যত সমস্যা

বর্ষাকাল এলেই দেখা যায়, দেয়ালের বিভিন্ন জায়গায় পলেস্তারা খসে পড়ছে। অনেক সময় কালচে দাগ পড়ে, রং চটে যায়। ঘরের পুরো সৌন্দর্য নষ্ট করে দেয় দেয়ালের স্যাঁতসেঁতে ভাব। এর পেছনে মূল কারণ দেয়াল ভিজে ওঠা। বিশেষ করে ঘরের বাইরের দেয়াল, যে দেয়ালে নিয়মিত বৃষ্টির পানি লাগে, সেসব দেয়ালে বেশি ড্যাম্প দেখা যায়। শুধু তা–ই নয়, বাথরুমের পাশের দেয়াল বা যে দেয়াল নিয়মিত পানির সংস্পর্শে থাকে, সেই দেয়ালেই এমন স্যাঁতসেঁতে ভাব দেখা যায়। অনেকে এই স্যাঁতসেঁতে ভাবকে বলেন নোনা ধরা। কিন্তু এই নোনা ধরা বা ড্যাম্প ভাব থেকে মুক্তির উপায় কী?

যেসব ঘরে আলো–বাতাস প্রবেশের ব্যবস্থা কম, সেসব দেয়ালেও ড্যাম্প দেখা যায়। কারণ, বৃষ্টির পানিতে যখন দেয়ালের বাইরে অংশ ভিজে যায়, তখন সেই পানি শোষণ করতে ঘরের ভেতর বাতাস প্রবেশ করা অতীব জরুরি। তবে ঘরের দেয়ালকে স্যাঁতসেঁতে ভাব থেকে প্রতিরোধ করতে সবার আগে প্রয়োজন দেয়াল শনাক্ত করা।

কী করবেন

মলিন দেয়াল ঠিক করতে সবচেয়ে ভালো উপায় হলো, এক্সপার্টের সাহায্য নেওয়া। অনেক প্রতিষ্ঠান আছে যারা নিয়মিত দেয়ালের এসব কাজই করে। বাজারে এখন ভালো ব্র্যান্ডের রং পাওয়া যায়, যেগুলো দেয়ালে ড্যাম্প পড়ার বিরুদ্ধে দীর্ঘদিন কাজ করে। রঙের প্রতিষ্ঠানে যোগাযোগ করে তাদের অভিজ্ঞ টিমের কাছ থেকে সমাধান পেতে পারেন।

কিছু ঘরোয়া উপায়ও কাজে লাগিয়ে দেখতে পারেন। ঘরের দেয়াল থেকে স্যাঁতসেঁতে ভাব দূর করতে সবচেয়ে বড় ভূমিকা রাখে রসুন ও তেঁতুল। আধা কেজি তেঁতুলের সঙ্গে ২৫০ গ্রাম রসুন ভালোভাবে ব্লেন্ড করে ১২ ঘণ্টা রেখে দিন। ব্রাশ দিয়ে ঘষে দেয়াল থেকে অবাঞ্চিত ময়লা দূর করুন। এরপর পরিষ্কার তারের ব্রাশ দিয়ে তেঁতুল ও রসুনের মিশ্রণটা দেয়ালে লাগিয়ে দিন। এক দিন পর দেয়াল শুকিয়ে এলে আবার রং করে নিলেই উজ্জ্বল হয়ে উঠবে।

আরও পড়ুনআমি স্বামীর চেয়ে দেবরের ওপর বেশি নির্ভরশীল, এই অবস্থায় কী করব৮ ঘণ্টা আগেঘরোয়া উপায়ে দেয়ালের ড্যাম্প ঢেকে দিতে পারেন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র বিশেষ সম্পর্কের প্রশংসা করলেন ট্রাম্প

বিশ্বের সবচেয়ে জটিল কিছু সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত প্রতিশ্রুতির প্রশংসা করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। একইসঙ্গে ইউক্রেনকে স্বৈরশাসনের (রাশিয়ার পুতিন সরকার) বিরুদ্ধে সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।

গতকাল বুধবার উইন্ডসর ক্যাসেলে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন রাজা।

এদিকে রাজার এ বক্তব্যের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্কের প্রশংসা করে বলেন, এ সম্পর্ককে ‘বিশেষ’ শব্দ দিয়ে যথাযথভাবে বোঝানো যায় না।

ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।

উইন্ডসর ক্যাসলে ১৬০ অতিথির জন্য আয়োজিত জাঁকজমকপূর্ণ এ ভোজসভায় রাজার বক্তৃতায় দুই দেশের গভীর বন্ধন এবং সাংস্কৃতিক, বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক ধরে রাখার গুরুত্ব তুলে ধরা হয়।

রাজা চার্লস বলেন, ‘আমাদের প্রিয় মূল্যবোধ রক্ষার জন্য আমাদের জনগণ একসঙ্গে লড়াই করেছে, প্রাণ দিয়েছে।’

ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।

ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ রাজপ্রাসাদে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়

সম্পর্কিত নিবন্ধ