সোনারগাঁয়ে জিরো সয়েল কর্মসূচির আওতায় বৃক্ষরোপন
Published: 9th, July 2025 GMT
সোনারগাঁয়ে জিরো সয়েল কর্মসূচির আওতায় বৃক্ষরোপন করা হয়েছে। বুধবার (৯ জুলাই) সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুর ব্রিজের ইউলুপ এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বন অধিদপ্তর এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের সহযোগিতায় এই কর্মসূচি পালন করা হয়।
জিরো সয়েল(তবৎড় ঝড়রষ)কর্মসূচি কার্যক্রম পরিচালনা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রনালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
এ সময় উপস্থিত ছিলেন, বন সংরক্ষক (ঢাকা সামাজিক বনবিভাগ) হোসাইন মোহাম্মদ নিশাদ, বিভাগীয় বন কর্মকর্তা (ঢাকা সামাজিক বনবিভাগ) রোকসেনা মাহমুদা, ঢাকা সদর রেঞ্জের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা আবু ৃুমুন্না, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন ও পরিবেশ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা।
পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন বলেন, উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশনায় “জিরো সয়েল” কর্মসূচির আওতায় সোনারগাঁয়ের কাচঁপুরে বৃক্ষরোপন করা হয়েছে। মহাসড়ক সহ বিভিন্ন পতিত জমিতে এ কর্মসূচির মাধ্যমে বৃক্ষরোপণ করা হবে।কর্মসূচির অংশ হিসেবে সোনারগাঁয়ের কাচঁপুরে ইউলুপ চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ পর ব শ স ন রগ
এছাড়াও পড়ুন:
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চবি ছাত্রদলের ৪ নেতা বহিষ্কার
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের চার নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় সংসদ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য যায়।
আরো পড়ুন:
খুবিতে নানা অভিযোগে ১৯ শিক্ষার্থীকে শাস্তি
ধর্ম অবমাননার অভিযোগে খুবিতে ২ শিক্ষার্থী বহিষ্কার
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক চবি শাখা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নিউটন দত্ত, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নকিব হোসেন চৌধুরী ও আবু শাহদাত মোহাম্মদ আদিলকে সংগঠনের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে ছাত্রনেতা আবদুল্লাহ আল মামুনকে প্রাথমিক সদস্য পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। তারা সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দিয়েছেন।
আব্দুল্লাহ আল মামুন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রদল নেতা। জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারিতে থেকে আলোচনায় এসেছিলেন তিনি। চাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলে স্থান না পেয়ে স্বতন্ত্র থেকে যুগ্ম-সাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচন করেছিলেন তিনি।
একইসঙ্গে ‘সর্বজনীন শিক্ষার্থী ঐক্য পরিষদ’ নামে একটি প্যানেলও গঠন করেছিলেন মামুন। তবে বুধবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত চাকসু নির্বাচনে তিনি ও তার প্যানেলের কেউ নির্বাচিত হননি।
ঢাকা/মিজান/মেহেদী