শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে সিরিজ হেরেছে ২-১ ব‌্যবধানে। দলীয় র‌্যাংকিংয়ে যা প্রভাব পড়েনি। আগের অবস্থানেই আছে দুই দল। শ্রীলঙ্কা র‌্যাংকিংয়ে চার নম্বর দল। বাংলাদেশের অবস্থান দশে।

তবে ব‌্যক্তিগত র‌্যাংকিংয়ে প্রভাব পড়েছে। বাংলাদেশের ব্যাটসম‌্যানদের মধ‌্যে জাকের আলী অনিক ও তাওহীদ হৃদয়ের উন্নতি হয়েছে। অবনমন হয়েছে নাজমুল হোসেন শান্ত, অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, লিটন দাসের। বোলিংয়ে কেবল বলার মতো তাসকিন আহমেদের উন্নতি হয়েছে।

আজ আইসিসি ওয়েবসাইটে র‌্যাংকিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে।

আরো পড়ুন:

বাড়তি চাপ, মানসিকতায় আনফিট, দায়িত্ববোধে ঘাটতি দেখছেন আকরাম

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার মাটিতে তিন ওয়ানডেতে জাকের ৩৪ গড়, ৭৪.

৭৮ স্ট্রাইক রেটে ১০২ রান করেছেন। ৩২ ধাপ এগিয়ে র‌্যাংকিংয়ে ৫৯তম স্থানে এসেছেন তিনি। জাকেরের চেয়ে ১ রান বেশি করেছেন তাওহীদ হৃদয়। ৭ ধাপ এগিয়ে তাওহীদের অবস্থান ৫১তম স্থানে। ৩৪.৩৪ গড়ে ১০৩ রান করেছেন তাওহীদ।

সাবেক অধিনায়ক শান্ত ৬ ধাপ পিছিয়ে ৩৪তম স্থানে গেছে। তার পেছনে যাওয়ায় র‌্যাংকিংয়ে সেরা ত্রিশে নেই বাংলাদেশের আর কোনো ব‌্যাটসম‌্যান। ৫ ধাপ নেমেছেন বর্তমান অধিনায়ক মিরাজ। তার স্থান ৭২। প্রথম ওয়ানডে খেলে বাদ পড়া লিটনের ৮ ধাপ অবনবমন করে স্থান এখন ৭৮ নম্বরে। 
বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ দুই ধাপ উন্নতি করে বোলারদের র‌্যাংকিংয়ে ২৬তম স্থানে। এছাড়া অলরাউন্ডার র‌্যাংকিংয়ে মেহেদী হাসান মিরাজ আগের চতুর্থ স্থানেই রয়েছেন। 

সিরিজ জেতা লঙ্কানদের র‌্যাংকিংয়ে ভালো উন্নতি হয়েছে। সিরিজ সেরা নির্বাচিত হওয়া কুশল মেন্ডিস ও লেগ স্পিনার হাসারাঙ্গা সেরা দশে এসেছেন। প্রথমবারের মতো মেন্ডিস সেরা দশে ঢুকেছেন। এছাড়া আসালাঙ্কার ২ ধাপ উন্নতি হয়েছে ছয় নম্বরে আছেন। হাসারাঙ্গা সেরা দশে ফিরে অষ্টম স্থানে রয়েছেন।

ব‌্যাটিং র‌্যাংকিংয়ে শুভমান গিল, বাবর আজম ও রোহিত শর্মা শীর্ষে রয়েছেন। বোলিংয়ে মাহিশা থিকসানা, কুলদ্বীপ যাদব ও কেশভ মহারাজ রয়েছেন শীর্ষে।

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

এনসিপি কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ

‎রাজধানীর বাংলামোটরে রূপায়ণ টাওয়ারের পাশে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বুধবার রাত পৌনে ১১টার দিকে এই ককটেল বিস্ফোরণ হয়। এ ঘটনায় একজন আহত হয়েছেন। তবে তার পরিচয় জানা যায়নি।‎

ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম বলেন, ‘বুধবার রাত পৌনে ১১টার দিকে বাংলামোটরে রূপায়ণ টাওয়ারের পাশে দুটি পটকা জাতীয় কিছু বিস্ফোরণ করা হয়েছে। কে বা কারা করেছে আমরা তদন্ত করে দেখছি। যারাই এই ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।’ ‎

‎এর আগে বাংলামোটর মোড়ে রূপায়ন টাওয়ারের সামনে আরও দুই বার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। গত ২৩ জুন ও ২ জুলাই একই কায়দায় ককটেল বিস্ফোরণ করা হয়। ভবনটিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) কেন্দ্রীয় কার্যালয় রয়েছে। গত ২৩ জুনের এনসিপির চারজন আহত হয়েছিলেন।

সম্পর্কিত নিবন্ধ