নারী শিক্ষার্থীদের যৌন হয়রানি ও মামলার হুমকি দেওয়ার অভিযোগ এনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের এক শিক্ষককে স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে ওই শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন তাঁরা। তবে এসব অভিযোগকে ‘বানোয়াট ও ষড়যন্ত্রমূলক’ বলে দাবি করেছেন ওই শিক্ষক।

শিক্ষার্থীদের অভিযোগ, ওই শিক্ষক দীর্ঘদিন ধরে নারী শিক্ষার্থীদের উদ্দেশে অশালীন মন্তব্য করে আসছেন। পাশাপাশি অনৈতিক প্রস্তাব, ভয়ভীতি প্রদর্শন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করছেন।

বিভাগটির তৃতীয় বর্ষের এক নারী শিক্ষার্থী বলেন, ‘উনি (শিক্ষক) নারী শিক্ষার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। যেমন তোমার কোমর তো ভালো দোলে, রাতের রানী, রাতের গার্ড ইত্যাদি। আমাদের প্রথম ব্যাচ থেকে সপ্তম ব্যাচ পর্যন্ত অনেকেই তাঁর এমন আচরণের শিকার হয়েছেন। আগের এক ঘটনায় তিনি শিক্ষার্থীদের মারতে গিয়েছিলেন, সেটির ভিডিও আছে।’

ওই শিক্ষার্থীর দাবি, কুপ্রস্তাবে রাজি না হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নম্বর কমিয়ে দেন ওই শিক্ষক। এমনকি তাঁর তাকানোর ভঙ্গিতেও ভয় লাগে। তাঁরা শ্রেণিকক্ষে যেতে এখন ভয় পাচ্ছেন।

মেহেদী হাসান নামের আরেক শিক্ষার্থী বলেন, নারী শিক্ষার্থীদের প্রতি অশোভন আচরণের পাশাপাশি শিক্ষার্থীদের মারতে যাওয়া ও মামলার হুমকি দেওয়ার অভিযোগও আছে ওই শিক্ষকের বিরুদ্ধে।

তবে এসব অভিযোগকে ষড়যন্ত্রমূলক উল্লেখ করে বিষয়গুলো অস্বীকার করেছেন ওই শিক্ষক। তিনি বলেন, ‘ঘটনার শুরু আমাদের প্রথম ব্যাচের এক নারী শিক্ষার্থীকে কেন্দ্র করে। এক ট্যুরে ওই শিক্ষার্থী মেয়েদের রুমে কয়েকজন ছেলে নিয়ে মাদক সেবন করছিল। আমি গিয়ে বাধা দিই। সেই ঘটনার পর থেকে সে আমার নামে এসব ছড়াচ্ছে। এর পাশাপাশি সিনিয়র কয়েকজন শিক্ষার্থী বিভাগের বাকি শিক্ষার্থীদের উসকে দিয়ে আমার বিরুদ্ধে এসব করছে।’

শিক্ষার্থীদের মারমুখী হওয়ার অভিযোগ প্রসঙ্গে ওই শিক্ষক বলেন, ‘আমি শুধু বলেছিলাম, যদি আমার স্ত্রীর কিছু হয়, তাহলে মামলা করব। এর বাইরে কিছু নয়। তারা ইচ্ছাকৃতভাবে আমাকে ফাঁসাচ্ছে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ওই শ ক ষ

এছাড়াও পড়ুন:

এখনো কালো মেঘের ছায়া কাটেনি: বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, “এখনো কালো মেঘের ছায়া কাটেনি। দেশজুড়ে এখনো ষড়যন্ত্রের জাল ছড়িয়ে আছে।”

শনিবার (৮ নভেম্বর) দুপুরে নেত্রকোণার মোহনগঞ্জ পৌর বিএনপির পরিচিতি সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

লুৎফুজ্জামান বাবর বলেন, শেখ হাসিনার প্রথম মামলার রায়কে ঘিরে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে। আওয়ামী লীগ এবং পার্শ্ববর্তী এক পরাশক্তি দেশ রায় ও আসন্ন নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে। 

তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারের কিছু উপদেষ্টা নিরপেক্ষতার কথা বললেও তাদের আচরণে স্পষ্ট পক্ষপাত লক্ষ করা যাচ্ছে। এখন আমাদের সামনে একটা বড় সুযোগ আসছে—ক্ষমতায় যাওয়ার সুযোগ। কিন্তু, সেটা যেন দলীয় বিশৃঙ্খলায় নষ্ট না হয়। কেউ নিয়ম ভঙ্গ করলে ছাড় দেওয়া হবে না, আমি হলেও না। সবাইকে হালাল পথে, ন্যায্যতার ভিত্তিতে চলতে হবে।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে লুৎফুজ্জামান বাবর বলেন, সামনে বড় চ্যালেঞ্জ আসছে, তা মোকাবিলায় ধৈর্য ও সংযমের বিকল্প নেই। 

তরুণদের উদ্দেশে তিনি বলেন, “তথ্য-প্রযুক্তির যুগে টিকে থাকতে হলে কারিগরি জ্ঞান অর্জন জরুরি।”

উপজেলার মোহনগঞ্জ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পুতুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা/ইবাদ/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • সেবাগ্রহীতাদের সঙ্গে মানবিক আচরণ করতে হবে: ভূমি উপদেষ্টা
  • রেজিস্ট্রারের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় আম্মার বললেন, ‘আমি রাকসুর নির্বাচিত জিএস’
  • মুক্তিযুদ্ধের চেতনা ভুলিয়ে দিতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত
  • ন্যূনতম ঐক্য না হলে নির্বাচন শঙ্কায় পড়বে
  • ‘ওই মানুষটা আমার মুখ চেপে ধরেছিল...’, ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকা
  • নারীর সম্মানহানি ও সাইবার বুলিংয়ের পেছনের রাজনীতি
  • এখনো কালো মেঘের ছায়া কাটেনি: বাবর
  • মুন্সীগঞ্জে ৬৩ সহকারী শিক্ষকের বেতন হঠাৎ বন্ধ
  • ভোটের আমেজেই মাঠে নামল বিএনপি