সোনারগাঁয়ে জিরো সয়েল কর্মসূচির আওতায় বৃক্ষরোপন
Published: 9th, July 2025 GMT
সোনারগাঁয়ে জিরো সয়েল কর্মসূচির আওতায় বৃক্ষরোপন করা হয়েছে। বুধবার (৯ জুলাই) সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুর ব্রিজের ইউলুপ এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বন অধিদপ্তর এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের সহযোগিতায় এই কর্মসূচি পালন করা হয়।
জিরো সয়েল(তবৎড় ঝড়রষ)কর্মসূচি কার্যক্রম পরিচালনা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রনালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
এ সময় উপস্থিত ছিলেন, বন সংরক্ষক (ঢাকা সামাজিক বনবিভাগ) হোসাইন মোহাম্মদ নিশাদ, বিভাগীয় বন কর্মকর্তা (ঢাকা সামাজিক বনবিভাগ) রোকসেনা মাহমুদা, ঢাকা সদর রেঞ্জের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা আবু ৃুমুন্না, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন ও পরিবেশ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা।
পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন বলেন, উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশনায় “জিরো সয়েল” কর্মসূচির আওতায় সোনারগাঁয়ের কাচঁপুরে বৃক্ষরোপন করা হয়েছে। মহাসড়ক সহ বিভিন্ন পতিত জমিতে এ কর্মসূচির মাধ্যমে বৃক্ষরোপণ করা হবে।কর্মসূচির অংশ হিসেবে সোনারগাঁয়ের কাচঁপুরে ইউলুপ চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ পর ব শ স ন রগ
এছাড়াও পড়ুন:
বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ
রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১১টার দিকে এই বিস্ফোরণ হয়। এতে ইমন হাওলাদার নামে একজন আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিকুস সালেহীন সাংবাদিকদের জানান, কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ শাখার জুলাই পদযাত্রার চিত্র প্রদর্শনী চলছিল। এর মধ্যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে উপস্থিত নেতাকর্মীসহ লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রমনা থানা পুলিশকে ঘটনাটি জানানো হয়েছে।
তবে কে বা কারা কীভাবে এই ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ব্যাপারে জানতে রমনা থানার ওসির মোবাইল ফোন নম্বরে কল করা হলে তিনি রিসিভ করেননি। তবে রমনা থানার ডিউটি অফিসার এসআই জালাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ সেখানে যায়। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সেইসঙ্গে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
এদিকে বিস্ফোরণের সময় ঘটনাস্থলে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানা শাখার যুগ্ম আহ্বায়ক ইমন হাওলাদার আহত হন। তবে তার আঘাত গুরুতর নয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এর আগেও এনসিপি কার্যালয় ও আশপাশের এলাকায় একাধিকবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সর্বশেষ গত ৩ জুলাই রাত ৮টার দিকে শাহবাগ মোড়ে জুলাই প্রদর্শনী চলাকালে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এর আগের দিন দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পদযাত্রার প্রদর্শনীর গাড়িতে বিস্ফোরণ হয়।