রাজশাহী সদর আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর
Published: 9th, July 2025 GMT
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে প্রার্থিতা ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ আসনে দলের রাজশাহী মহানগরের নায়েব আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীরকে প্রার্থী ঘোষণা দেয়া হয়েছে।
বুধবার (৯ জুলাই) দুপুরে দলের পার্লামেন্টারি বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানিয়েছেন রাজশাহী মহানগরের সহকারী সেক্রেটারী শাহাদৎ হোসাইন।
ডা.
আরো পড়ুন:
সাত দফা আদায়ের মাধ্যমেই গণ-অভ্যুত্থানের সফলতা অর্জন সম্ভব
১৯ জুলাই জামায়াতের জাতীয় সমাবেশ, সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনে নেতারা
রাজশাহীতে সংসদীয় আসন ছয়টি। গত ফেব্রুয়ারিতে রাজশাহীর অন্য পাঁচ সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করে জামায়াত। তবে রাজশাহী সিটি করপোরেশন এলাকা নিয়ে গঠিত সদর আসনে তখন প্রার্থী ঘোষণা দেয়া হয়নি। চারমাস পর এ আসনে জামায়াতের প্রার্থীর নাম জানা গেল।
ঢাকা/কেয়া/বকুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পুত্র সন্তানের বাবা হলেন হাসনাত আব্দুল্লাহ
পুত্র সন্তানের বাবা হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
ফেসবুক পোস্টে সারজিস আলম লিখেছেন, ‘‘আমাদের সহযোদ্ধা হাসনাত আবদুল্লাহ পুত্র সন্তানের বাবা হয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তার পরিবারের সবাইকে অপ্রত্যাশিত সমস্ত কিছু থেকে হেফাজত করুন। সন্তানকে নেক হায়াত দান করুন। দুনিয়া ও আখিরাতের জন্য কবুল করুন।’’
গত বছরের ১১ অক্টোবর পারিবারিকভাবে বিয়ে করেন হাসনাত। হাসনাতের স্ত্রীও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন হাসনাত আবদুল্লাহ। এই বিভাগ থেকে পড়াশোনা শেষ করেছেন তিনি। কোটা সংস্কার আন্দোলন শুরু হলে শুরু থেকেই নেতৃত্বস্থানীয় ভূমিকায় ছিলেন হাসনাত।
ঢাকা/রাজীব