খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ের তালাবদ্ধ কক্ষ থেকে প্রায় ৯ লাখ টাকা উদ্বার করা হয়েছে। পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে অপসারণের দুই দিন পর বুধবার (৯ জুলাই) দুপুরে তার কক্ষ থেকে টাকাগুলো উদ্বার করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে পার্বত্য জেলা পরিষদের দুই জন সদস্য জানান, পরিষদ কার্যালয়ের চেয়ারম্যানের অফিস কক্ষ সংলগ্ন আরেকটি খাস কক্ষ রয়েছে। সেই কক্ষের তালা খুলে এক কর্মচারী ৮ লাখ ৮২ হাজার টাকা পান। পরে তিনি নতুন চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরাকে বিষয়টি জানান। পরে পরিষদ চেয়ারম্যান, কর্মকর্তা ও সদস্যদের উপস্থিতিতে টাকাগুলো জব্দ করা হয়। 

সম্প্রতি দুর্নীতির অভিযোগে জিরুনা ত্রিপুরার চেয়ারম্যান পদ থেকে অপসারণের আদেশ জারির পর মঙ্গলবার (৯ জুলাই) পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরাকে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়েছে মন্ত্রণালয়। সদ্য সাবেক চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে আনা আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ তদন্তে নেমেছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়।

এ বিষয়ে ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ জানান, পরিষদ চেয়ারম্যানের খাস কামরায় বিপুল পরিমাণ টাকা রাখার সুযোগ নেই। এ সব নগদ অর্থের উৎস সম্পর্কে কিছু জানা যায়নি।

নবাগত পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা টাকা উদ্বারের বিষয়টি নিশ্চিত করে জানান, টাকা উদ্বারের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। টাকাগুলো যথাযথ প্রক্রিয়ায় সরকারি কোষাগারে জমা দেয়া হবে। 

এ বিষয়ে জানতে সদ্য অপসারিত চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার মুঠোফোনে বার বার চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, ৮ লাখ ৮২ হাজার টাকা উদ্ধারের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আইনি প্রক্রিয়ার আগপর্যন্ত টাকাগুলো থানা হেফাজতে থাকবে।
 

ঢাকা/রূপায়ন/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

এনসিপি কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ

‎রাজধানীর বাংলামোটরে রূপায়ণ টাওয়ারের পাশে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বুধবার রাত পৌনে ১১টার দিকে এই ককটেল বিস্ফোরণ হয়। এ ঘটনায় একজন আহত হয়েছেন। তবে তার পরিচয় জানা যায়নি।‎

ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম বলেন, ‘বুধবার রাত পৌনে ১১টার দিকে বাংলামোটরে রূপায়ণ টাওয়ারের পাশে দুটি পটকা জাতীয় কিছু বিস্ফোরণ করা হয়েছে। কে বা কারা করেছে আমরা তদন্ত করে দেখছি। যারাই এই ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।’ ‎

‎এর আগে বাংলামোটর মোড়ে রূপায়ন টাওয়ারের সামনে আরও দুই বার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। গত ২৩ জুন ও ২ জুলাই একই কায়দায় ককটেল বিস্ফোরণ করা হয়। ভবনটিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) কেন্দ্রীয় কার্যালয় রয়েছে। গত ২৩ জুনের এনসিপির চারজন আহত হয়েছিলেন।

সম্পর্কিত নিবন্ধ