রাজস্থানে ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত
Published: 9th, July 2025 GMT
ভারতের রাজস্থান রাজ্যের চুরুর রতনগড় তেহসিলে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বিমানের আরোহী দুজন পাইলটই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে আইএএফ।
ভারতীয় বিমানবাহিনী ‘এক্স’–এ এক পোস্টে জানিয়েছে, ‘আজ একটি নিয়মিত প্রশিক্ষণ মিশনের সময় আইএএফের একটি জাগুয়ার ট্রেনার বিমান দুর্ঘটনার কবলে পড়ে। এটি রাজস্থানের চুরু জেলায় বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় দুই পাইলটই মারাত্মকভাবে আহত হয়েছেন এবং পরে তাঁদের মৃত্যু হয়।
চুরু জেলার পুলিশ সুপার জয় যাদব বলেন, আজ বুধবার স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার দিকে চুরু জেলার ভাবানা বাদাভানে গ্রাম সংলগ্ন এলাকায় যুদ্ধবিমানটি ভেঙে পড়ে। প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানে দুজন পাইলট ছিলেন। প্রথমে তাঁদের সুরক্ষা সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা হয়নি। পরে বিমানবাহিনী মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
এর আগেও ২০২৪ সালের এপ্রিলে গুজরাটের জামনগর জেলার সুভর্দা গ্রামে খোলা মাঠে আইএএফের একটি দুই আসনের জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ওই ঘটনায় একজন পাইলট নিহত হয়েছিলেন। তখনো বিমানটি প্রশিক্ষণ মিশনে ছিল।
দুই আসনের জাগুয়ার যুদ্ধবিমানটি নিয়ে রাতের প্রশিক্ষণ চালানো হচ্ছিল। জামনগর শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে কালাভাদ হাইওয়ের পাশে একটি খোলা মাঠে এটি ভেঙে পড়েছিল।
এর আগে ২০২৪ সালের মার্চে হরিয়ানার আম্বালা বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। একই দিনে আরেকটি এএন–৩২ পরিবহন বিমান পশ্চিমবঙ্গের বাগডোগরায় জরুরি অবতরণ করে।
তবে ওই দুই দুর্ঘটনার সময় উভয় বিমানের ক্রুরা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। জাগুয়ার বিমানটি তখন প্রযুক্তিগত সমস্যার কারণে বিধ্বস্ত হয়েছিল বলে জানা যায়। তবে এএন–৩২ বিমানের জরুরি অবতরণের কারণ সঙ্গে সঙ্গে জানা যায়নি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব ম নব হ ন ব ম নট
এছাড়াও পড়ুন:
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন পুনর্নিয়োগ, পদ ১২৭
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন নোয়াখালী সিভিল সার্জনের কার্যালয়ে ১৪ ও ১৬তম গ্রেডের ১২৭টি পদে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুধু নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতীত সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না।
পদের নাম ও বিবরণ১. পরিসংখ্যানবিদ
পদসংখ্যা: ৬
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
গ্রেড ও বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
২. স্বাস্থ্য সহকারী
পদসংখ্যা: ১২১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
গ্রেড ও বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
আরও পড়ুনপ্রধান শিক্ষক পদে সুপারিশ পেলেন ১১১ নন-ক্যাডার১৮ ঘণ্টা আগেবয়সসীমা২ নভেম্বর ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের নিয়মআগ্রহী প্রার্থীরা এ ওয়েবসাইটে আবেদন করতে পারবেন।
আবেদন ফিআবেদন ফি বাবদ ১০০ টাকা ও টেলিটক চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা।
আবেদনের সময়সীমাআবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৩ অক্টোবর ২০২৫, সকাল ১০টা
আবেদন জমাদানের শেষ তারিখ ও সময়: ১ নভেম্বর ২০২৫, বিকেল ৫টা
আরও পড়ুনএই ‘ভুলে ভরা’ বিসিএস প্রশ্নপত্র কারা তৈরি করল১৪ অক্টোবর ২০২৫নির্দেশনা১. একজন প্রার্থী কেবল একটি পদের জন্য আবেদন করতে পারবেন।
২. সিভিল সার্জনের কার্যালয়, নোয়াখালীর স্মারক নং-সিএসএন/শা-৩/নিয়োগ-২০২৪/২৫৫০ তারিখ: ৩১/০৩/২০২৪ খ্রি. মোতাবেক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করা প্রার্থীদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তাঁদের আবেদন সঠিক থাকলে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে এবং তাঁদের বয়স আগের নিয়োগ বিজ্ঞপ্তির শর্তানুযায়ী গ্রহণযোগ্য হবে।
৩. স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে ইউনিয়নের যে ওয়ার্ডের (পুরাতন) জন্য আবেদন করবেন, সে ওয়ার্ডের (পুরাতন) স্থায়ী বাসিন্দা হতে হবে।
৪. নোয়াখালী জেলার আওতাধীন কোনো পৌরসভার আবেদনকারী স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারবেন না। তবে পরিসংখ্যানবিদ পদে আবেদনকারীদের ক্ষেত্রে এ শর্ত প্রযোজ্য হবে না।
বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে ও আবেদন করতে ভিজিট করুন এই ওয়েবসাইটে।
আরও পড়ুনস্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে পঞ্চগড়ে চাকরি, পদ ৩০২ ঘণ্টা আগে