রাজস্থানে ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত
Published: 9th, July 2025 GMT
ভারতের রাজস্থান রাজ্যের চুরুর রতনগড় তেহসিলে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বিমানের আরোহী দুজন পাইলটই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে আইএএফ।
ভারতীয় বিমানবাহিনী ‘এক্স’–এ এক পোস্টে জানিয়েছে, ‘আজ একটি নিয়মিত প্রশিক্ষণ মিশনের সময় আইএএফের একটি জাগুয়ার ট্রেনার বিমান দুর্ঘটনার কবলে পড়ে। এটি রাজস্থানের চুরু জেলায় বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় দুই পাইলটই মারাত্মকভাবে আহত হয়েছেন এবং পরে তাঁদের মৃত্যু হয়।
চুরু জেলার পুলিশ সুপার জয় যাদব বলেন, আজ বুধবার স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার দিকে চুরু জেলার ভাবানা বাদাভানে গ্রাম সংলগ্ন এলাকায় যুদ্ধবিমানটি ভেঙে পড়ে। প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানে দুজন পাইলট ছিলেন। প্রথমে তাঁদের সুরক্ষা সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা হয়নি। পরে বিমানবাহিনী মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
এর আগেও ২০২৪ সালের এপ্রিলে গুজরাটের জামনগর জেলার সুভর্দা গ্রামে খোলা মাঠে আইএএফের একটি দুই আসনের জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ওই ঘটনায় একজন পাইলট নিহত হয়েছিলেন। তখনো বিমানটি প্রশিক্ষণ মিশনে ছিল।
দুই আসনের জাগুয়ার যুদ্ধবিমানটি নিয়ে রাতের প্রশিক্ষণ চালানো হচ্ছিল। জামনগর শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে কালাভাদ হাইওয়ের পাশে একটি খোলা মাঠে এটি ভেঙে পড়েছিল।
এর আগে ২০২৪ সালের মার্চে হরিয়ানার আম্বালা বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। একই দিনে আরেকটি এএন–৩২ পরিবহন বিমান পশ্চিমবঙ্গের বাগডোগরায় জরুরি অবতরণ করে।
তবে ওই দুই দুর্ঘটনার সময় উভয় বিমানের ক্রুরা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। জাগুয়ার বিমানটি তখন প্রযুক্তিগত সমস্যার কারণে বিধ্বস্ত হয়েছিল বলে জানা যায়। তবে এএন–৩২ বিমানের জরুরি অবতরণের কারণ সঙ্গে সঙ্গে জানা যায়নি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব ম নব হ ন ব ম নট
এছাড়াও পড়ুন:
গ্লোবাল ইন্স্যুরেন্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের এ লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।
মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে, সোমবার (৭ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
তথ্য মতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৫ আগস্ট। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ জুলাই।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৫৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.৩৮ টাকা।
আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪.৫৪ টাকা।
এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনে কোনো মূল্য সীমা থাকবে না।
ঢাকা/এনটি/ইভা