শরীরের বিশেষ স্থানে লুকিয়ে ইয়াবা পাচারের সময় টেকনাফে বিএনপি নেতা আটক
Published: 12th, July 2025 GMT
কক্সবাজারের টেকনাফে শরীরের বিশেষ স্থানে লুকিয়ে দুই হাজার ইয়াবা পাচারের সময় বিএনপির এক নেতাকে আটক করেছে বিজিবি। নূর মোহাম্মদ (৪৯) নামের ওই নেতা টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
আটক নূর মোহাম্মদ টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের নাজিরপাড়ার মো. ইউছুফ আলীর ছেলে।
আজ শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন। লে.
লে. কর্নেল জসীম উদ্দিন বলেন, টেকনাফ থেকে ইয়াবার চালান সংগ্রহ করে বেশি দামে বিক্রির জন্য কক্সবাজারে নিয়ে যাচ্ছিলেন বলে আটক নূর মোহাম্মদ তথ্য দিয়েছেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে টেকনাফ উপজেলা বিএনপির আহ্বায়ক হাসান সিদ্দিকী বলেন, নূর মোহাম্মদ ওরফে নূর আহমদ টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। এ ছাড়া তিনি ঘোষণার অপেক্ষায় থাকা ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক প্রার্থী। তবে কমিটির এখনো অনুমোদন হয়নি। সংগঠনবিরোধী কাজ করার অভিযোগে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আটক নূর মোহাম্মদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন র ম হ ম মদ ব এনপ
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫