ভারতের জনপ্রিয় অভিনেত্রী পায়েল রোহাতগি। ২০২২ সালের আগস্টে ভালোবেসে বিয়ে করেন অভিনেতা সংগ্রাম সিংকে। বিয়ের প্রায় ৩ বছর কেটে গেছে। কিন্তু এখনো মা হতে পারেননি ৪৬ বছরের পায়েল। বার বার চেষ্টা করেও গর্ভধারণে ব্যর্থ হচ্ছেন তিনি। এ নিয়ে স্বামীর সঙ্গে তিক্ততা তৈরি হয়েছে! গুঞ্জন রয়েছে, এই কারণে ভেঙে যাচ্ছে এ দম্পতির সংসার।  

গত বছরের ডিসেম্বরে পায়েল-সংগ্রামের তর্ক-বিতর্কের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে এ অভিনেত্রী অভিযোগ করেন, “আমার সঙ্গে সংগ্রাম দুর্ব্যবহার করে। কারণ আমি মা হতে পারছি না।” সংগ্রামের পরিবারের সদস্যদের আচরণ ব্যাখ্যা করে পায়েল বলেন, “নারীদের সম্পর্কে তাদের পুরোনো ধ্যানধারণা। তাদের বিশ্বাস, নারীদের কাজ রান্না করা, সন্তানধারণ করা এবং ঘোমটার আড়ালে থাকা।” 

এ ঘটনার পর কেটে গেছে ৭ মাস। এরই মাঝে সংগ্রামের চ্যারিটেবল ট্রাস্টের পরিচালকের পদ থেকে ইস্তফা দিয়েছেন পায়েল। ইস্তফা পত্রে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন এই অভিনেত্রী। তারপর পায়েল-সংগ্রামের বিবাহবিচ্ছেদ নিয়ে নতুন করে চর্চা চলছে। প্রশ্ন উঠেছে— বাবা-মা হতে না পারার কারণে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই দম্পতি? এ নিয়ে নীরব পায়েল। তবে সরব হয়েছেন সংগ্রাম।  

আরো পড়ুন:

আলিয়ার কোটি টাকা ‘চুরি’, ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার

রণবীরের জোড়াতালির ভাইরাল শার্টের দাম কত?

সংগ্রাম সিং বলেন, “আমাদের ডিভোর্স হওয়ার প্রশ্নই উঠে না। আমরা ১৪ বছর ধরে একসঙ্গে রয়েছি এবং সবসময় থাকব। ভালো কাজের প্রতি আমি আমার সমস্ত মনোযোগ দিতে চাই। ডিভোর্সের মতো আলোচনায় সময় নষ্ট করতে চাই না। পাশাপাশি আমি তাকে অনুরোধ করব, সে যেন এই ধরনের গুঞ্জন বিশ্বাস না করে।” 

চ্যারিটেবল ফাউন্ডেশনের পরিচালক পদ থেকে সরে যাওয়ার বিষয়ে সংগ্রাম বলেন, “এটা পায়েলজির সিদ্ধান্ত। আমি তার সিদ্ধান্তকে সম্মান জানাই। কাজের ক্ষেত্রে আমাদের দুজনের আলাদা আলাদা ভাবনা রয়েছে। আমি তাকে আটকাব না, সে স্বাধীনভাবে নিজের সিদ্ধান্ত নিতে পারে।” 

তথ্যসূত্র: ইন্ডিয়া ডটকম

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক

এছাড়াও পড়ুন:

কর ফাঁকির দায়ে আনচেলত্তির এক বছরের কারাদণ্ড

কর ফাঁকির দায়ে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন স্পেনের একটি আদালত। পাশাপাশি প্রায় চার লাখ ইউরো আর্থিক জরিমানাও করা হয়েছে তাঁকে।

৬৬ বছর বয়সী আনচেলত্তি মে মাসে ব্রাজিল কোচের দায়িত্ব নিয়েছেন। এর আগে ২০১৩ থেকে ২০১৫ ও ২০২১ থেকে ২০২৫ সময়ে দুই দফায় স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন তিনি।

স্পেনের কর কর্তৃপক্ষের অভিযোগ ছিল, ইতালিয়ান এই কোচ ২০১৪ ও ২০১৫ সালে ইমেজ স্বত্ব ও অন্যান্য উৎস থেকে যে অর্থ আয় করেছিলেন, তা গোপন করে ১০ লাখ ইউরোর বেশি কর বিভাগকে পরিশোধ করেননি।  

এপ্রিলে বিচার কার্যক্রম শুরু হলে আনচেলত্তি আদালতকে বলেছিলেন, বেতনবহির্ভূত আয়ের বিষয়গুলো দেখভালের দায়িত্ব তিনি তাঁর ব্রিটিশ উপদেষ্টা ও ক্লাব কর্তৃপক্ষের ওপর ছেড়ে দিয়েছিলেন। ‘প্রতারণা হয়ে থাকতে পারে’ এমন কিছু তিনি কখনোই করেননি। বিপরীতে স্পেনের কর কর্তৃপক্ষ আনচেলত্তিকে দোষী অভিযোগ করে তাঁর ৪ বছর ৯ মাস কারাদণ্ডের আবেদন করে।

আরও পড়ুনক্লাব বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যে দুজন০৭ জুলাই ২০২৫

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, বুধবার স্পেনের আদালত আনচেলত্তিকে ২০১৪ সালের অভিযোগে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন। ‘কর কর্তৃপক্ষের বিরুদ্ধে অপরাধ’–এর দায়ে আনচেলত্তিকে ১২ মাসের কারাদণ্ড ও ৩ লাখ ৮৬ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। তবে ২০১৫ সালের অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়েছে।

তবে স্পেনের আইন অনুযায়ী যেসব অপরাধ হিংসাত্মক নয় এবং অপরাধী আগে কখনো দণ্ডিত হননি, তাঁদের ক্ষেত্রে দুই বছরের নিচের কারাদণ্ড সাধারণত জেলে কাটাতে হয় না। ফলে আনচেলত্তিকে কারাভোগ করতে হবে না।

আরও পড়ুনআর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ডের কোচরা কে কত টাকা বেতন পান১৫ মে ২০২৫

সম্পর্কিত নিবন্ধ