তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার
Published: 9th, July 2025 GMT
কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীতে নিখোঁজের একদিন পর নাজিম (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বুধবার (৯ জুলাই) সকালে মরদেহটি উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে, গতকাল নিখোঁজ হয় শিশুটি। নিহত নাজিম উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরারহাট বাজার এলাকার রফিকুল ইসলামের ছেলে।
আরো পড়ুন:
শ্রীপুরে পাঁচ কবর থেকে কঙ্কাল চুরি
সাবেক যুবদল নেতাকে গ্রেপ্তারে অভিযানের পর বাড়ির পাশে মিলল লাশ
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে অন্যান্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে খেলতে যায় নাজিম। সেই সময় সবার অজান্তে বাড়ির পাশে তিস্তা নদীতে ডুবে নিখোঁজ হয় সে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে রাজারহাট ও রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি শুরু করে। বুধবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
রাজারহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু তাহের বলেন, ‘‘স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে নিহত শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’’
ঢাকা/সৈকত/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর মরদ হ বন য নদ
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫