নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নে সাইবার প্রতারণা, ব্ল্যাকমেইলিং এবং মাদকসেবনে জড়িত কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে এর ১২ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।

বুধবার (৯ জুলাই) ভোর ৫টার দিকে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। 

সেনাবাহিনী জানিয়েছে, আটককৃতরা ইমো অ্যাপের মাধ্যমে দেশি ও প্রবাসী নাগরিকদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে ভিডিও কলে অশ্লীলতা প্রদর্শন করে গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ হাতিয়ে নিত। শুধু তাই নয়, তারা এলাকায় প্রভাব বিস্তার ও যুবসমাজকে মাদকসেবনে প্রলুব্ধ করছিল।

অভিযানের সময় বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১৬টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১২টি বাটন মোবাইল ফোন, ৩০টি অতিরিক্ত সিমকার্ড, একটি দেশীয় অস্ত্র, ৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা জব্দ করা হয়। 

অভিযানের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে। 

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান জানিয়েছেন, সেনাবাহিনীর টিম মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ৪ জনকে এবং ইমো হ্যাকিংয়ের জন্য ৮ জনকে আটক করে থানায় সোপর্দ করে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ঢাকা/আরিফুল/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

খুলনায় ৪ সন্ত্রাসী গ্রেপ্তার

খুলনায় যৌথবাহিনীর অভিযানে সন্ত্রাসী শাকিল গ্রুপের প্রধান শাকিল শেখসহ চারজন গ্রেপ্তার হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে মাদক, অস্ত্র ও গুলি জব্দ হয়। 

মঙ্গলবার (৮ জুলাই) ভোর রাতে তাদের গ্রেপ্তার করা হয়। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর সহকারী পরিচালক মোহাম্মদ রেজাউল-করিম শাম্মী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

রাউজানে প্রকৌশলী বকুল হত্যা: মা ও ২ ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার শীর্ষ সন্ত্রাসী লিপটন ট্রিপল হত্যায় গ্রেপ্তার

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোর রাতে খুলনার বিভিন্ন একালায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচলনা করে।

অভিযানে খুলনার অন্যতম শীর্ষ সন্ত্রাসী শাকিল গ্রুপের প্রধান ও বি কোম্পানির অন্যতম সদস্য শাকিল শেখ, শহিদুল ইসলাম খোকন, মো. শাকিল এবং অশিক গ্রুপের সদস্য ইয়াসিন আরাফাতকে খুলনার লবনচরা এলাকা থেকে আটক করা হয়।

আটককৃত সন্ত্রাসী ইয়াসিন আরাফাতের বাসা তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় পাইপ গান, বিভিন্ন গোলাবারুদ, স্টান গান, একটি ডামি পিস্তল, বিভিন্ন দেশীয় অস্ত্র, ইয়াবা ও মোবাইল ফোন উদ্ধার হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটনের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ আটককৃতদের অইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লবণচরা থানায় হস্তান্তর করা হয়।

বর্তমান সরকাররে নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী নিজস্ব দায়িত্বপ্রাপ্ত গুরুত্বপূর্ণ এলাকাসমূহে এরূপ অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও সন্ত্রাস নির্মূলে কঠোর অভিযান ও টহল অব্যাহত রাখবে বলেও উল্লেখ করা হয়।

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • বাংলাদেশি-রোহিঙ্গা সন্দেহে ভারতে আটক ৪৪৪
  • খুলনায় ৪ সন্ত্রাসী গ্রেপ্তার