বন্দরে  হাজরাদী বায়তুল মোকাদ্দেস  জামে মসজিদ কমিটি গঠন নিয়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয় নিয়মিত মুসল্লীদের বাদ দিয়ে নতুন কমিটি গঠন করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনার প্রতিবাদে মুসল্লীরা গনস্বাক্ষর নিয়ে কমিটি বাতিল দাবী জানিয়েছে । পাশাপাশি এমন হটকারী সিদ্ধান্তে কমিটি গঠনের  ক্ষোভ ফুসে উঠছে  স্থানীয়  এলাকাবাসী ও সাধারন মুসল্লীরা।

ক্ষোভ প্রকাশ করে তারা জানান, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের  হাজরাদী বায়তুল মোকাদ্দেস জামে মসজিদের আশপাশে ব্যবসায়ী ও বেশি আয়ের লোকজনের বাস হওয়ায় দ্রুততম সময়ে মসজিদের উন্নতি হতে যাচ্ছে।

তবে  উল্লেখিত  মসজিদের বর্তমান কমিটিতে বিতর্কিত ব্যক্তিরা স্থান পেয়েছে।  স্বৈরাচার সরকারের এক প্রভাবশালী ব্যক্তির ইন্দনে কমিটির সভাপতি কাজী মহিবুর রব আবির নিয়মিত মুসল্লীদের বাদ দিয়ে কমিটিতে বিতর্কিত ব্যক্তিরা অনুপ্রবেশ করেছে।

এরমধ্যে যেমন রয়েছে সুদ ব্যবসায়ী তেমনি রয়েছে অর্থ আত্বসাতকারী ব্যক্তিরাও।  কমিটির সভাপতির নিজের পছন্দের লোক দিয়ে এসব বিতর্কিত লোকদের কমিটিতে স্থান দিয়েছে। কমিটির অর্থ সম্পাদক কমল কাজী তো সাধারন মানুষের সাথে প্রতারনা করে মানুষকে সর্বশান্ত করেছে।

১৯৯৬ সালে এই কমল কাজী সমিতির নাম করে সাধারন মানুষকে ধোকা দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করে  পালিয়েছিল। পরে ২০১৫ সালে পূনরায় দেশে ফিরে আসেন। তাদের প্রতি সমর্থন নেই সাধারণ মুসুল্লীদের। তারা নামাজি ও ভালো মানুষদের কমিটিতে চান।

নাম প্রকাশে অনিচ্ছুক মসজিদের নিয়মিত একজন মুসুল্লী জানান, অতীতে নামাজি ও ভালো মানুষকে কমিটিতে প্রাধান্য দেয়া হতো। এবার নতুন কমিটিতে কয়েকজন বিতর্কিত লোক প্রবেশ করেছে। মসজিদ কমিটির সভাপতি কাজী মহিবুর রব আবির বেশির ভাগ সময়ই ঢাকা থাকেন।

মসজিদ কমিটি পরিচালনা করেন কমিটির সহ সভাপতি তপন কাজী মিয়া। তপন মিয়ার অযৌক্তিক সিদ্ধান্তেই মসজিদ কমিটিতে নিজেদের মনগড়া করে গঠন করা হয়েছে। এলাকার সাধারন মুসল্লীরা এসব মনগড়া পকেট কমিটি বাতিল দাবী করে গনস্বাক্ষর নিচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, যারা মসজিদের কমিটিতে আসছেন এদের মধ্যে অনেকে নিয়মিত মসজিদে নামাজ পড়ে না। একমাত্র শুক্রবার জুম্মার নামাজ ছাড়া এদের মসজিদে দেখা মিলে না। তাদের মতে নিয়মিত মুসল্লীদের সামনে রেখে যাচাই-বাছাই করে প্রয়োজনে সময় নিয়ে একটি ভালো কমিটি গঠন করা উচিৎ ছিল।

এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি কাজী মহিবুর রহমান আবিরকে তার মুঠো ফোনে একাধিকবার ফোন করেও পাওয়া যায় নাই। এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে স্থানীয় মুসল্লীরা। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: মসজ দ ন র য়ণগঞ জ স ধ রন ম ব তর ক ত মসজ দ র কম ট ত ন কম ট

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (৮ নভেম্বর ২০২৫)

অস্ট্রেলিয়া–ভারত ও পাকিস্তান–দক্ষিণ আফ্রিকা সিরিজ নির্ধারণী ম্যাচ আজ। ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি টটেনহাম–ম্যানচেস্টার ইউনাইটেড।৫ম টি–টোয়েন্টি

অস্ট্রেলিয়া–ভারত
দুপুর ২–১৫ মি., স্টার স্পোর্টস ১ ও  ২

৩য় ওয়ানডে

পাকিস্তান–দক্ষিণ আফ্রিকা
বিকেল ৪টা, টি স্পোর্টস ও এ স্পোর্টস

ইংলিশ প্রিমিয়ার লিগ

টটেনহাম–ম্যানচেস্টার ইউনাইটেড
সন্ধ্যা ৬–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

এভারটন–ফুলহাম
রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

ওয়েস্ট হাম–বার্নলি
রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২

সান্ডারল্যান্ড–আর্সেনাল
রাত ১১–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

জার্মান বুন্দেসলিগা

ইউনিয়ন বার্লিন–বায়ার্ন মিউনিখ
রাত ৮–৩০ মি., সনি স্পোর্টস টেন ২

মনশেনগ্লাডবাখ–কোলন
রাত ১১–৩০ মি., সনি স্পোর্টস টেন ২

লা লিগা

আতলেতিকো মাদ্রিদ–লেভান্তে
রাত ১১–৩০ মি., রাজধানী টিভি

সম্পর্কিত নিবন্ধ