বলিউড অভিনেত্রী হুমা কুরেশির চাচাত ভাইকে খুন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে দিল্লির নিজামুদ্দিন এলাকায় হত্যা করা হয় আসিফ কুরেশিকে। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।
এ প্রতিবেদে জানিয়েছে, বৃহস্পতিবার রাত প্রায় ১১টার দিকে নিজামুদ্দিনের জংপুরা ভোগল লেনে ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত দুইজনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আসিফের বাড়ির প্রধান গেটের সামনে একটি টু-হুইলার পার্কিং নিয়ে তার সঙ্গে দুই ব্যক্তির মধ্যে বিবাদ শুরু হয়। এরপর অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ওপর আক্রমণ করে। গুরুতর আহত অবস্থায় আসিফকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
বলিউডের নয়া ‘ক্রাশ’ অনীত
হৃতিকের ছেলেকে পাপারাজ্জিদের তাড়া, ভিডিও ভাইরাল
আসিফের স্ত্রী ও আত্মীয়দের অভিযোগ, তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে অভিযুক্তরা তাকে নৃশংসভাবে আক্রমণ করে।
আসিফের স্ত্রী সাইনাজ কুরেশি বলেন, “আসিফ কাজ থেকে বাড়ি ফেরার পর দেখতে পান, প্রতিবেশীর টু-হুইলারটি আমাদের বাড়ির প্রধান গেটের সামনে রাখা রয়েছে। এরপর আসিফ তাদের গাড়িটি সেখান থেকে সরাতে বলেন। কিন্তু গাড়ি সরানোর পরিবর্তে প্রতিবেশীরা আসিফকে গালিগালাজ করতে শুরু করে। তারপর ধারালো অস্ত্র দিয়ে তার ওপর আক্রমণ চালায়।”
এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, এখন তদন্ত চলছে। তবে বিষয়টি নিয়ে হুমা কুরেশির কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নড়াইলে তিন বছরের শিশুকে হত্যায় সৎ মায়ের যাবজ্জীবন
নড়াইলের লোহাগড়ায় তিন বছরের এক শিশুকে শ্বাসরোধে হত্যার দায়ে সৎ মাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৬ আগস্ট) দুপুরে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার আসামির উপস্থিতে এ রায় ঘোষণা করেন। দণ্ড পাওয়া জোবাইদা বেগম (২৫) উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের সজীব কাজীর স্ত্রী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালে সজীব কাজীর সঙ্গে তার প্রথম স্ত্রী রুপা বেগমের বিচ্ছেদ হয়। এরপর সজীবের দুই সন্তান পাঁচ বছর বয়সী ছেলে ইয়াসিন কাজী ও তিন বছর বয়সী মেয়ে নুসরাত জাহান রোজা দাদার (আবুল খায়ের) সঙ্গে বসবাস শুরু করে। পরবর্তীতে সন্তানদের কথা চিন্তা করে সজীব কাজী দ্বিতীয় বিয়ে করেন জোবাইদা বেগমকে।
আরো পড়ুন:
প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা, বাবাসহ ৩ জনের ফাঁসি
দাফনের আড়াই মাস পর কবর থেকে বৃদ্ধের মরদেহ উত্তোলন
২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি সকালে রোজাকে তার ভাই ইয়াসিন কাজী মারধর করলে সে কান্না শুরু করে। এরপর সৎ মা জোবাইদা বেগম তাকে ঘরের একটি কক্ষে নিয়ে যান। সে কান্না থামাচ্ছিল না দেখে জোবাইদা তার মুখ চেপে ধরেন, এতে শ্বাসরোধে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত রোজার দাদা আবুল খায়ের জোবাইদা বেগমকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন। বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে আদালত এই রায় ঘোষণা করেন।
নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা/শরিফুল/রাজীব