গাড়ি দুর্ঘটনায় গত সপ্তাহে মারা গেছেন লিভারপুলের পর্তুগিজ ফুটবলার দিয়োগো জোতা ও তাঁর ভাই আন্দ্রে সিলভা। স্প্যানিশ পুলিশের বিশ্বাস, দুর্ঘটনার সময় নির্ধারিত গতিসীমার চেয়ে বেশি গতিতে গাড়িটি চালানো হচ্ছিল।

আরও পড়ুনট্রাম্প–ইনফান্তিনো সম্পর্কে নতুন মোড়, ট্রাম্পের ভবনে অফিস খুলল ফিফা৬ ঘণ্টা আগে

জোতার মতো আন্দ্রে সিলভাও ফুটবলার ছিলেন। পর্তুগালে দ্বিতীয় বিভাগের ক্লাব পেনাফিয়েলে খেলতেন ২৬ বছর বয়সী সিলভা। তাঁর চেয়ে দুই বছরের বড় জোতা মৃত্যুর দুই সপ্তাহ আগে শৈশবের প্রেমিকা রুতে কারদোসোকে বিয়ে করেন। পর্তুগালের হয়ে নেশনস লিগ জয়ের পাশাপাশি লিভারপুলে প্রিমিয়ার লিগ জিতেছেন জোতা।

স্পেনের সিভিল গার্ড (পুলিশ) কাল জানিয়েছে, জোতা ও তাঁর ভাইয়ের গাড়ি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তারা তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে তাদের বিশ্বাস, জোতা অতিরিক্ত দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন। চাকা ফেটে তাঁদের ল্যাম্বরগিনি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে। পরে গাড়িটিতে আগুন ধরে যায়।

গাড়ি কে চালাচ্ছিলেন, এর আগে স্প্যানিশ পুলিশ তা নিশ্চিত করতে পারেনি। কিন্তু গতকাল তারা জানায়, গাড়িটি জোতা চালাচ্ছিলেন। স্পেনের জামোরা প্রদেশের এ-৫২ মহাসড়কে স্থানীয় সময় সকালে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। মহাসড়কের এই অংশে গাড়ির সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ১২০ কিলোমিটার।

আরও পড়ুনব্রাজিলিয়ানের জোড়া গোলে ব্রাজিলের ক্লাবের স্বপ্ন চূর্ণ করে ফাইনালে চেলসি৮ ঘণ্টা আগে

সিভিল গার্ডের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেন, ‘বিশেষজ্ঞের প্রতিবেদন চূড়ান্ত হয়েছে, যেখানে অন্যান্য বিষয়ের সঙ্গে গাড়ির একটি চাকার ছাপ ফেলে যাওয়াও পরীক্ষা করা হয়েছে। সড়কে যে গতিসীমা, তার চেয়ে বেশি গতিতে (গাড়ি) চালানোর প্রতি ইঙ্গিত করছে সবকিছু। সব পরীক্ষা-নিরীক্ষার পর বোঝা যায়, গাড়িটি চালাচ্ছিলেন দিয়োগো জোতা।’

তদন্ত শেষে এই প্রতিবেদন জামোরার পুয়েবলা দে সানাব্রিয়া আদালতে জমা দেওয়া হবে।

জোতা ও তাঁর ভাইয়ের শেষকৃত্যে লিভারপুলের অনেকেই এসেছিলেন। ছবিতে লিভারপুল কোচ আর্নে স্লটকে দেখা যাচ্ছে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ র ঘটন

এছাড়াও পড়ুন:

ফরিদা পারভীনের চিকিৎসায় মেডিকেল বোর্ড, আশাবাদী চিকিৎসরা

লালনসংগীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন কয়েক দিন ধরে ইউনিভার্সেল মেডিকেল কালেজ ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তার উন্নত চিকিৎসার জন্য বুধবার মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। রাত সাড়ে ১০টা থেকে পৌনে ১২ টা পর্যন্ত ইউনিভার্সেল হাসপাতালে বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।

ফরিদা পারভীনের ছেলে ইমাম জাফর নোমানী সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বোর্ডের সভায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট, ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতালের শীর্ষস্থানীয় চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

বোর্ড সভা শেষে চিকিৎসরা বলেন, ‘ফরিদা পারভীনের বিষয়ে আমরা আশাবাদী। শিল্পীর শারীরিক অবস্থা ক্রমেই উন্নতির দিকে। তবে তার শরীরে কিছু ইনফেকশন আছে, আমরা তা দূর করার চেষ্টা করছি। তিনি শিগগিরই সুস্থ হয়ে উঠবেন।’

 

সম্পর্কিত নিবন্ধ