বাবা কিংবদন্তি অভিনেতা কমল হাসান, মা জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সারিকা। তারকাসন্তান হিসেবে আলাদা সুবিধা পেয়েছেন, তবে নিজস্ব পরিচয়টা নিজেই গড়ে তুলেছেন শ্রুতি হাসান। এখন তিনি দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। সামনে মুক্তি পাচ্ছে লোকেশ কঙ্গরাজ পরিচালিত ‘কুলি’। এ মুহূর্তে ছবির প্রচারে ব্যস্ত শ্রুতি, পাশাপাশি নিজের ভাবনা আর জীবনদর্শন নিয়েও খোলামেলা কথা বলছেন তিনি।
শ্রুতি হাসান। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিকেলে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ বিকেলে ঘোষণা করবেন বহুল প্রতিক্ষিত জুলাই ঘোষণাপত্র।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন তিনি। বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ তথ্য জানিয়েছে। জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যোগ দেবেন বিভিন্ন রাজনৈতিক দলগুলো।
গত বছরের ৫ অগাস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রায় পাঁচ মাস পরে ৩১ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের কর্মসূচি দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
জাতীয় নাগরিক কমিটির ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে কর্মসূচি ঘোষণা করলে তখন এ নিয়ে রাজনীতিতে নানা আলোচনা শুরু হয়।
পরে গত ৩০ ডিসেম্বর রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জরুরি সংবাদ সম্মেলন করে জানানো হয়, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।