মোহাম্মদপুরে প্রকাশ্যে চাপাতি নিয়ে ঘোরা সেই তরুণ গ্রেপ্তার
Published: 9th, July 2025 GMT
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়ার সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার ব্যক্তির নাম শুভ ওরফে হৃদয় (২০)। তাঁর কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার র্যাব-২–এর গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক খান আসিফ তপু এই তথ্য জানিয়েছেন।
র্যাব জানায়, গোপন তথ্য ছিল, গতকাল মঙ্গলবার রাতে কয়েকজন ছিনতাইকারী ছিনতাইয়ের উদ্দেশ্যে ঢাকা উদ্যান এলাকায় অবস্থান করছেন। তথ্যের সত্যতা যাচাই করে র্যাব-২–এর একটি দল ওই স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা দৌঁড়ে পালালেও শুভকে দেশি অস্ত্রসহ আটক করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার আসামি শুভ ওরফে হৃদয়ের (২০) প্রকাশ্যে চাপাতি নিয়ে ঘোরাঘুরির একটি ভিডিও সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হয়, যা এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি করে।
আসামির বরাত দিয়ে র্যাব আরও জানায়, আসামি স্বীকার করেছেন, তিনি ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তিনি মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ছিনতাই, ডাকাতি, চুরি ও চাঁদাবাজি করে আসছিলেন। তাঁরা ছিনতাই করার উদ্দেশ্যেই সেখানে একত্র হয়েছিলেন। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
৩ বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার পর শিক্ষা বোর্ডগুলো থেকে প্রকাশিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেনী জেলায় অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে দুই উপজেলার ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। এ অবস্থায় কুমিল্লা শিক্ষা বোর্ডের বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষা স্থগিত করা হলো। অন্য আটটি সাধারণ বোর্ডে উক্ত তারিখের এইচএসসি পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। এ ছাড়া স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেওয়া হবে।
এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত ১০ জুলাই তারিখের আলিম ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা স্থগিত করা হলো।
অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত ১০ জুলাই তারিখের সব পরীক্ষা স্থগিত করা হলো।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ২৬ জুন, তত্ত্বীয় পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত। ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।
৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেছে। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় গতবারের চেয়ে ৮১ হাজার ৮৮২ জন শিক্ষার্থী কমেছে।
২০২৩ সালের সংক্ষিপ্ত বা পুনর্বিন্যাস করা সিলেবাসে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা হচ্ছে। সব বিষয়ে পূর্ণ নম্বরে ও পূর্ণ সময়ে এ পরীক্ষা আয়োজন করা হবে বলে আগেই জানিয়েছিল শিক্ষা বোর্ডগুলো।