বিনিয়োগ বাড়াতে কাজ করবে বাংলাদেশ–থাইল্যান্ড
Published: 9th, July 2025 GMT
দক্ষিণ–পূর্ব ও এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাজার সম্প্রসারণে বাংলাদেশ ও থাইল্যান্ড যৌথভাবে কাজ করতে পারে। এ জন্য একটি আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) বাস্তবায়ন জরুরি। এর মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা সহজ হবে।
আজ বুধবার রাজধানীর গুলশানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও থাই–বাংলাদেশ বিজনেস কাউন্সিলের মধ্যে অনুষ্ঠিত এক সভায় এ কথা বলেন দুই দেশের ব্যবসায়ীরা। এফবিসিসিআইয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এফবিসিসিআই প্রশাসক মো.
সভায় এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমান বলেন, এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হচ্ছে থাইল্যান্ড। আর বাংলাদেশের রয়েছে বিপুল দক্ষ ও তরুণ জনশক্তি। এসব সুবিধাকে কাজে লাগিয়ে উভয় দেশের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির সুযোগ রয়েছে। বিশেষ করে প্রক্রিয়াজাত খাদ্য, পর্যটন, স্বাস্থ্যসেবা, ওষুধ, অবকাঠামো, জ্বালানি ও হালকা প্রকৌশল খাতে বিনিয়োগের বড় সম্ভাবনা রয়েছে। উভয় দেশ মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে অগ্রসর হবে বলে আশা প্রকাশ করেন হাফিজুর রহমান।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ফরিদা পারভীনের চিকিৎসায় মেডিকেল বোর্ড, আশাবাদী চিকিৎসরা
লালনসংগীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন কয়েক দিন ধরে ইউনিভার্সেল মেডিকেল কালেজ ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তার উন্নত চিকিৎসার জন্য বুধবার মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। রাত সাড়ে ১০টা থেকে পৌনে ১২ টা পর্যন্ত ইউনিভার্সেল হাসপাতালে বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।
ফরিদা পারভীনের ছেলে ইমাম জাফর নোমানী সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বোর্ডের সভায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট, ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতালের শীর্ষস্থানীয় চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
বোর্ড সভা শেষে চিকিৎসরা বলেন, ‘ফরিদা পারভীনের বিষয়ে আমরা আশাবাদী। শিল্পীর শারীরিক অবস্থা ক্রমেই উন্নতির দিকে। তবে তার শরীরে কিছু ইনফেকশন আছে, আমরা তা দূর করার চেষ্টা করছি। তিনি শিগগিরই সুস্থ হয়ে উঠবেন।’