সিদ্ধিরগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Published: 9th, July 2025 GMT
সিদ্ধিরগঞ্জের এক নম্বর ওয়ার্ড মিজমিজি পশ্চিমপাড়া ধনুহাজী এলাকা ও ৬ নম্বর ওয়ার্ড সুমিলপাড়া বিহারী কলোনী ট্যাংকি এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। বুধবার (৯ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ওসি শাহীনুর আলম।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি পশ্চিমপাড়া ধনুহাজী এলাকার শাহাদাত হোসেনের বাড়ি ভাড়াটিয়া জমির উদ্দিনের ছেলে কাজী মেজবাহ (১৯) এবং সুমিলপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে আতিক (২০)।
সিদ্ধিরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীনুর আলম জানান, বুধবার (৯ জুলাই) রাত ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই বজলুর রহমান ও এএসআই গৌরাঙ্গ মন্ডল সঙ্গীয় ফোর্সসহ স্পেশাল-৩৩ (নাইট) ডিউটিরত অবস্থায় তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার পশ্চিমপাড়া মিজমিজি ধনুহাজী রোড ভাই ভাই সৌদি টাওয়ারের সামনে পাঁকা রাস্তার উপর থেকে কাজী মেজবাহের দেহ তল্লাশী করে পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে একটি সাদা পলিথিনের মধ্যে রক্ষিত ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (৮ জুলাই) রাত ১১ টার দিকে এসআই মাসুম বিল্লাহ ও এএসআই গৌরাঙ্গ মন্ডল সঙ্গীয় ফোর্সসহ সিদ্ধিরগঞ্জ থানার সুমিলপাড়া বিহারী ক্যাম্প এলাকার পানির ট্যাংকি আসলাম এর চা দোকানের সামনে থেকে আসামির দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা একটি সাদা পলিথিনে রাখা সাদা কাগজে মোরানো স্টেপলার পিন দ্বারা আটকানো ২০ পুরিয়া হেরোইনসহ আতিকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ থ ন
এছাড়াও পড়ুন:
যশোরে সড়ক দুর্ঘটনায় এসআইসহ নিহত ৩
যশোরে বাঁশ বোঝাই ট্রাকে বাসের ধাক্কায় পুলিশের এসআইসহ তিনজন মারা গেছেন।
রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের ভাঙ্গুড়া বাজার সংলগ্ন ব্রিজের কাছে যশোর-নড়াইল মহাসড়কে দুর্ঘটনার শিকার হন তারা।
আরো পড়ুন:
বরিশালে দুই বাসের সংঘর্ষে আহত ৬
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু
নিহতরা হলেন- যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের মুজিদ হাওলাদারের ছেলে ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক এম জাফর আলী, বসুন্দিয়া আহমেদ আলীর ছেলে আক্তার হোসেন, বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা এলাকার নিশিকান্ত অঢ্যের ছেলে এসআই নিক্কন অঢ্য।
তুলারামপুর হাইওয়ে পুলিশ জানায়, নড়াইল-যশোর মহাসড়কের ভাঙুড়া বাজার এলাকায় একটি বাঁশ বোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। ঢাকা থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেসের’ একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান বাসযাত্রী আক্তার হোসেন।
আশঙ্কাজনক অবস্থায় স্বেচ্ছাসেবক দলের কর্মী আবু জাফর ও পুলিশ কর্মকর্তা নিক্কন আঢ্যকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান এলাকাবাসী। হাসপাতালে নেওয়ার পর আবু জাফরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
পুলিশ কর্মকর্তা নিক্কনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। শারীরিক অবস্থার অবনতি হলে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয় তাকে। রাত সাড়ে ১২ টার দিকে চিকিৎসক নিক্কনকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, এসআই নিক্কন আঢ্য ৩৭ ব্যাচে আউটসাইড ক্যাডেট হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি চলতি বছরের ফেব্রুয়ারিতে লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্তে কেন্দ্রে যোগ দেন। এর আগে তিনি র্যাবে কর্মরত ছিলেন।
তুলারামপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, স্বেচ্ছাসেবক দলনেতা জাফর ও আক্তারের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। পুলিশ কর্মকর্তার মরদেহ নড়াইল মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ঢাকা/রিটন/মাসুদ