ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার
Published: 9th, July 2025 GMT
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে ডিসেম্বরের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার রাতে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব বলেন, আগামী মাসগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীকেও কঠোর হতে বলেছেন প্রধান উপদেষ্টা। নির্বাচনকে কেন্দ্র করে ৮ লাখ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্যকে আগামী ডিসেম্বরের মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে।
তিনি বলেন, নির্বাচনের সময় ১৮-৩২ বছর বয়সী ভোটারদের আলাদা বুথ রাখা যায় কিনা সে বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আগামী নির্বাচনে পুলিশ ও প্রশাসনের ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ দেখছেন সিইসি
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে পুলিশ ও প্রশাসনের ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ হিসেবে দেখছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নিজেদের ভাবমূর্তি পুনরুদ্ধারে তাদের এগিয়ে আসার আহ্বান জানান সিইসি।
আজ মঙ্গলবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত ফল উৎসব ও সাংবাদিক ‘এক্সেস কার্ড’ প্রদান অনুষ্ঠানে সিইসি এ আহ্বান জানান।
নাসির উদ্দিন বলেন, তিনি সরকারি চাকরি করেছেন। যখন মানুষ সমালোচনা করে বলেন, রাতে ভোট করেছে এবং জালিয়াতি করেছে, তখন তিনি মনে কষ্ট পান।
১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে সবাই মিলে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব হয়েছে উল্লেখ করে সিইসি বলেন, ‘এখন কেন পারব না? আমাদের পারতেই হবে।’ বিতর্কিত নির্বাচনের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, প্রশাসনের ভাবমূর্তি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে; পুলিশের ভাবমূর্তি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে; আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য এটাই (আগামী নির্বাচন) হচ্ছে সুযোগ।
নাসির উদ্দিন বলেন, ‘যারা এই ইলেকশনের সঙ্গে জড়িত থাকবেন, তাঁদের কাছে করজোড়ে আবেদন জানাব যে আপনারা মানুষের শ্রদ্ধা অর্জনের চেষ্টা করুন। যে ভাবমূর্তি নষ্ট হয়েছে, সেটা থেকে আপনারা উঠে আসুন। আমরা প্রমাণ করতে চাই, আমরা পারি, সরকারি কর্মচারীরা পারে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পারে; যদি তারা সত্যিকার অর্থে আন্তরিক হয়।’
আগামী নির্বাচনের তারিখের বিষয়ে সিইসি বলেন, নির্বাচনের তারিখ তিনি নিজেও জানেন না। ভোটের দুই মাস আগে ভোটের তারিখসহ বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। সে জন্য তিনি ধৈর্য ধরার আহ্বান জানান।
নাসির উদ্দিন আরও বলেন, যেদিন ভোটাররা একদম নিশ্চিন্তে, নিজ উদ্যোগে, বিনা বাধায় নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ভোটকেন্দ্র থেকে বের হয়ে বাড়ি ফিরে যেতে পারবে, সেদিনই বলা যাবে যে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।
আরএফইডির সভাপতি কাজী জেবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত ছিলেন।
আরও পড়ুনগত তিন নির্বাচনকে ‘সার্টিফিকেট’ দেওয়া বিদেশি পর্যবেক্ষকদের অনুমোদন নয়: সিইসি৩ ঘণ্টা আগে