বাংলাদেশের বিপক্ষে হাসারাঙ্গাকে পাচ্ছে না শ্রীলঙ্কা
Published: 9th, July 2025 GMT
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা। চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ২৭ বছর বয়সী এই বোলার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন।
মঙ্গলবার শেষ হওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজে হাসারাঙ্গা ছিলেন সর্বোচ্চ উইকেটশিকারি। তিন ম্যাচে নিয়েছিলেন মোট ৯ উইকেট। শ্রীলঙ্কা দল সিরিজও জিতেছে ২-১ ব্যবধানে।
বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) হাসারাঙ্গার বদলি হিসেবে কারও নাম ঘোষণা করেনি। চারিত আসালঙ্কাকে অধিনায়ক করেই আগেই ১৭ সদস্যের দল ঘোষণা করা হয়েছিল।
১০ জুলাই পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ১৩ জুলাই ডাম্বুলায়, তৃতীয় ও শেষ ম্যাচ ১৬ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।
শ্রীলঙ্কা দলচারিত আসালাঙ্কা (অধিনায়ক), পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিষ্কা ফার্নান্ডো, দাসুন শানাকা, দুনিত ভেল্লালাগে, মহীশ তিকশানা, জেফরি ভ্যান্ডারসে, চামিকা করুনারত্নে, মাতিশা পাতিরানা, নুয়ান তুষারা, বিনুরা ফার্নান্ডো ও ঈশান মালিঙ্গা।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন