গণ-অভ্যুত্থানের বর্ষপূতিতে জয়পুরহাটে জামায়াতে ইসলামীর গণমিছিলে শেখ হাসিনার ফাঁসির দাবির বদলে কয়েকবার ‘ভুল করে’ খালেদা জিয়ার নাম উল্লেখ করে স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে।

এ ঘটনার পর জেলা জামায়াতের শীর্ষ নেতাদের দৃষ্টি আকর্ষণ করে ফেসবুকে স্ট্যাটাস দেন বিএনপির কয়েকজন নেতা। এরপর জেলা জামায়াতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন দলের প্রচার ও মিডিয়া সেক্রেটারি মুহা.

হাসিবুল আলম।

এর আগে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি শফিকুল ইসলাম ফেসবুকে এক স্ট্যাটাসে লেখেন, ‘জয়পুরহাট জেলা জামায়াতের শীর্ষ নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি, গতকাল জয়পুরহাট জেলা জামায়াতের যে গণমিছিল হয়েছে, সেখানে স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসি চাই বলে স্লোগান দিয়েছেন ভালো কথা, আমরাও দিয়েছি। কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি নির্যাতিত মজলুম নেত্রী, দেশনেত্রী বেগম খালেদার ফাঁসি চাইলেন কোন যুক্তিতে? এটা কি প্রতিহিংসার স্লোগান নাকি রাজপথ উত্তপ্ত করার কৌশল মাত্র? নাকি ভুল? দয়া করে যদি এই স্লোগানের সঠিক ব্যাখ্যাটা আপনারা জানাতেন, আমার মতো লাখ লাখ খালেদা জিয়ার ভক্ত উপকৃত হতো।’

এ বিষয়ে জামায়াত নেতা মুহা. হাসিবুল আলম বলেন, ‘স্লোগানে ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসির দাবি জানানো হয়। অনাকাঙ্ক্ষিতভাবে আপসহীন নেত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ফাঁসির দাবি উচ্চারিত হয়েছে। যা ভুল করে হয়েছে।’ তিনি আরও বলেন, ‘একটি সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন বলেন, ঘটনাটি জানার পর জামায়াতের নেতাদের সঙ্গে কথা বলেছেন। তাঁরা তাঁদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে আপসহীন নেত্রী তাঁরা সেটি মেনে নিয়েছেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: খ প রক শ

এছাড়াও পড়ুন:

বার্সেলোনায় গোলকিপার–সংকট: অধিনায়ক টের স্টেগেন এখন ক্লাবের ‘শত্রু’

মার্ক-আন্দ্রে টের স্টেগেন শুধু বার্সেলোনার এক নম্বর গোলকিপারই নন, দলের অধিনায়কও। অথচ চোটে পড়ার পর সেই টের স্টেগেন এখন হয়ে গেছেন বার্সেলোনার বড় শত্রু! কীভাবে?
চোটের কারণে চার মাসের বেশি সময় মাঠের বাইরে থাকবেন টের স্টেগেন। এই কারণে বার্সা চেয়েছিল লা লিগার চোট–বদলি নিয়ম ব্যবহার করে দলে নতুন আসা গোলকিপার হোয়ান গার্সিয়াকে নিবন্ধন করাতে। কিন্তু জার্মান এই গোলকিপার জানিয়ে দিয়েছেন—নিজের চিকিৎসাসংক্রান্ত তথ্য লা লিগার হাতে দিতে তিনি রাজি নন। আর তাতেই আটকে গেছে বার্সার পরিকল্পনা।

লা লিগার নতুন মৌসুমে বার্সেলোনা প্রথম ম্যাচটা খেলবে ১৬ আগস্ট, মায়োর্কার বিপক্ষে। কিন্তু এর আগে গোলকিপার নিয়ে অপ্রত্যাশিত এক সমস্যায় পড়েছেন বার্সা কোচ হান্সি ফ্লিক। গার্সিয়াকে নিবন্ধন করাতে না পারলে লিগে প্রথম ম্যাচে কাকে খেলাবেন ফ্লিক, এ নিয়ে তাঁর কপালে চিন্তার ভাঁজ।

ক্লাবের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন টের স্টেগেন

সম্পর্কিত নিবন্ধ