ইন্টারনেট সংযোগ না থাকলেও বার্তা আদান-প্রদান করতে সক্ষম নতুন মেসেজিং অ্যাপ টেস্টফ্লাইট প্ল্যাটফর্মে পরীক্ষামূলকভাবে চালু করেছেন টুইটারের (বর্তমানে এক্স) সহপ্রতিষ্ঠাতা জ্যাক ডরসি। ‘বিচ্যাট’ নামের অ্যাপটি ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার করে সরাসরি কাছাকাছি থাকা একাধিক যন্ত্রের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে। এর ফলে মোবাইল ডেটা বা ওয়াই–ফাই নেটওয়ার্ক ছাড়াও একে অপরের সঙ্গে দ্রুত বার্তা আদান-প্রদান করা যায়।

বিচ্যাট অ্যাপের নকশা অনেকটা টরেন্ট প্রযুক্তির মতো। অ্যাপটি একধরনের বিকেন্দ্রীকৃত পিয়ার-টু-পিয়ার নেটওয়ার্ক ব্যবহার করে, যেখানে প্রতিটি যন্ত্র নিজে বার্তা পাঠানোর পাশাপাশি অন্য যন্ত্র থেকে পাঠানো বার্তা রিলে করে। এর ফলে যখন কোনো ব্যবহারকারী চলাফেরা করেন, তখন তিনি আশপাশের ব্লুটুথ সক্ষম যন্ত্রগুলোর ক্লাস্টারে যুক্ত হন এবং আবার বিচ্ছিন্নও হন। এই চলমান প্রক্রিয়ায় এক যন্ত্র থেকে আরেকটিতে বার্তা পৌঁছাতে থাকে, ফলে কোনো মোবাইল নেটওয়ার্ক বা ওয়াই–ফাই না থাকলেও বার্তা আদান–প্রদান করা যায়। সাধারণ ব্লুটুথ সংযোগের পরিসর যেখানে প্রায় ১০০ মিটার, সেখানে বিচ্যাট ৩০০ মিটার পর্যন্ত বার্তা আদান–প্রদান করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিচ্যাটে বার্তাগুলো ক্লাউড সার্ভারের পরিবর্তে প্রেরকের যন্ত্রে সংরক্ষণ করা হয় এবং নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়।

আধুনিক মেসেজিং অ্যাপগুলোর মতো বিচ্যাটও এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবহার করে। এর অর্থ, বার্তার বিষয়বস্তু কেবল প্রেরক ও প্রাপক দেখতে পারেন। অ্যাপটি ব্যবহারের জন্য ফোন নম্বর, ই–মেইল বা অন্য কোনো ব্যক্তিগত তথ্যও দিতে হয় না। এমনকি প্রতিটি যন্ত্র নিজে থেকেই ক্লায়েন্ট ও সার্ভার হিসেবে কাজ করে। এর ফলে ব্যবহারকারীদের পরিচয় বা বার্তার তথ্য অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সংগ্রহ করতে পারে না।

জ্যাক ডরসি জানিয়েছেন, বিচ্যাট মেসেজিং অ্যাপে ব্লুটুথ মেশ নেটওয়ার্ক, রিলে পদ্ধতি, স্টোর অ্যান্ড ফরোয়ার্ড মডেল ও বার্তা এনক্রিপশনের মতো প্রযুক্তি একসঙ্গে যুক্ত করা হয়েছে। এর ফলে অ্যাপটি ব্যবহারের সময় পুরোনো আইআরসি চ্যাটের অভিজ্ঞতা পাওয়া যাবে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন টওয় র ক ব যবহ র

এছাড়াও পড়ুন:

ফরিদা পারভীনের চিকিৎসায় মেডিকেল বোর্ড, আশাবাদী চিকিৎসরা

লালনসংগীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন কয়েক দিন ধরে ইউনিভার্সেল মেডিকেল কালেজ ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তার উন্নত চিকিৎসার জন্য বুধবার মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। রাত সাড়ে ১০টা থেকে পৌনে ১২ টা পর্যন্ত ইউনিভার্সেল হাসপাতালে বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।

ফরিদা পারভীনের ছেলে ইমাম জাফর নোমানী সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বোর্ডের সভায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট, ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতালের শীর্ষস্থানীয় চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

বোর্ড সভা শেষে চিকিৎসরা বলেন, ‘ফরিদা পারভীনের বিষয়ে আমরা আশাবাদী। শিল্পীর শারীরিক অবস্থা ক্রমেই উন্নতির দিকে। তবে তার শরীরে কিছু ইনফেকশন আছে, আমরা তা দূর করার চেষ্টা করছি। তিনি শিগগিরই সুস্থ হয়ে উঠবেন।’

 

সম্পর্কিত নিবন্ধ