শতাংশ বেড়েছে। তাতে ডিএসইএক্স সূচকটি বেড়েছে ৯ পয়েন্ট। একইভাবে ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম ২ টাকা ২০ পয়সা বা প্রায় ৪ শতাংশ বেড়েছে। তাতে ডিএসইএক্স সূচকটি বেড়েছে ৯ পয়েন্ট। সেই হিসাবে ইসলামী ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের শেয়ারের মূল্যবৃদ্ধিতেই ডিএসইএক্স সূচকটি ১৮ পয়েন্ট বেড়েছে।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, অনেক দিন পর শেয়ারবাজারে ভালো মৌলভিত্তির কোম্পানিগুলোর শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের কিছুটা আগ্রহ দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরে বাজারে দরপতনের কারণে ভালো মৌলভিত্তির অনেক শেয়ারের দাম অবমূল্যায়িত পর্যায়ে ছিল। এখন এসব শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়তে থাকায় লেনদেনেও ভালো কোম্পানির আধিপত্য বেড়েছে। এটি সার্বিকভাবে বাজারের জন্য খুবই ইতিবাচক দিক। কারণ, ভালো কোম্পানির শেয়ারের মূল্যবৃদ্ধির মাধ্যমে সূচক ও লেনদেন বাড়লে তা অনেকটাই টেকসই হয়।

ডিএসইর তথ্য অনুযায়ী, গত কয়েক দিনের টানা মূল্যবৃদ্ধির ফলে ইসলামী ব্যাংকের শেয়ারের দাম আজ দিন শেষে বেড়ে দাঁড়ায় ৪৫ টাকা ৬০ পয়সা। গত ৬ কার্যদিবসে ব্যাংকটির শেয়ারের দাম সাড়ে ১২ টাকা বা ৩৮ শতাংশ বেড়েছে। তাতে গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ দামে উঠেছে ব্যাংকটির শেয়ার। একইভাবে গত কয়েক দিনের উত্থানের পর ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম বেড়ে আজ দিন শেষে দাঁড়ায় ৫৬ টাকায়। গত ৯ মাসের মধ্যে এটিই ব্যাংকটির শেয়ারের সর্বোচ্চ দাম। এই মূল্যবৃদ্ধির পর সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে ব্র্যাক ব্যাংকের শেয়ারের মূল্য আয় অনুপাত বা পিই রেশিও বেড়ে দাঁড়িয়েছে ৬–এ। বাজারবিশ্লেষকেরা বলছেন, ৬ পিই রেশি যেকোনো কোম্পানির শেয়ারে বিনিয়োগের জন্য খুবই আকর্ষণীয়।

ঢাকার বাজারে সোমবার লেনদেন ও মূল্যবৃদ্ধিতেও ছিল ব্যাংক খাতের শেয়ারের আধিপত্য। এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা তিন কোম্পানিই ছিল ব্যাংক খাতের। কোম্পানিগুলো হলো ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক ও মিডল্যান্ড ব্যাংক। এই তিন ব্যাংকের সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬৯ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ১২ শতাংশ। এদিন মূল্যবৃদ্ধির শীর্ষ পাঁচ কোম্পানির মধ্যেও তিনটি ছিল ব্যাংক খাতের কোম্পানি। কোম্পানিগুলো হলো রূপালী ব্যাংক, এবি ব্যাংক ও এক্সিম ব্যাংক। এর মধ্যে মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংক। এটির শেয়ারের দাম গতকাল ২ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়ায় ২৩ টাকা ১০ পয়সায়।

সম্পর্কিত নিবন্ধ

  • ডিএস–৩০ সূচক থেকে বাদ পড়ল ৩ কোম্পানি
  • তবে কি নিউইয়র্ক টাইমস মেয়রপ্রার্থী জোহরানের পেছনে লেগেছে
  • পুঁজিবাজারে সূচকের উত্থান
  • ডিএসইর লেনদেন আবারও ৬০০ কোটি টাকা ছাড়াল
  • পুঁজিবাজারে সূচকের উত্থান, বেড়েছে লেনদেন
  • বিচারক নিয়োগে আইন অনুসরণ করতে হবে: অধ্যক্ষ ইউনুস
  • ব্যাংকের শেয়ারে ভর করে দুই মাসের মধ্যে শেয়ারবাজারে সর্বোচ্চ লেনদেন
  • প্রথম কার্যদিবসে সূচকের বড় উত্থান, বেড়েছে লেনদেন
  • সোনারগাঁও হোটেলে চাকরির সুযোগ