পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগৃহীত অর্থ এসএমইতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যয়ের জন্য সময় চায় ব্যাংক কর্তৃপক্ষ। আগামী ২০২৬ সালের ৯ নভেম্বর পর্যন্ত আইপিও অর্থ ব্যয়ের সময়সীমা বাড়াতে চায় ব্যাংকটি।

বুধবার (৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ব্যাংকটির পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে যে, শেয়ারহোল্ডার, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং অন্যান্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষের (যদি থাকে) অনুমোদন সাপেক্ষে, আইপিওর অবশিষ্ট পরিমাণ অর্থে ব্যবহার ২০২৬ সালের ৯ নভেম্বর পর্যন্ত অর্থাৎ আরো অতিরিক্ত ২৪ মাস সময় বৃদ্ধি করা।

এছাড়া শেয়ারহোল্ডার, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং অন্যান্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষের (যদি থাকে) অনুমোদন সাপেক্ষে ‘আনুমানিক আইপিও ব্যয়’ শিরোনামে অবশিষ্ট ৩১ লাখ ৯৮ হাজার ৩২ টাকা এসএমই বিনিয়োগ শিরোনামে স্থানান্তর করা।

গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি পুঁজিবাজার থেকে আইপিও’র মাধ্যমে ৪২৫ কোটি টাকা সংগ্রহ করে। সংগহীত অর্থ দিয়ে ব্যাংকটি এসএমই, সরকারি সিকিউরিটিজ ও পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ এবং প্রাথমিক গণপ্রস্তাবের ব্যয় নির্বাহ করবে বলে জানায়।

ঢাকা/এনটি/

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ত অর থ আইপ ও

এছাড়াও পড়ুন:

বাংলাদেশের বিপক্ষে সিরিজ স্থগিত করে শ্রীলঙ্কা সফরের আলোচনা করছে ভারত

পূর্বনির্ধারিত সূচি অনুসারে ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা আগস্টে। কিন্তু চলতি সপ্তাহে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সফরটি এক বছর পিছিয়ে দেয়। তবে আগস্টের বাংলাদেশ সফর পিছিয়ে দিলেও একই সময়ে শ্রীলঙ্কায় গিয়ে সিরিজ খেলার আলোচনা করছে বিসিসিআই।

শ্রীলঙ্কার সংবাদমাধ্যম নিউজওয়্যার জানিয়েছে, আগস্টে শ্রীলঙ্কা সফরে আসতে পারে ভারত। তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি খেলার জন্য শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ও বিসিসিআই আলোচনা চালিয়ে যাচ্ছে। ভবিষ্যৎ সূচি পরিকল্পনা (এফটিপি) অনুসারে আগস্টে ভারতের বাংলাদেশ সফরেও সমানসংখ্যক ওয়ানডে ও টি–টোয়েন্টি হওয়ার কথা ছিল।

ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিতের খবর আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায় ৫ জুলাই। সেদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দুই ক্রিকেট বোর্ড আন্তর্জাতিক ক্রিকেট সূচি পর্যালোচনা করে ২০২৬ সালের সেপ্টেম্বরে সিরিজ আয়োজনে সম্মত হয়েছে। তবে কী কারণে পেছানো হয়েছে, তা বিজ্ঞপ্তিতে বলা হয়নি।

ওই সময় বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, ভারতের কেন্দ্রীয় সরকার ক্রিকেট দলকে বাংলাদেশ সফরে যেতে সায় দিচ্ছে না। দিল্লি প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে বলা হয়, ‘দিল্লি মনে করছে, এই মুহূর্তে ভারত ও বাংলাদেশের মধ্যে যে ধরনের শীতল কূটনৈতিক সম্পর্ক বিরাজ করছে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ভারতে যে ধরনের বিরূপ মনোভাব দেখা যাচ্ছে, তাতে সে দেশে ভারতের ক্রিকেট দলের সফর কোনো ইতিবাচক বার্তা দেবে না।’

আরও পড়ুনএ বছর নয়, ২০২৬ সালের সেপ্টেম্বরে বাংলাদেশে আসবে ভারত০৫ জুলাই ২০২৫

শ্রীলঙ্কার নিউজওয়্যার লিখেছে, বাংলাদেশ সফর স্থগিত হয়ে যাওয়ায় আগস্টে ভারত ক্রিকেট দলের সূচি ফাঁকা হয়ে গেছে। একই সময়ে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) হওয়ার কথা থাকলেও কাকতালীয়ভাবে তা স্থগিত হয়ে গেছে। যে কারণে দুই দলের জন্যই আগস্টের মধ্যভাগে ফাঁকা সূচি রয়েছে।

সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, একটি সংক্ষিপ্ত দ্বিপক্ষীয় সিরিজের সম্ভাব্যতা যাচাই করে দেখছে বিসিসিআই ও এসএলসি। শ্রীলঙ্কা দল জিম্বাবুয়ে সফরের উদ্দেশে দেশ ছাড়ার কথা ২৯ আগস্ট। এর আগেই তিন ওয়ানডে ও তিন টি–টোয়েন্টি আয়োজন নিয়ে আলোচনা চলছে।

আরও পড়ুন‘ক্রিকেটাররা অতিরিক্ত চাপে থাকে, কিসের চাপ, আমি জানি না’৩ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • স্টার্ট-আপ খাতে অর্থায়ন সহজ করতে মাস্টার সার্কুলার জারি
  • স্কটল্যান্ডকে হারিয়ে ২০২৬ টি-২০ বিশ্বকাপের পথে ইতালি
  • স্কটল্যান্ডকে হারিয়ে ২০২৬ টি-২০ বিশ্বকাপে এক পা ইতালির 
  • বাংলাদেশের বিপক্ষে সিরিজ স্থগিত করে শ্রীলঙ্কা সফরের আলোচনা করছে ভারত
  • আইফোনে কী নতুনত্ব আনবে অ্যাপল
  • মেসিকে সৌদি আরবের হাতছানি, এবার সাড়া দেবেন কি কিংবদন্তি