জোতার মৃত্যুর এটাই তাহলে কারণ, গাড়িটি কে চালাচ্ছিলেন জানাল পুলিশ
Published: 9th, July 2025 GMT
গাড়ি দুর্ঘটনায় গত সপ্তাহে মারা গেছেন লিভারপুলের পর্তুগিজ ফুটবলার দিয়োগো জোতা ও তাঁর ভাই আন্দ্রে সিলভা। স্প্যানিশ পুলিশের বিশ্বাস, দুর্ঘটনার সময় নির্ধারিত গতিসীমার চেয়ে বেশি গতিতে গাড়িটি চালানো হচ্ছিল।
আরও পড়ুনট্রাম্প–ইনফান্তিনো সম্পর্কে নতুন মোড়, ট্রাম্পের ভবনে অফিস খুলল ফিফা৬ ঘণ্টা আগেজোতার মতো আন্দ্রে সিলভাও ফুটবলার ছিলেন। পর্তুগালে দ্বিতীয় বিভাগের ক্লাব পেনাফিয়েলে খেলতেন ২৬ বছর বয়সী সিলভা। তাঁর চেয়ে দুই বছরের বড় জোতা মৃত্যুর দুই সপ্তাহ আগে শৈশবের প্রেমিকা রুতে কারদোসোকে বিয়ে করেন। পর্তুগালের হয়ে নেশনস লিগ জয়ের পাশাপাশি লিভারপুলে প্রিমিয়ার লিগ জিতেছেন জোতা।
স্পেনের সিভিল গার্ড (পুলিশ) কাল জানিয়েছে, জোতা ও তাঁর ভাইয়ের গাড়ি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তারা তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে তাদের বিশ্বাস, জোতা অতিরিক্ত দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন। চাকা ফেটে তাঁদের ল্যাম্বরগিনি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে। পরে গাড়িটিতে আগুন ধরে যায়।
গাড়ি কে চালাচ্ছিলেন, এর আগে স্প্যানিশ পুলিশ তা নিশ্চিত করতে পারেনি। কিন্তু গতকাল তারা জানায়, গাড়িটি জোতা চালাচ্ছিলেন। স্পেনের জামোরা প্রদেশের এ-৫২ মহাসড়কে স্থানীয় সময় সকালে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। মহাসড়কের এই অংশে গাড়ির সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ১২০ কিলোমিটার।
আরও পড়ুনব্রাজিলিয়ানের জোড়া গোলে ব্রাজিলের ক্লাবের স্বপ্ন চূর্ণ করে ফাইনালে চেলসি৮ ঘণ্টা আগেসিভিল গার্ডের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেন, ‘বিশেষজ্ঞের প্রতিবেদন চূড়ান্ত হয়েছে, যেখানে অন্যান্য বিষয়ের সঙ্গে গাড়ির একটি চাকার ছাপ ফেলে যাওয়াও পরীক্ষা করা হয়েছে। সড়কে যে গতিসীমা, তার চেয়ে বেশি গতিতে (গাড়ি) চালানোর প্রতি ইঙ্গিত করছে সবকিছু। সব পরীক্ষা-নিরীক্ষার পর বোঝা যায়, গাড়িটি চালাচ্ছিলেন দিয়োগো জোতা।’
তদন্ত শেষে এই প্রতিবেদন জামোরার পুয়েবলা দে সানাব্রিয়া আদালতে জমা দেওয়া হবে।
জোতা ও তাঁর ভাইয়ের শেষকৃত্যে লিভারপুলের অনেকেই এসেছিলেন। ছবিতে লিভারপুল কোচ আর্নে স্লটকে দেখা যাচ্ছে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: দ র ঘটন
এছাড়াও পড়ুন:
মাদকাসক্ত চিকিৎসায় নিরাময় কেন্দ্রের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
মাদকাসক্ত চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রমকে আরও কার্যকর করতে ‘মাদকাসক্ত চিকিৎসায় নিরাময় কেন্দ্রের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩টায় ঐক্য মাদকাসক্ত চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে এ সেমিনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কেন্দ্রের পরিচালক মোঃ কবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ বাহাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সাইকোলজিস্ট কাজী রুম্পা এবং ঐক্য মাদকাসক্ত চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের নির্বাহী পরিচালক মোঃ আওলাদ হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রের পরিচালক মোঃ তানভীর আরেফিন রনি। এ সময় আরো উপস্থিত ছিলেন পরিচালক গোলাম কিবরিয়া, মোঃ তানভীর, মোঃ জনি, ফ্রীডম লাইফ নিরাময় কেন্দ্রের জাফর ও সানী, জে.আর নিরাময় কেন্দ্রের রিয়াদ হোসেন সানী, কচিসহ বিভিন্ন নিরাময় কেন্দ্রের প্রতিনিধিরা এবং বিভিন্ন রিকোভারী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সেমিনারে মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা, পুনর্বাসন এবং সমাজে তাদের স্বাভাবিক বিষয়ে ফিরে আসার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়। পরে সুস্থতার ১ম বর্ষপূর্তি উপলক্ষ্যে ৫ জনকে বেইজ প্রদান এবং ১৫ জনকে সুস্থতার সনদ প্রদান করা হয়।