ভারতের ওডিশা রাজ্যের ঝাড়সুখুদা জেলা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিক সন্দেহে ৪৪৪ জনকে আটক করেছে রাজ্য পুলিশ। পুলিশ আটক ব্যক্তিদের আটককেন্দ্রে রেখে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

আটক ব্যক্তিদের মধ্যে ২৬৫ জনকে অস্থায়ীভাবে নির্মিত সুরভী কল্যাণ মন্দিরে রাখা হয়েছে। অন্য ব্যক্তিদের রাখা হয়েছে ডায়মন্ড কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজ প্রাঙ্গণে একটি হোল্ডিং সেন্টারে।

ওডিশা রাজ্যে বৈধ নথিপত্র ছাড়া বসবাসকারী ব্যক্তিদের ধরতে পুলিশ বেশ কিছু দিন ধরে অভিযান চালাচ্ছে।

ওডিশার ঝাড়সুখুদা জেলায় বিপুলসংখ্যক কথিত বাংলাদেশি বা বাংলাভাষী অভিবাসী অবৈধভাবে বসবাস করছেন বলে অভিযোগ পাওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নির্দেশে পুলিশ অভিযান শুরু করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন এই জেলায় শ্রমিক, রাজমিস্ত্রি ও ফেরিওয়ালার কাজ করতেন।

পুলিশ বলেছে, আটক ব্যক্তিরা তাঁদের ভারতীয় নাগরিকত্বের যথাযথ নথি পেশ করতে না পারলে আইনের আওতায় নেওয়া হবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় মেনে নেবে না হেফাজত’

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, ‘সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বাংলাদেশে কার্যালয় স্থাপনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা নিয়ে আমরা গভীর উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ করছি। বাংলাদেশে এ কার্যালয় স্থাপন দেশের মানুষ মেনে নেবে না। মেনে নেবে না হেফাজতে ইসলামও।’

আজ বুধবার বিকেলে সিলেট নগরের দরগাগেট এলাকার একটি রেস্তোরাঁ মিলনায়তনে হেফাজতে ইসলাম বাংলাদেশের সিলেট মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজিজুল হক এ কথা বলেন।

হেফাজতের যুগ্ম মহাসচিব আরও বলেন, ‘অতীতে আমরা দেখেছি, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা মানবাধিকারের নামে ইসলামি শরিয়াহ্‌, পারিবারিক আইন এবং ধর্মীয় মূল্যবোধে হস্তক্ষেপের অপচেষ্টা করেছে।’

মাওলানা আজিজুল হক ইসলামাবাদী আরও বলেন, ‘কওমি মাদ্রাসা শিক্ষা নিয়ে উপদেষ্টা শারমীন এস মুরশিদের বক্তব্য চরম আপত্তিকর। হেফাজতের পক্ষ থেকে এ বক্তব্যের তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। পাশাপাশি দেশের জন্য ক্ষতিকর এই উপদেষ্টার অপসারণ দাবি করছি।’

সিলেট মহানগর হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা মুশতাক আহমদ খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ আসজাদ আহমদ ও জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ শামিম আহমদের যৌথ সঞ্চালনায় সভা হয়।

সভায় হেফাজতে ইসলামের সিলেট মহানগর শাখার ১৮৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির তালিকা পড়ে শোনান সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ আসজাদ আহমদ।

সম্পর্কিত নিবন্ধ