সিদ্ধিরগঞ্জের এক নম্বর ওয়ার্ড মিজমিজি পশ্চিমপাড়া ধনুহাজী এলাকা ও ৬ নম্বর ওয়ার্ড সুমিলপাড়া বিহারী কলোনী ট্যাংকি এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। বুধবার (৯ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ওসি শাহীনুর আলম।

গ্রেপ্তারকৃতরা হলেন, সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি পশ্চিমপাড়া ধনুহাজী এলাকার শাহাদাত হোসেনের বাড়ি ভাড়াটিয়া জমির উদ্দিনের ছেলে কাজী মেজবাহ (১৯) এবং সুমিলপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে আতিক (২০)।

সিদ্ধিরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীনুর আলম জানান, বুধবার (৯ জুলাই) রাত ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই বজলুর রহমান ও এএসআই গৌরাঙ্গ মন্ডল সঙ্গীয় ফোর্সসহ স্পেশাল-৩৩ (নাইট) ডিউটিরত অবস্থায় তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার পশ্চিমপাড়া মিজমিজি ধনুহাজী রোড ভাই ভাই সৌদি টাওয়ারের সামনে পাঁকা রাস্তার উপর থেকে কাজী মেজবাহের দেহ তল্লাশী করে পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে একটি সাদা পলিথিনের মধ্যে রক্ষিত ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৮ জুলাই) রাত ১১ টার দিকে এসআই মাসুম বিল্লাহ ও এএসআই গৌরাঙ্গ মন্ডল সঙ্গীয় ফোর্সসহ সিদ্ধিরগঞ্জ থানার সুমিলপাড়া বিহারী ক্যাম্প এলাকার পানির ট্যাংকি আসলাম এর চা দোকানের সামনে থেকে আসামির দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা একটি সাদা পলিথিনে রাখা সাদা কাগজে মোরানো স্টেপলার পিন দ্বারা আটকানো ২০ পুরিয়া হেরোইনসহ আতিকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ থ ন

এছাড়াও পড়ুন:

চকরিয়ায় আসামি ছিনতাই, এসআই প্রত্যাহার

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে এক আসামিকে ছিনিয়ে নিয়েছে তার স্বজনরা। এ ঘটনায় অভিযানে নেতৃত্ব দেওয়া উপ-পরিদর্শক (এসআই) সঞ্জীব পালকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) তাকে চকরিয়া থানা থেকে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয় বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

ওসি বলেন, “রবিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার মালুমঘাট বাজার এলাকা থেকে সাজ্জাদ হোসেন (২৫) নামের এক আসামিকে গ্রেপ্তার করেন এসআই সঞ্জীব পাল। তাকে থানার গাড়িতে তোলার সময় তার স্বজনরা অতর্কিত হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যান।”

এ ঘটনায় এসআই সঞ্জীব পাল বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় ছয়জনের নাম উল্লেখসহ আরও চার-পাঁচজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। তবে সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

প্রত্যাহার হওয়া এসআই সঞ্জীব পাল বলেন, “আমি আমার দায়িত্ব পালন করতে গিয়েই হামলার শিকার হই। পরে আমাকে প্রত্যাহার করা হয়েছে।”

ঢাকা/তারেকুর/এস

সম্পর্কিত নিবন্ধ

  • চকরিয়ায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া সেই আসামি গ্রেপ্তার
  • মামলার ভয় দেখিয়ে টাকা আত্মসাৎ, তিনজন বরখাস্ত
  • ধর্ষণচেষ্টা মামলা তুলে নিতে বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ
  • নাশকতার আসামিকে ঘুষের বিনিময়ে ছেড়ে দেওয়ায় এএসআই ক্লোজড
  • নড়াইলে ঘুষ নেওয়ার অভিযোগে এএসআই ক্লোজড
  • চকরিয়ায় আসামি ছিনতাই, এসআই প্রত্যাহার
  • জয়পুরহাটে চাকু মানিক গ্রেপ্তার, ধস্তাধস্তিতে এএসআই আহত
  • চকরিয়ায় পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ায় এসআই প্রত্যাহার
  • পটিয়া থানার নতুন ওসি নুরুজ্জামান